বিএনপি স্বাধীনচেতা গণতান্ত্রিক শক্তি, বিপ্লবী সংগঠন নয়: মির্জা ফখরুল
বিএনপি কোনো বিপ্লবী সংগঠন নয়; বরং এটি স্বাধীনচেতা ও গণতান্ত্রিক আদর্শে বিশ্বাসী দল বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর ভাষ্য অনুযায়ী, বিএনপি প্রতিষ্ঠাকাল থেকেই গণতন্ত্রে আস্থাশীল এবং এ মূল্যবোধ রক্ষায় দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছে। দেশের জনগণও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যুগ যুগ ধরে সংগ্রাম করেছে বলেও তিনি উল্লেখ করেন।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘চব্বিশের গণঅভ্যুত্থানে বিএনপি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও ডকুমেন্টারি প্রদর্শন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এসময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের বিচারে শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার প্রসঙ্গ টেনে তিনি বলেন, রায় চলাকালে একদিকে যখন বিচার হচ্ছে, তখন অন্যদিকে সহিংসতা বা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা হচ্ছে—যা তাঁর কাছে প্রশ্নবিদ্ধ মনে হয়েছে। তাঁর মতে, একটি মহল হয়তো রায়ের গুরুত্ব আড়াল করতে ইচ্ছাকৃতভাবে পরিস্থিতিকে অন্য দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। রাজনৈতিক দলগুলোকে এ বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করার আহ্বান জানান তিনি।
গণতন্ত্রে ফেরার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে দিতে না চাইলে গণতান্ত্রিক পথেই ফিরে যেতে হবে এবং শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। এ জন্য বিএনপিসহ গণতন্ত্রে বিশ্বাসী সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
দলের সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, কেউ যদি আলাদা উদ্যোগে সংস্কারের কথা বলেন, তা সংকীর্ণতার পরিচয় ছাড়া কিছু নয়। এ বিষয়ে বিএনপিই দীর্ঘদিন ধরে কথা বলে আসছে বলেও তিনি দাবি করেন।






















