ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ব্রিসবেন বিমানবন্দরে ইংল্যান্ড দলের নিরাপত্তাকর্মীর আচরণ নিয়ে বিতর্ক Logo বিজয় দিবসে ৫৪ প্যারাট্রুপারের পতাকা জাম্প, বিশ্ব রেকর্ডে থাকছেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী Logo ওসমান হাদিকে গুলির ঘটনায় ফয়সাল করিমের সব ব্যাংক হিসাব স্থগিত Logo গুলিবর্ষণে নতুন তথ্য: ওসমান হাদীর ওপর হামলায় ব্যবহৃত বাইকের চালক শনাক্তের দাবি দ্য ডিসেন্টের Logo আজ পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস Logo পঞ্চগড়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুইটি ভাটা উচ্ছেদ Logo সরকার আন্তরিক হলে ২৪ ঘণ্টায় হামলাকারী গ্রেপ্তার সম্ভব: রুমিন ফারহানা Logo নির্বাচন সামনে রেখে সিইসি ও কমিশনারদের জন্য বাড়তি নিরাপত্তা চাইল ইসি Logo নোয়াখালী এক্সপ্রেসে অধিনায়কত্ব নিয়ে ধোঁয়াশা, সৌম্য সরকার প্রথম পছন্দ হলেও বিকল্প ভাবনায় দল Logo জিওস্টার চুক্তি নিয়ে জল্পনার অবসান, অবস্থান পরিষ্কার করলো আইসিসি

বিএনপি স্বাধীনচেতা গণতান্ত্রিক শক্তি, বিপ্লবী সংগঠন নয়: মির্জা ফখরুল

নিজস্ব সংবাদ :

বিএনপি কোনো বিপ্লবী সংগঠন নয়; বরং এটি স্বাধীনচেতা ও গণতান্ত্রিক আদর্শে বিশ্বাসী দল বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর ভাষ্য অনুযায়ী, বিএনপি প্রতিষ্ঠাকাল থেকেই গণতন্ত্রে আস্থাশীল এবং এ মূল্যবোধ রক্ষায় দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছে। দেশের জনগণও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যুগ যুগ ধরে সংগ্রাম করেছে বলেও তিনি উল্লেখ করেন।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘চব্বিশের গণঅভ্যুত্থানে বিএনপি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও ডকুমেন্টারি প্রদর্শন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এসময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের বিচারে শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার প্রসঙ্গ টেনে তিনি বলেন, রায় চলাকালে একদিকে যখন বিচার হচ্ছে, তখন অন্যদিকে সহিংসতা বা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা হচ্ছে—যা তাঁর কাছে প্রশ্নবিদ্ধ মনে হয়েছে। তাঁর মতে, একটি মহল হয়তো রায়ের গুরুত্ব আড়াল করতে ইচ্ছাকৃতভাবে পরিস্থিতিকে অন্য দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। রাজনৈতিক দলগুলোকে এ বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করার আহ্বান জানান তিনি।

গণতন্ত্রে ফেরার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে দিতে না চাইলে গণতান্ত্রিক পথেই ফিরে যেতে হবে এবং শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। এ জন্য বিএনপিসহ গণতন্ত্রে বিশ্বাসী সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

দলের সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, কেউ যদি আলাদা উদ্যোগে সংস্কারের কথা বলেন, তা সংকীর্ণতার পরিচয় ছাড়া কিছু নয়। এ বিষয়ে বিএনপিই দীর্ঘদিন ধরে কথা বলে আসছে বলেও তিনি দাবি করেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:২১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
৩৯ বার পড়া হয়েছে

বিএনপি স্বাধীনচেতা গণতান্ত্রিক শক্তি, বিপ্লবী সংগঠন নয়: মির্জা ফখরুল

আপডেট সময় ০২:২১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

বিএনপি কোনো বিপ্লবী সংগঠন নয়; বরং এটি স্বাধীনচেতা ও গণতান্ত্রিক আদর্শে বিশ্বাসী দল বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর ভাষ্য অনুযায়ী, বিএনপি প্রতিষ্ঠাকাল থেকেই গণতন্ত্রে আস্থাশীল এবং এ মূল্যবোধ রক্ষায় দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছে। দেশের জনগণও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যুগ যুগ ধরে সংগ্রাম করেছে বলেও তিনি উল্লেখ করেন।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘চব্বিশের গণঅভ্যুত্থানে বিএনপি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও ডকুমেন্টারি প্রদর্শন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এসময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের বিচারে শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার প্রসঙ্গ টেনে তিনি বলেন, রায় চলাকালে একদিকে যখন বিচার হচ্ছে, তখন অন্যদিকে সহিংসতা বা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা হচ্ছে—যা তাঁর কাছে প্রশ্নবিদ্ধ মনে হয়েছে। তাঁর মতে, একটি মহল হয়তো রায়ের গুরুত্ব আড়াল করতে ইচ্ছাকৃতভাবে পরিস্থিতিকে অন্য দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। রাজনৈতিক দলগুলোকে এ বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করার আহ্বান জানান তিনি।

গণতন্ত্রে ফেরার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে দিতে না চাইলে গণতান্ত্রিক পথেই ফিরে যেতে হবে এবং শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। এ জন্য বিএনপিসহ গণতন্ত্রে বিশ্বাসী সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

দলের সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, কেউ যদি আলাদা উদ্যোগে সংস্কারের কথা বলেন, তা সংকীর্ণতার পরিচয় ছাড়া কিছু নয়। এ বিষয়ে বিএনপিই দীর্ঘদিন ধরে কথা বলে আসছে বলেও তিনি দাবি করেন।