ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বিপিএলে কি খেলবেন সাকিব? যা বলছে চিটাগাং কিংস

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

দেশের মাটিতে শেষ টেস্ট খেলে অবসর নিতে চেয়েছিলেন সাকিব আল হাসান। রাজনৈতিক জটিলতা থাকলেও কিংবদন্তি ক্রিকেটারের প্রতি সম্মান দেখিয়ে তাকে সেই সুযোগ করে দিয়েছিল ক্রিকেট বোর্ড। তবে সমর্থকদের প্রতিবাদের মুখে শেষমেশ সাকিবকে দেশে ফিরতে নিষেধ করে দিয়েছে বিসিবি।

সাকিবকে নিয়ে জটিলতা তৈরির আগেই তাকে আসন্ন  বিপিএলের জন্য কিনে নিয়েছিল চিটাগাং কিংস। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে দেশের মাটিতে সাকিবের খেলা নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। প্রায়ই এই বিষয়ে নতুন নতুন গুঞ্জন উঠে আসছে। তবে এবার এ বিষয়ে খোলামেলা আলাপ করলেন চিটাগাং ফ্র্যাঞ্চাইজির মালিক সামির কাদের চৌধুরী।

 

বিপিএলে সাকিব খেলবেন কিনা, এমন প্রশ্নের উত্তরে সামির বলেন, ‘স্বাভাবিকভাবে আমিও ক্লান্ত হয়ে যাচ্ছি এটার উত্তর দিতে দিতে। আমাদেরকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তাই আমরা আশাবাদী তিনি আসতে পারবেন এবং খেলতে পারবেন। আমার সঙ্গে কথা হয়েছে (সাকিবের)। কয়েকটি প্রশ্ন করেছিলাম তাকে সম্প্রতি কিছু নিউজ দেখার পর। উনি বলেছেন এর একটিও সত্যি না। উনি এগুলো বলেনি।’  
 
তিনি আরও বলেন, ‘আসার ব্যাপারে এখনও উনি কিছু বলেননি। পজিটিভও বলতে পারছি না। এটা পরিস্থিতির ওপর নির্ভর করে। যেহেতু উনি দেশের হয়ে এই মুহূর্তে খেলতে পারছেন না। সেক্ষেত্রে এখনও ওইভাবে আমাকে কিছু বলেনি।’
 
সাকিবের বিপিএলে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে অনেক আগেই। সেক্ষেত্রে তার বদলি হিসেবে অন্য কাউকে নিচ্ছে কিনা চিটাগাং, এমন প্রশ্নও উঠতে শুরু করেছে। এই বিষয়ে চিটাগাং ফ্র্যাঞ্চাইজির মালিক বলেন, ‘সবার সঙ্গেই আলোচনা করে একটি সিদ্ধান্ত নেব। সাকিবের বিকল্প নিয়ে আমাদের কিছুটা সমস্যায় পড়তে হতে পারে। বাঁহাতি স্পিনার কম পড়ে যাবে। আমরা স্থানীয় কোনো বাঁহাতি স্পিনার নিতে পারি।’  

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৪১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
২২ বার পড়া হয়েছে

বিপিএলে কি খেলবেন সাকিব? যা বলছে চিটাগাং কিংস

আপডেট সময় ১০:৪১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪

দেশের মাটিতে শেষ টেস্ট খেলে অবসর নিতে চেয়েছিলেন সাকিব আল হাসান। রাজনৈতিক জটিলতা থাকলেও কিংবদন্তি ক্রিকেটারের প্রতি সম্মান দেখিয়ে তাকে সেই সুযোগ করে দিয়েছিল ক্রিকেট বোর্ড। তবে সমর্থকদের প্রতিবাদের মুখে শেষমেশ সাকিবকে দেশে ফিরতে নিষেধ করে দিয়েছে বিসিবি।

সাকিবকে নিয়ে জটিলতা তৈরির আগেই তাকে আসন্ন  বিপিএলের জন্য কিনে নিয়েছিল চিটাগাং কিংস। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে দেশের মাটিতে সাকিবের খেলা নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। প্রায়ই এই বিষয়ে নতুন নতুন গুঞ্জন উঠে আসছে। তবে এবার এ বিষয়ে খোলামেলা আলাপ করলেন চিটাগাং ফ্র্যাঞ্চাইজির মালিক সামির কাদের চৌধুরী।

 

বিপিএলে সাকিব খেলবেন কিনা, এমন প্রশ্নের উত্তরে সামির বলেন, ‘স্বাভাবিকভাবে আমিও ক্লান্ত হয়ে যাচ্ছি এটার উত্তর দিতে দিতে। আমাদেরকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তাই আমরা আশাবাদী তিনি আসতে পারবেন এবং খেলতে পারবেন। আমার সঙ্গে কথা হয়েছে (সাকিবের)। কয়েকটি প্রশ্ন করেছিলাম তাকে সম্প্রতি কিছু নিউজ দেখার পর। উনি বলেছেন এর একটিও সত্যি না। উনি এগুলো বলেনি।’  
 
তিনি আরও বলেন, ‘আসার ব্যাপারে এখনও উনি কিছু বলেননি। পজিটিভও বলতে পারছি না। এটা পরিস্থিতির ওপর নির্ভর করে। যেহেতু উনি দেশের হয়ে এই মুহূর্তে খেলতে পারছেন না। সেক্ষেত্রে এখনও ওইভাবে আমাকে কিছু বলেনি।’
 
সাকিবের বিপিএলে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে অনেক আগেই। সেক্ষেত্রে তার বদলি হিসেবে অন্য কাউকে নিচ্ছে কিনা চিটাগাং, এমন প্রশ্নও উঠতে শুরু করেছে। এই বিষয়ে চিটাগাং ফ্র্যাঞ্চাইজির মালিক বলেন, ‘সবার সঙ্গেই আলোচনা করে একটি সিদ্ধান্ত নেব। সাকিবের বিকল্প নিয়ে আমাদের কিছুটা সমস্যায় পড়তে হতে পারে। বাঁহাতি স্পিনার কম পড়ে যাবে। আমরা স্থানীয় কোনো বাঁহাতি স্পিনার নিতে পারি।’