ঢাকা ০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo বিসিবির অর্থ কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন নাজমুল ইসলাম Logo ট্রাম্পের অবস্থান নরম হলেও ইরান ইস্যুতে কেন এখনো সতর্ক তেহরান Logo বিএনপি পোস্টাল ব্যালটে শুধুমাত্র সংশ্লিষ্ট প্রার্থীর নাম ও প্রতীক রাখার প্রস্তাব দিয়েছে Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ দাবিতে সায়েন্স ল্যাব মোড়ে সাত কলেজ শিক্ষার্থীদের আন্দোলন Logo নাজমুল ইসলামকে বিসিবির শোকজ, পদত্যাগ দাবিতে অবস্থানে ক্রিকেটাররা Logo রাজবাড়ীর পাংশায় সড়ক দুর্ঘটনায় দুই কিশোরের অকাল প্রস্থান Logo নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ জানালেন মির্জা আব্বাস Logo যুক্তরাষ্ট্র আক্রমণ করলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে জবাব দেবে ইরান Logo ৫ শতাংশ নারী প্রার্থী দেওয়ার প্রতিশ্রুতি মানেনি কোনো দল, বাস্তবায়ন হয়নি জুলাই সনদ Logo নির্বাচন শান্তিপূর্ণ রাখতে প্রস্তুত বিজিবি, ভোটে বাধা বরদাশত নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

বিসিবির অর্থ কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন নাজমুল ইসলাম

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিন্যান্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে পরিচালক নাজমুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে এবং বোর্ডের সামগ্রিক স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিসিবি সভাপতির ওপর অর্পিত ক্ষমতা প্রয়োগ করেই নাজমুল ইসলামকে তাৎক্ষণিকভাবে অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বিসিবি সভাপতি নিজেই অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়। একই সঙ্গে বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ক্রিকেটারদের স্বার্থ রক্ষা বিসিবির সর্বোচ্চ অগ্রাধিকার এবং অধিভুক্ত সব খেলোয়াড়ের সম্মান ও মর্যাদা বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

বর্তমান চ্যালেঞ্জপূর্ণ সময়ে ক্রিকেটাররা পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে বাংলাদেশ ক্রিকেটের অগ্রগতিতে ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশার কথাও জানিয়েছে বিসিবি। পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিয়মিত অংশগ্রহণ নিশ্চিত করতে খেলোয়াড়রা সর্বোচ্চ চেষ্টা করবেন বলে বোর্ড আশা প্রকাশ করেছে।

এর আগে বিসিবি জানায়, নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে সরানোর শর্তে খেলোয়াড়দের আজকের মধ্যেই মাঠে ফিরতে হবে। অন্যথায় অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হবে বলে সতর্ক করে বোর্ড।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:২৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
৫ বার পড়া হয়েছে

বিসিবির অর্থ কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন নাজমুল ইসলাম

আপডেট সময় ০৬:২৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিন্যান্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে পরিচালক নাজমুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে এবং বোর্ডের সামগ্রিক স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিসিবি সভাপতির ওপর অর্পিত ক্ষমতা প্রয়োগ করেই নাজমুল ইসলামকে তাৎক্ষণিকভাবে অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বিসিবি সভাপতি নিজেই অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়। একই সঙ্গে বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ক্রিকেটারদের স্বার্থ রক্ষা বিসিবির সর্বোচ্চ অগ্রাধিকার এবং অধিভুক্ত সব খেলোয়াড়ের সম্মান ও মর্যাদা বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

বর্তমান চ্যালেঞ্জপূর্ণ সময়ে ক্রিকেটাররা পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে বাংলাদেশ ক্রিকেটের অগ্রগতিতে ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশার কথাও জানিয়েছে বিসিবি। পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিয়মিত অংশগ্রহণ নিশ্চিত করতে খেলোয়াড়রা সর্বোচ্চ চেষ্টা করবেন বলে বোর্ড আশা প্রকাশ করেছে।

এর আগে বিসিবি জানায়, নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে সরানোর শর্তে খেলোয়াড়দের আজকের মধ্যেই মাঠে ফিরতে হবে। অন্যথায় অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হবে বলে সতর্ক করে বোর্ড।