ঢাকা ০১:১৮ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ত্রয়োদশ সংসদ নির্বাচন: ইসিতে আপিল শুনানি চলছে Logo বছরের শুরুতেই রেমিট্যান্সে উল্লম্ফন, প্রথম সাত দিনে এল ৯০ কোটির বেশি ডলার Logo হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বাতিলের দাবিতে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর Logo প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের চেষ্টা, কুড়িগ্রামে বিএনপি নেতাসহ ১১ জন গ্রেপ্তার Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক শুল্ক ২০ শতাংশের নিচে নামানোর প্রস্তাব বাংলাদেশের Logo বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অভিনেতা পার্থ শেখ, কে সেই পাত্রী? Logo পাকিস্তানের বিভিন্ন এলাকায় ভূমিকম্পের কম্পন Logo ইরানে দেশজুড়ে ইন্টারনেট বন্ধ, বিক্ষোভের মধ্যে নেটব্লকসের প্রতিবেদন Logo জকসু নির্বাচন: ২৩ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে এগিয়ে ছাত্রশিবির সমর্থিত রিয়াজুল Logo মার্কিন হস্তক্ষেপের ঝুঁকিতে পড়তে পারে আরও দেশ—সতর্কবার্তা ট্রাম্পের

বুধবার শুরু হচ্ছে চরমোনাই তরিকার তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল

নিজস্ব সংবাদ :

চরমোনাই তরিকার বার্ষিক তিনদিনব্যাপী মাহফিল আগামী বুধবার (২৬ নভেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে। অগ্রহায়ণ ও ফাল্গুন মাসে প্রতি বছরের মতোই এবারও আয়োজন করা হচ্ছে এই ধর্মীয় সমাবেশ।

আয়োজকদের তথ্য অনুযায়ী, বুধবার জোহর নামাজের পর বাংলাদেশ মুজাহিদ কমিটির আমির ও চরমোনাই পীর সাহেব মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম উদ্বোধনী বয়ান প্রদান করবেন। এরপর আনুষ্ঠানিকভাবে শুরু হবে মাহফিলের সব কার্যক্রম।

পুরো তিনদিনে সকাল ও সন্ধ্যায় মোট সাতটি প্রধান বয়ান অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ও সমাপনী বয়ান দেবেন মুফতি রেজাউল করীম। মাঝের তিনটি বয়ান করবেন বাংলাদেশ মুজাহিদ কমিটির নায়েবে আমির ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। এছাড়া দেশের বিভিন্ন প্রখ্যাত আলেমও বিভিন্ন সময়ে বক্তব্য রাখবেন।

চরমোনাই জামেয়া রশিদিয়া আহসানাবাদের তত্ত্বাবধানে মাহফিলের সার্বিক আয়োজন পরিচালনা করবে বাংলাদেশ মুজাহিদ কমিটি। দ্বিতীয় দিন বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দেশের শীর্ষ আলেম ও রাজনৈতিক ব্যক্তিত্বদের অংশগ্রহণে উলামা সম্মেলনের আয়োজন করা হয়েছে। তৃতীয় দিন শুক্রবার (২৮ নভেম্বর) একই সময়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ছাত্র জমায়েত অনুষ্ঠিত হবে।

আয়োজকদের মতে, বিপুল সংখ্যক মুসল্লিদের সেবা ও নিরাপত্তার জন্য এক হাজারের বেশি স্বেচ্ছাসেবক মাঠে থাকবে। চিকিৎসার জন্য রয়েছে ১০০ শয্যার অস্থায়ী হাসপাতাল, যেখানে দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ চিকিৎসকরা। রোগীদের জরুরি প্রয়োজনে দুটি ওয়াটার অ্যাম্বুলেন্সসহ মোট পাঁচটি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হবে। পুলিশ–আনসার বাহিনীর পাশাপাশি নিজস্ব নিরাপত্তাকর্মীরাও দায়িত্ব পালন করবেন, আর ফায়ার সার্ভিসের একটি ইউনিট সর্বদা প্রস্তুত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
৭৫ বার পড়া হয়েছে

বুধবার শুরু হচ্ছে চরমোনাই তরিকার তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল

আপডেট সময় ০৭:৫২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

চরমোনাই তরিকার বার্ষিক তিনদিনব্যাপী মাহফিল আগামী বুধবার (২৬ নভেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে। অগ্রহায়ণ ও ফাল্গুন মাসে প্রতি বছরের মতোই এবারও আয়োজন করা হচ্ছে এই ধর্মীয় সমাবেশ।

আয়োজকদের তথ্য অনুযায়ী, বুধবার জোহর নামাজের পর বাংলাদেশ মুজাহিদ কমিটির আমির ও চরমোনাই পীর সাহেব মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম উদ্বোধনী বয়ান প্রদান করবেন। এরপর আনুষ্ঠানিকভাবে শুরু হবে মাহফিলের সব কার্যক্রম।

পুরো তিনদিনে সকাল ও সন্ধ্যায় মোট সাতটি প্রধান বয়ান অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ও সমাপনী বয়ান দেবেন মুফতি রেজাউল করীম। মাঝের তিনটি বয়ান করবেন বাংলাদেশ মুজাহিদ কমিটির নায়েবে আমির ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। এছাড়া দেশের বিভিন্ন প্রখ্যাত আলেমও বিভিন্ন সময়ে বক্তব্য রাখবেন।

চরমোনাই জামেয়া রশিদিয়া আহসানাবাদের তত্ত্বাবধানে মাহফিলের সার্বিক আয়োজন পরিচালনা করবে বাংলাদেশ মুজাহিদ কমিটি। দ্বিতীয় দিন বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দেশের শীর্ষ আলেম ও রাজনৈতিক ব্যক্তিত্বদের অংশগ্রহণে উলামা সম্মেলনের আয়োজন করা হয়েছে। তৃতীয় দিন শুক্রবার (২৮ নভেম্বর) একই সময়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ছাত্র জমায়েত অনুষ্ঠিত হবে।

আয়োজকদের মতে, বিপুল সংখ্যক মুসল্লিদের সেবা ও নিরাপত্তার জন্য এক হাজারের বেশি স্বেচ্ছাসেবক মাঠে থাকবে। চিকিৎসার জন্য রয়েছে ১০০ শয্যার অস্থায়ী হাসপাতাল, যেখানে দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ চিকিৎসকরা। রোগীদের জরুরি প্রয়োজনে দুটি ওয়াটার অ্যাম্বুলেন্সসহ মোট পাঁচটি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হবে। পুলিশ–আনসার বাহিনীর পাশাপাশি নিজস্ব নিরাপত্তাকর্মীরাও দায়িত্ব পালন করবেন, আর ফায়ার সার্ভিসের একটি ইউনিট সর্বদা প্রস্তুত থাকবে।