ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হোয়াইট হাউসে এবার স্যুট পরে হাজির জেলেনস্কি, ভাঙলেন পুরনো সিদ্ধান্ত Logo উপজেলা পর্যায়ে স্টেডিয়াম নির্মাণে ব্যয় বাড়ার কারণ জানালেন যুব ও ক্রীড়া সচিব Logo টাকা ধার চাইলে কীভাবে ‘না’ বলবেন, সম্পর্ক নষ্ট না করেই Logo ভেনেজুয়েলার উপকূলে যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজের উপস্থিতি Logo নির্বাচন নির্ধারিত সময়েই হবে, পেছানোর প্রশ্নই ওঠে না: ড. আসিফ নজরুল Logo ইসরায়েলে বৃহত্তম বিক্ষোভ: গাজায় বন্দিদের মুক্তিতে ট্রাম্পের হস্তক্ষেপ চাইলেন স্বজনেরা Logo পঞ্চগড়ে সেনাবাহিনীর অভিযানে ১২ জন আটক, জুয়া সরঞ্জাম ও নগদ টাকাসহ মোবাইল জব্দ Logo ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের মন্তব্যে ঝাঁপিয়ে পড়লেন বিশ্লেষকরা—পুতিনের সুরই কি শোনা যাচ্ছে? Logo ডিবির সাবেক প্রধান হারুনসহ ১৮ পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত Logo মৎস্য খাতে উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার

বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে সাংবাদিকদের প্রতি আহ্বান জাতীয় প্রেসক্লাব সভাপতির

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে সাংবাদিকদের প্রতি আহ্বান জাতীয় প্রেসক্লাব সভাপতির।

বৈষম্য ও শোষণমুক্ত বাংলাদেশ গড়তে সাংবাদিকদের আরও বেশি দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ।

শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার সংবর্ধনা সভার আয়োজন করে চট্টগ্রাম প্রেসক্লাব।


হাসান হাফিজ বলেন, ‘দেশে ও দেশের বাইরে ষড়যন্ত্র চলছে। ভারতীয় মিডিয়া আমাদের দেশ নিয়ে বিশ্ববাসীর কাছে ভুল বার্তা দিচ্ছে। আমাদের রুখে দাঁড়ানোর এখনই সময়। এখনও কেন রক্ত ঝরবে, আমাদের সীমান্তের কাঁটাতারে ফেলানীর মতো মরদেহ দেখতে চাই না। আমাদের বন্ধুত্ব হতে হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে।’

তিনি আরও বলেন, ‘আমরা যেন সত্যিকারের বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে পারি। শোষণমুক্ত ও মুক্তচিন্তার প্রতিধ্বনি থাকবে সেই রকম একটা বাংলাদেশ চাই। সাংবাদিকদের দায়িত্ব অনেক বেশি। আমরা সবাই মিলে কাজ করবো।’

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া বলেন, ‘নতুন বাংলাদেশে নতুন স্বপ্ন দেখছি আমরা। আবার নতুন করে সাংবাদিকতাকে বাংলাদেশে স্ট্যাবলিশ করার জন্য স্বপ্ন দেখছি। গত ১৫ বছরে বাংলাদেশের সাংবাদিকতা চলে গিয়েছিলো জাদুঘরে। আজকে সাংবাদিকতাকে জাদুঘর থেকে বের করে আনতে হবে।’
 

তিনি আরও বলেন, ‘জাতীয় প্রেসক্লাব ও চট্টগ্রাম প্রেসক্লাবের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করবো। যার ফলে চট্টগ্রাম প্রেসক্লাবের সাংবাদিকরা ঢাকায় গেলে জাতীয় প্রেসক্লাবের সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন।’

চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচির সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব অন্তর্বর্তী কমিটির সদস্য মুস্তফা নঈম, গোলাম মাওলা মুরাদ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক সালেহ নোমান, চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন ও মঈনুদ্দিন কাদেরী শওকত।

প্রেসক্লাবের সিনিয়র সদস্য শাহনেওয়াজ রিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৫২:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
৮৪ বার পড়া হয়েছে

বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে সাংবাদিকদের প্রতি আহ্বান জাতীয় প্রেসক্লাব সভাপতির

আপডেট সময় ০৯:৫২:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫

বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে সাংবাদিকদের প্রতি আহ্বান জাতীয় প্রেসক্লাব সভাপতির।

বৈষম্য ও শোষণমুক্ত বাংলাদেশ গড়তে সাংবাদিকদের আরও বেশি দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ।

শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার সংবর্ধনা সভার আয়োজন করে চট্টগ্রাম প্রেসক্লাব।


হাসান হাফিজ বলেন, ‘দেশে ও দেশের বাইরে ষড়যন্ত্র চলছে। ভারতীয় মিডিয়া আমাদের দেশ নিয়ে বিশ্ববাসীর কাছে ভুল বার্তা দিচ্ছে। আমাদের রুখে দাঁড়ানোর এখনই সময়। এখনও কেন রক্ত ঝরবে, আমাদের সীমান্তের কাঁটাতারে ফেলানীর মতো মরদেহ দেখতে চাই না। আমাদের বন্ধুত্ব হতে হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে।’

তিনি আরও বলেন, ‘আমরা যেন সত্যিকারের বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে পারি। শোষণমুক্ত ও মুক্তচিন্তার প্রতিধ্বনি থাকবে সেই রকম একটা বাংলাদেশ চাই। সাংবাদিকদের দায়িত্ব অনেক বেশি। আমরা সবাই মিলে কাজ করবো।’

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া বলেন, ‘নতুন বাংলাদেশে নতুন স্বপ্ন দেখছি আমরা। আবার নতুন করে সাংবাদিকতাকে বাংলাদেশে স্ট্যাবলিশ করার জন্য স্বপ্ন দেখছি। গত ১৫ বছরে বাংলাদেশের সাংবাদিকতা চলে গিয়েছিলো জাদুঘরে। আজকে সাংবাদিকতাকে জাদুঘর থেকে বের করে আনতে হবে।’
 

তিনি আরও বলেন, ‘জাতীয় প্রেসক্লাব ও চট্টগ্রাম প্রেসক্লাবের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করবো। যার ফলে চট্টগ্রাম প্রেসক্লাবের সাংবাদিকরা ঢাকায় গেলে জাতীয় প্রেসক্লাবের সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন।’

চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচির সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব অন্তর্বর্তী কমিটির সদস্য মুস্তফা নঈম, গোলাম মাওলা মুরাদ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক সালেহ নোমান, চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন ও মঈনুদ্দিন কাদেরী শওকত।

প্রেসক্লাবের সিনিয়র সদস্য শাহনেওয়াজ রিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।