ব্রেকিং নিউজ :
ভারতীয় হয়েও বিদেশি খেলোয়াড় হিসেবে আইপিএলের নিলামে চাঁদ
ভারতীয় হয়েও বিদেশি খেলোয়াড় হিসেবে আইপিএলের নিলামে চাঁদ।
ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ ভাবা হতো এই ক্রিকেটারকে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করে দলকে শিরোপা জিতিয়েছিলেন তিনি। দিয়েছিলেন নেতৃত্বও। তবে সেই উন্মুক্ত চাঁদ এখন প্রায় হারিয়ে গিয়েছেন। ভারতীয় ক্রিকেটে তেমন সুযোগ না পেয়ে পাড়ি জমিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চমক দেখিয়ে মাত্র ১৮ বছর বয়সে আইপিএলে ডাক পেয়েছিলেন চাঁদ। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরে কখনোই নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। ঘরোয়া ক্রিকেটে নজর কেড়ে আসতে পারেননি জাতীয় দলের রাডারেও। ২০১৬ সালে সর্বশেষ আইপিএলে খেলেন উন্মুক্ত চাঁদ। এরপর গত ৮ বছর ধরে এই টুর্নামেন্টের বাইরেই আছেন তিনি।
আসন্ন আসর দিয়ে আবারও আইপিএলে ফিরতে পারেন চাঁদ। এবারের আইপিএল নিলামে নাম লিখিয়েছেন তারকা এই ক্রিকেটার। তবে এবারের আসরে ভারতীয় নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার হিসেবে নিলামে নাম তুলেছেন চাঁদ।
যুক্তরাষ্ট্রের ক্রিকেটার হিসেবে এর আগেও কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন চাঁদ। খেলেছেন যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি লিগ মেজর লিগ ক্রিকেটেও। টুর্নামেন্টটির সর্বশেষ আসরে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে ৬ ম্যাচে ১৫৮ রান করেছেন তিনি। পেয়েছেন দুটি ফিফটির দেখাও।
তবে এই পারফরম্যান্সের পরেও যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা মেলেনি চাঁদের। বিশ্ব আসরের পর এই বিষয়ে হতাশাও প্রকাশ করেন এই ব্যাটার। শুধু তাই নয়, বিশ্বকাপের পরেও যুক্তরাষ্ট্রের জাতীয় দলে জায়গা পাননি উন্মুক্ত চাঁদ।
অথচ এই চাঁদকে একসময় তুলনা করা হতো ভারতীয় তারকা বিরাট কোহলির সঙ্গে। অবাক হওয়ার কিছু নেই। তুলনা করার যথেষ্ট কারণও ছিল। দুজনেই বেড়ে উঠেছেন দিল্লিতেই। অধিনায়ক হিসেবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছেন দুজনই। বিশ্বকাপে দুজনেই রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। অথচ দুজনের একজন হলেন সর্বকালের সেরাদের একজন, অন্যজন তো ভারতের জাতীয় দলে খেলতেই পারলেন না।
ভারতীয় ক্রিকেটে তেমন ভালো কিছুর আশা না দেখে ২০২০ সালে অবসর নেন চাঁদ। এরপর নতুন সুযোগের আশায় পাড়ি জমান মার্কিন যুক্তরাষ্ট্রে। তবে সেখানেও লড়াই চালিয়ে যেতে হচ্ছে এই ক্রিকেটারকে।
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live আইপিএল উন্মুক্ত চাঁদ ক্রিকেট খেলা