ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হাত-পা অতিরিক্ত ঘামে? জেনে নিন এর কারণ ও প্রতিকার Logo পূর্ব কঙ্গোর গির্জায় ভয়াবহ হামলা, নিহত অন্তত ২১ জন Logo চিত্রনায়ক জসীমের ছেলে ও ব্যান্ড ‘ওন্ড’-এর ভোকাল রাতুল আর নেই Logo গ্রিসে ইসরায়েলি পর্যটকের কানে হামলা, অভিযুক্ত সিরীয় নাগরিক Logo ‘জুলাই বিপ্লব শুধু অতীত নয়, এটি চলমান সংগ্রাম’ Logo দ্বিতীয় পদ্মা সেতু এখন সময়ের দাবি: ফখরুল Logo গাজার কিছু অঞ্চলে ১০ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইসরায়েল Logo নাহিদ ইসলামের দাবি: স্বাধীনতার পর দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থান Logo দুই দিন বন্ধ থাকবে মাইলস্টোন স্কুল, মানসিকভাবে বিপর্যস্ত শিক্ষার্থীরা Logo জারিফের শেষযাত্রা: মাইলস্টোনে গিয়েছিল স্বপ্ন নিয়ে, ফিরল না আর

ভারতীয় হয়েও বিদেশি খেলোয়াড় হিসেবে আইপিএলের নিলামে চাঁদ

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

ভারতীয় হয়েও বিদেশি খেলোয়াড় হিসেবে আইপিএলের নিলামে চাঁদ।

ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ ভাবা হতো এই ক্রিকেটারকে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করে দলকে শিরোপা জিতিয়েছিলেন তিনি। দিয়েছিলেন নেতৃত্বও। তবে সেই উন্মুক্ত চাঁদ এখন প্রায় হারিয়ে গিয়েছেন। ভারতীয় ক্রিকেটে তেমন সুযোগ না পেয়ে পাড়ি জমিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চমক দেখিয়ে মাত্র ১৮ বছর বয়সে আইপিএলে ডাক পেয়েছিলেন চাঁদ। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরে কখনোই নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। ঘরোয়া ক্রিকেটে নজর কেড়ে আসতে পারেননি জাতীয় দলের রাডারেও। ২০১৬ সালে সর্বশেষ আইপিএলে খেলেন উন্মুক্ত চাঁদ। এরপর গত ৮ বছর ধরে এই টুর্নামেন্টের বাইরেই আছেন তিনি।

 

আসন্ন আসর দিয়ে আবারও আইপিএলে ফিরতে পারেন চাঁদ। এবারের আইপিএল নিলামে নাম লিখিয়েছেন তারকা এই ক্রিকেটার। তবে এবারের আসরে ভারতীয় নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার হিসেবে নিলামে নাম তুলেছেন চাঁদ। 
 
যুক্তরাষ্ট্রের ক্রিকেটার হিসেবে এর আগেও কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন চাঁদ। খেলেছেন যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি লিগ মেজর লিগ ক্রিকেটেও। টুর্নামেন্টটির সর্বশেষ আসরে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে ৬ ম্যাচে ১৫৮ রান করেছেন তিনি। পেয়েছেন দুটি ফিফটির দেখাও।
 
 
তবে এই পারফরম্যান্সের পরেও যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা মেলেনি চাঁদের। বিশ্ব আসরের পর এই বিষয়ে হতাশাও প্রকাশ করেন এই ব্যাটার। শুধু তাই নয়, বিশ্বকাপের পরেও যুক্তরাষ্ট্রের জাতীয় দলে জায়গা পাননি উন্মুক্ত চাঁদ।
 
অথচ এই চাঁদকে একসময় তুলনা করা হতো ভারতীয় তারকা বিরাট কোহলির সঙ্গে। অবাক হওয়ার কিছু নেই। তুলনা করার যথেষ্ট কারণও ছিল। দুজনেই বেড়ে উঠেছেন দিল্লিতেই। অধিনায়ক হিসেবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছেন দুজনই। বিশ্বকাপে দুজনেই রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। অথচ দুজনের একজন হলেন সর্বকালের সেরাদের একজন, অন্যজন তো ভারতের জাতীয় দলে খেলতেই পারলেন না।
 
ভারতীয় ক্রিকেটে তেমন ভালো কিছুর আশা না দেখে ২০২০ সালে অবসর নেন চাঁদ। এরপর নতুন সুযোগের আশায় পাড়ি জমান মার্কিন যুক্তরাষ্ট্রে। তবে সেখানেও লড়াই চালিয়ে যেতে হচ্ছে এই ক্রিকেটারকে।  

 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৪০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
৭৬ বার পড়া হয়েছে

ভারতীয় হয়েও বিদেশি খেলোয়াড় হিসেবে আইপিএলের নিলামে চাঁদ

আপডেট সময় ০৬:৪০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

ভারতীয় হয়েও বিদেশি খেলোয়াড় হিসেবে আইপিএলের নিলামে চাঁদ।

ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ ভাবা হতো এই ক্রিকেটারকে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করে দলকে শিরোপা জিতিয়েছিলেন তিনি। দিয়েছিলেন নেতৃত্বও। তবে সেই উন্মুক্ত চাঁদ এখন প্রায় হারিয়ে গিয়েছেন। ভারতীয় ক্রিকেটে তেমন সুযোগ না পেয়ে পাড়ি জমিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চমক দেখিয়ে মাত্র ১৮ বছর বয়সে আইপিএলে ডাক পেয়েছিলেন চাঁদ। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরে কখনোই নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। ঘরোয়া ক্রিকেটে নজর কেড়ে আসতে পারেননি জাতীয় দলের রাডারেও। ২০১৬ সালে সর্বশেষ আইপিএলে খেলেন উন্মুক্ত চাঁদ। এরপর গত ৮ বছর ধরে এই টুর্নামেন্টের বাইরেই আছেন তিনি।

 

আসন্ন আসর দিয়ে আবারও আইপিএলে ফিরতে পারেন চাঁদ। এবারের আইপিএল নিলামে নাম লিখিয়েছেন তারকা এই ক্রিকেটার। তবে এবারের আসরে ভারতীয় নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার হিসেবে নিলামে নাম তুলেছেন চাঁদ। 
 
যুক্তরাষ্ট্রের ক্রিকেটার হিসেবে এর আগেও কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন চাঁদ। খেলেছেন যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি লিগ মেজর লিগ ক্রিকেটেও। টুর্নামেন্টটির সর্বশেষ আসরে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে ৬ ম্যাচে ১৫৮ রান করেছেন তিনি। পেয়েছেন দুটি ফিফটির দেখাও।
 
 
তবে এই পারফরম্যান্সের পরেও যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা মেলেনি চাঁদের। বিশ্ব আসরের পর এই বিষয়ে হতাশাও প্রকাশ করেন এই ব্যাটার। শুধু তাই নয়, বিশ্বকাপের পরেও যুক্তরাষ্ট্রের জাতীয় দলে জায়গা পাননি উন্মুক্ত চাঁদ।
 
অথচ এই চাঁদকে একসময় তুলনা করা হতো ভারতীয় তারকা বিরাট কোহলির সঙ্গে। অবাক হওয়ার কিছু নেই। তুলনা করার যথেষ্ট কারণও ছিল। দুজনেই বেড়ে উঠেছেন দিল্লিতেই। অধিনায়ক হিসেবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছেন দুজনই। বিশ্বকাপে দুজনেই রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। অথচ দুজনের একজন হলেন সর্বকালের সেরাদের একজন, অন্যজন তো ভারতের জাতীয় দলে খেলতেই পারলেন না।
 
ভারতীয় ক্রিকেটে তেমন ভালো কিছুর আশা না দেখে ২০২০ সালে অবসর নেন চাঁদ। এরপর নতুন সুযোগের আশায় পাড়ি জমান মার্কিন যুক্তরাষ্ট্রে। তবে সেখানেও লড়াই চালিয়ে যেতে হচ্ছে এই ক্রিকেটারকে।