ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo রাঙ্গামাটির ক্রীড়া অবকাঠামো নিয়ে হতাশ বিসিবি পরিচালক আসিফ আকবর Logo সোজা আঙুলে না উঠলে বাঁকা করব, ঘি আমাদের লাগবেই: জামায়াত নেতা তাহের Logo তিন বছরে রাহা: ভাইয়ের মেয়েকে জন্মদিনে আবেগঘন বার্তা রণবীরের বোনের Logo ট্রাম্পের দাবি: ভারত-পাকিস্তান সংঘাতে ৮ যুদ্ধবিমান ধ্বংস, তার মধ্যস্থাতেই শান্তি স্থাপন Logo প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার কাঠামোতে বড় পরিবর্তন Logo জামায়াত নিষিদ্ধের দাবি তুললেন বিএনপি নেতা আলাল Logo ইমরান হাশমির কারণে স্কুলে যেতে লজ্জা পাচ্ছেন তার ছেলে আয়ান! Logo স্বর্ণপ্রেমীদের জন্য সুখবর! কমেছে ভরিপ্রতি দাম Logo প্রেম, পরকীয়া আর বিতর্কে টালমাটাল ব্রিটিশ রাজপরিবার Logo সুদানে আরএসএফ বাহিনীর তাণ্ডব, মানবিক বিপর্যয় তীব্র

ভারতে আসছেন পুতিন, ‘বন্ধু’ মোদির সঙ্গে কী নিয়ে বৈঠক?

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

ভারতে আসছেন পুতিন, ‘বন্ধু’ মোদির সঙ্গে কী নিয়ে বৈঠক?

প্রথমে জুলাই মাসে, পরে ব্রিকস সম্মেলনে যোগ দিতে অক্টোবরে রাশিয়া গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসছেন ভারত সফরে। দিনক্ষণ এখনও চূড়ান্ত না হলেও, পুতিনের সফরের বিষয়টি নিশ্চিত করেছে ক্রেমলিন।

রাশিয়ার প্রশাসনিক সদর দফতর ক্রেমলিনের তরফে জানানো হয়েছে, খুব শিগগিরই পুতিনের ভারত সফরসূচি ঘোষণা করা হবে। তা নিয়ে আলোচনা চলছে। ভারতে এসে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন তিনি। এই সফরে দু’দেশের সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে।

 

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য মতে, মোদি-পুতিনের সম্পর্ক অজানা নয়। চলতি বছরেই দু’বার রাশিয়া গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। গত জুলাইয়ে ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে মস্কো গিয়েছিলেন তিনি। তার পর অক্টোবরে ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতেও রাশিয়া যান মোদি। 
 
 
সম্মেলনের ফাঁকেই পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক পার্শ্ববৈঠকও সারেন মোদি। সেখানে একাধিক বিষয়ে আলোচনা হয় দুই বিশ্বনেতার। তবে দু’বারই আলোচনায় উঠে এসেছে ইউক্রেন প্রসঙ্গ।
 
প্রসঙ্গত, রুশ-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরেই যুক্তরাষ্ট্রসহ ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলো রাশিয়াকে কূটনৈতিক দুনিয়ায় একঘরে করার চেষ্টা করেছে। মস্কোর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলে তাদের ওপর একাধিক অর্থনৈতিক অবরোধও জারি করেছে ওয়াশিংটন। যদিও যুক্তরাষ্ট্রের আপত্তি উপেক্ষা করেই রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা অব্যাহত রেখেছে নয়াদিল্লি। 
 
 
একইসঙ্গে, গত কয়েক মাসে একাধিকবার পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে মোদি যুদ্ধ বন্ধ করে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে নিবিড় কৌশলগত সম্পর্ক রাখলেও পুরনো মিত্র রাশিয়ার বিরুদ্ধে যায়, সরাসরি এমন কোনো সিদ্ধান্তে সায় দেয়নি ভারত। সেই আবহে এবার ভারতে আসছেন পুতিন। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৩২:৪০ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
১১৬ বার পড়া হয়েছে

ভারতে আসছেন পুতিন, ‘বন্ধু’ মোদির সঙ্গে কী নিয়ে বৈঠক?

আপডেট সময় ০৬:৩২:৪০ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪

ভারতে আসছেন পুতিন, ‘বন্ধু’ মোদির সঙ্গে কী নিয়ে বৈঠক?

প্রথমে জুলাই মাসে, পরে ব্রিকস সম্মেলনে যোগ দিতে অক্টোবরে রাশিয়া গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসছেন ভারত সফরে। দিনক্ষণ এখনও চূড়ান্ত না হলেও, পুতিনের সফরের বিষয়টি নিশ্চিত করেছে ক্রেমলিন।

রাশিয়ার প্রশাসনিক সদর দফতর ক্রেমলিনের তরফে জানানো হয়েছে, খুব শিগগিরই পুতিনের ভারত সফরসূচি ঘোষণা করা হবে। তা নিয়ে আলোচনা চলছে। ভারতে এসে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন তিনি। এই সফরে দু’দেশের সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে।

 

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য মতে, মোদি-পুতিনের সম্পর্ক অজানা নয়। চলতি বছরেই দু’বার রাশিয়া গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। গত জুলাইয়ে ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে মস্কো গিয়েছিলেন তিনি। তার পর অক্টোবরে ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতেও রাশিয়া যান মোদি। 
 
 
সম্মেলনের ফাঁকেই পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক পার্শ্ববৈঠকও সারেন মোদি। সেখানে একাধিক বিষয়ে আলোচনা হয় দুই বিশ্বনেতার। তবে দু’বারই আলোচনায় উঠে এসেছে ইউক্রেন প্রসঙ্গ।
 
প্রসঙ্গত, রুশ-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরেই যুক্তরাষ্ট্রসহ ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলো রাশিয়াকে কূটনৈতিক দুনিয়ায় একঘরে করার চেষ্টা করেছে। মস্কোর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলে তাদের ওপর একাধিক অর্থনৈতিক অবরোধও জারি করেছে ওয়াশিংটন। যদিও যুক্তরাষ্ট্রের আপত্তি উপেক্ষা করেই রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা অব্যাহত রেখেছে নয়াদিল্লি। 
 
 
একইসঙ্গে, গত কয়েক মাসে একাধিকবার পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে মোদি যুদ্ধ বন্ধ করে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে নিবিড় কৌশলগত সম্পর্ক রাখলেও পুরনো মিত্র রাশিয়ার বিরুদ্ধে যায়, সরাসরি এমন কোনো সিদ্ধান্তে সায় দেয়নি ভারত। সেই আবহে এবার ভারতে আসছেন পুতিন।