ব্রেকিং নিউজ :
ভারত ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ে ফোনালাপ
পাকিস্তান-ভারত হামলা-পাল্টা হামলার মধ্যেই আলোচনা হয়েছে দুই দেশের উপদেষ্টাদের মধ্যে। আন্তর্জাতিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডকে দেয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
বৃহস্পতিবার (৮ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদ মাধ্যম জিও নিউজ।
প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, ভারতের উসকানিমূলক ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তান ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে কথা হয়েছে।
পাকিস্তান-ভারত সাম্প্রতিক সংঘাতের পর দুই দেশের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে এই প্রথম যোগাযোগ হয়। তবে ফোনালাপে কোন কোন বিষয় আলোচনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী।