ব্রেকিং নিউজ :
ভিসার কাজে মার্কিন দূতাবাসে বিএনপি চেয়ারপারসন, সাক্ষাৎ হলো মেগানের সাথেও
ভিসার কাজে মার্কিন দূতাবাসে বিএনপি চেয়ারপারসন, সাক্ষাৎ হলো মেগানের সাথেও।
উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের ভিসার প্রক্রিয়া সম্পন্ন করতে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এছাড়াও ঢাকায় নিযুক্ত আমেরিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারপারসন।
বুধবার (২৭ নভেম্বর) দুপুর ২টা ২৫ মিনিটে গাড়িবহর নিয়ে ঢাকায় মার্কিন দূতাবাসে প্রবেশ করেন সাবেক এ প্রধানমন্ত্রী। সেখানে প্রায় ৪০ মিনিট অবস্থান করেন বেগম জিয়া।
দলটির মিডিয়া সেলের বিজ্ঞপ্তি থেকে জানা যায় যে, বেগম খালেদা জিয়া মার্কিন ভিসার জন্য বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন।
এছাড়া ঢাকায় নিযুক্ত আমেরিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারপারসন।
জানা যায়, যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে অবস্থিত জন হপকিন্স হাসপাতালে তার চিকিৎসা করা হবে। লম্বা সময়ের ফ্লাইট হওয়ায় দ্রুতই মেডিকেল বোর্ডের সদস্যসহ সফরসঙ্গীদের নিয়ে প্রথমে লন্ডনের উদ্দেশে রওনা করবেন বেগম জিয়া। সেখানে বিশ্রামের পর তাকে যুক্তরাষ্ট্রে নেয়া হবে উন্নত চিকিৎসার জন্য।
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live ঢাকায় মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিন বিএনপি চেয়ারপারসন