ভোট কারচুপির যে কোনো উদ্যোগের বিরুদ্ধে কড়া সতর্কবার্তা গোলাম পরওয়ারের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, সামনে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে সরকার ও প্রশাসনকে অবশ্যই নিরপেক্ষ অবস্থান নিশ্চিত করতে হবে। তার দাবি, পক্ষপাতমূলক আচরণ বা ভোট ডাকাতির মতো কোনো চেষ্টা হলে তার ফল অত্যন্ত কঠিন হবে।
শুক্রবার (২১ নভেম্বর) খুলনার ডুমুরিয়া উপজেলার শাহপুর এলাকায় জামায়াতে ইসলামী আয়োজিত ছাত্র গণসমাবেশে তিনি এ কথা বলেন।
সমাবেশে বক্তৃতাকালে পরওয়ার অভিযোগ করেন, “অনেকেই অর্থের প্রলোভন দেখিয়ে ভোট প্রভাবিত করতে চাইছে, কিন্তু দুর্নীতির টাকায় সত্যের পথে থাকা মানুষের বিবেক কেনা সম্ভব নয়।”
তিনি আরও বলেন, জামায়াতকে ঘিরে নানা অপপ্রচার চালানো হচ্ছে—যেমন ‘জান্নাতের টিকিট বিক্রির’ মতো মিথ্যা দাবি। তার ভাষায়, ভয় দেখানো, অপপ্রচার বা অর্থের প্রভাব ব্যবহার করে দাঁড়িপাল্লার জনপ্রিয়তা দমিয়ে রাখা যাবে না।
পরওয়ার নির্বাচন সুষ্ঠু করতে দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব আরোপ করেন।
গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাকসুর ভিপি সাদিক কায়েম ও জাকসুর জিএস মাজহারুল ইসলাম। অন্যান্য বক্তারা জানান, আগামী নির্বাচনে জয়ী হয়ে জামায়াতে ইসলামী ‘একটি নতুন রাষ্ট্র’ গঠনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে।





















