ঢাকা ১২:১৫ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সুদানে ড্রোন হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজায় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা Logo টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দল প্রকাশ, জায়গা হয়নি শুভমান গিলের, ফিরেছেন ঈশান কিষাণ Logo শহীদ হাদির স্মরণে জার্সি উৎসর্গ করবে রাজশাহী Logo ত্রয়োদশ সংসদ নির্বাচন: আপিল সংক্রান্ত সময়সূচিতে পরিবর্তন আনল ইসি Logo দুর্নীতির দ্বিতীয় মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের সাজা Logo জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত Logo ময়মনসিংহে যুবক হত্যাকাণ্ড ও মরদেহে আগুন দেয়ার চেষ্টা: র‍্যাবের হাতে ৭ জন Logo শহিদ ওসমান হাদির জানাজায় মানুষের ঢল, মানিক মিয়া অ্যাভিনিউতে জনসমুদ্র Logo মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের স্রোত, পূর্ণ জনসমাবেশ Logo মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পৌঁছেছে হাদির

ময়মনসিংহে কলেজ অধ্যক্ষকে লাঞ্ছনা, শিক্ষক ধাক্কাতে ধাক্কাতে বের করলেন

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভূটিয়ারকোণা আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ নিজ কর্মস্থলে লাঞ্ছনার শিকার হয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে এবং এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ভিডিওচিত্রে দেখা যায়, ধেরুয়া কড়েহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেন অধ্যক্ষ গোলাম মোহাম্মদকে ধাক্কাতে ধাক্কাতে কলেজ থেকে বের করে দিচ্ছেন। এ সময় আরও কয়েকজন উপস্থিত ছিলেন।

অধ্যক্ষ গোলাম মোহাম্মদের দাবি, কলেজের গণিত শিক্ষক সাইফুল ইসলাম তালুকদার, ধর্মীয় শিক্ষক সাজেদুল ইসলাম, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য শফিকুল ইসলাম রতন ও আনোয়ার হোসেনের সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ রয়েছে। তিনি অভিযোগ করেন, গত বছরের ৫ আগস্টের পর ওই পক্ষ তার কাছে ৫০ লাখ টাকা দাবি করে এবং টাকা না দিলে তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার হুমকি দেয়। বৃহস্পতিবার দুপুরে আনোয়ার হোসেনের নেতৃত্বে কয়েকজন এসে জোরপূর্বক তাকে বের করে দেয়। এ ঘটনার পর তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।

স্থানীয় সূত্র জানায়, নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ তুলে গত বছরের জুলাই থেকে একাংশ শিক্ষার্থী ও স্থানীয়রা অধ্যক্ষের অপসারণ দাবি করে আসছিলেন। পরবর্তীতে তাকে সরিয়ে ধর্মীয় শিক্ষক সাজেদুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ করা হয়। তবে ওই বছরের অক্টোবর মাসে স্থানীয় নেতাদের হস্তক্ষেপে আবার গোলাম মোহাম্মদ দায়িত্ব ফিরে পান। এর পর থেকে একটি পক্ষ তাকে কলেজে প্রবেশে বাধা দেয় এবং কক্ষে তালা ঝুলিয়ে রাখে।

ঘটনা নিয়ে আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইলে সাড়া পাওয়া যায়নি।

ধর্মীয় শিক্ষক সাজেদুল ইসলাম বলেন, প্রায় ৩০ বছর ধরে অধ্যক্ষ গোলাম মোহাম্মদের সঙ্গে তিনি শিক্ষকতা করছেন। পরিস্থিতির কারণে কিছু সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নিতে হলেও তিনি দায়িত্বে থাকতে চাননি। তার মতে, অধ্যক্ষকে যেভাবে অপমান করা হয়েছে, তার সঠিক বিচার হওয়া উচিত।

গৌরীপুর থানার ওসি দিদারুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে অধ্যক্ষ গোলাম মোহাম্মদ মারধরের অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:০৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
৫১ বার পড়া হয়েছে

ময়মনসিংহে কলেজ অধ্যক্ষকে লাঞ্ছনা, শিক্ষক ধাক্কাতে ধাক্কাতে বের করলেন

আপডেট সময় ০৪:০৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভূটিয়ারকোণা আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ নিজ কর্মস্থলে লাঞ্ছনার শিকার হয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে এবং এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ভিডিওচিত্রে দেখা যায়, ধেরুয়া কড়েহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেন অধ্যক্ষ গোলাম মোহাম্মদকে ধাক্কাতে ধাক্কাতে কলেজ থেকে বের করে দিচ্ছেন। এ সময় আরও কয়েকজন উপস্থিত ছিলেন।

অধ্যক্ষ গোলাম মোহাম্মদের দাবি, কলেজের গণিত শিক্ষক সাইফুল ইসলাম তালুকদার, ধর্মীয় শিক্ষক সাজেদুল ইসলাম, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য শফিকুল ইসলাম রতন ও আনোয়ার হোসেনের সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ রয়েছে। তিনি অভিযোগ করেন, গত বছরের ৫ আগস্টের পর ওই পক্ষ তার কাছে ৫০ লাখ টাকা দাবি করে এবং টাকা না দিলে তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার হুমকি দেয়। বৃহস্পতিবার দুপুরে আনোয়ার হোসেনের নেতৃত্বে কয়েকজন এসে জোরপূর্বক তাকে বের করে দেয়। এ ঘটনার পর তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।

স্থানীয় সূত্র জানায়, নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ তুলে গত বছরের জুলাই থেকে একাংশ শিক্ষার্থী ও স্থানীয়রা অধ্যক্ষের অপসারণ দাবি করে আসছিলেন। পরবর্তীতে তাকে সরিয়ে ধর্মীয় শিক্ষক সাজেদুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ করা হয়। তবে ওই বছরের অক্টোবর মাসে স্থানীয় নেতাদের হস্তক্ষেপে আবার গোলাম মোহাম্মদ দায়িত্ব ফিরে পান। এর পর থেকে একটি পক্ষ তাকে কলেজে প্রবেশে বাধা দেয় এবং কক্ষে তালা ঝুলিয়ে রাখে।

ঘটনা নিয়ে আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইলে সাড়া পাওয়া যায়নি।

ধর্মীয় শিক্ষক সাজেদুল ইসলাম বলেন, প্রায় ৩০ বছর ধরে অধ্যক্ষ গোলাম মোহাম্মদের সঙ্গে তিনি শিক্ষকতা করছেন। পরিস্থিতির কারণে কিছু সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নিতে হলেও তিনি দায়িত্বে থাকতে চাননি। তার মতে, অধ্যক্ষকে যেভাবে অপমান করা হয়েছে, তার সঠিক বিচার হওয়া উচিত।

গৌরীপুর থানার ওসি দিদারুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে অধ্যক্ষ গোলাম মোহাম্মদ মারধরের অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।