ঢাকা ১০:৩২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সালিশি কাউন্সিলের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়েতে নিষেধাজ্ঞা বহাল রাখল হাইকোর্ট Logo নবাবগঞ্জ পার্ক এলাকায় দরিদ্রদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ Logo স্ক্যালোনি মেসির সঙ্গে ব্যক্তিগত বৈঠকে আলোচনা প্রকাশ করেছেন Logo নোবেল পুরস্কার নিয়ে স্পষ্ট অবস্থান নোবেল ইনস্টিটিউটের, বাতিল বা ভাগাভাগির সুযোগ নেই Logo রাজধানীতে স্কুলছাত্রী হত্যাকাণ্ড: পরিবারের পক্ষ থেকে মামলা Logo হিজাব পরা নারী প্রধানমন্ত্রী প্রসঙ্গে তর্কে জড়ালেন ওয়াইসি ও হিমন্ত Logo সীমান্তে মিয়ানমার থেকে আসা গুলিতে প্রাণ গেল বাংলাদেশি শিশুর Logo জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন: আজ প্রসিকিউশনের শুনানি Logo ঢাকা ও আশপাশে দিনের তাপমাত্রা সামান্য কমার আভাস Logo আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২২ ক্যারেট সোনা ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা

মাউশি বিভক্ত: গঠিত হচ্ছে মাধ্যমিক ও কলেজ শিক্ষা অধিদফতর

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

সরকার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) ভেঙে দুটি নতুন অধিদফতর গঠনের উদ্যোগ নিয়েছে—একটি হবে মাধ্যমিক শিক্ষা অধিদফতর, অন্যটি কলেজ শিক্ষা অধিদফতর। এ প্রস্তাবে প্রধান উপদেষ্টা ইতিমধ্যে সম্মতি দিয়েছেন, জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

রোববার (১২ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সিফাত উদ্দিনের স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

নতুন আদেশ অনুযায়ী, মাউশির মাধ্যমিক অংশ আলাদা করে দুটি নতুন অধিদফতর গঠনের জন্য ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে ৩০ দিনের মধ্যে দুটি অধিদফতরের স্বতন্ত্র সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম), কার্যতালিকা ও দায়িত্ব বণ্টন প্রস্তাব তৈরি করে মন্ত্রণালয়ে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটির আহ্বায়ক হিসেবে থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব (সরকারি মাধ্যমিক অধিদফতর)। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন একই বিভাগের উপসচিব বা সিনিয়র সহকারী সচিব (সরকারি মাধ্যমিক-১)।

এ ছাড়া কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে থাকছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (সরকারি কলেজ-১), জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি (উপসচিব পদমর্যাদার নিচে নয়), অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের প্রতিনিধি, এবং মাউশির উপপরিচালক (মাধ্যমিক), উপপরিচালক (সাধারণ প্রশাসন) ও সহকারী পরিচালক (বাজেট)।

অফিস আদেশে আরও বলা হয়েছে, রোলস অব বিজনেস ১৯৯৬ অনুসারে নবগঠিত অধিদফতরগুলোর কার্যতালিকা, সাংগঠনিক কাঠামো, দায়িত্ব বণ্টন ও টিও অ্যান্ড ই প্রস্তুত করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৩৩:১৩ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
১০৩ বার পড়া হয়েছে

মাউশি বিভক্ত: গঠিত হচ্ছে মাধ্যমিক ও কলেজ শিক্ষা অধিদফতর

আপডেট সময় ১০:৩৩:১৩ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

সরকার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) ভেঙে দুটি নতুন অধিদফতর গঠনের উদ্যোগ নিয়েছে—একটি হবে মাধ্যমিক শিক্ষা অধিদফতর, অন্যটি কলেজ শিক্ষা অধিদফতর। এ প্রস্তাবে প্রধান উপদেষ্টা ইতিমধ্যে সম্মতি দিয়েছেন, জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

রোববার (১২ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সিফাত উদ্দিনের স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

নতুন আদেশ অনুযায়ী, মাউশির মাধ্যমিক অংশ আলাদা করে দুটি নতুন অধিদফতর গঠনের জন্য ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে ৩০ দিনের মধ্যে দুটি অধিদফতরের স্বতন্ত্র সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম), কার্যতালিকা ও দায়িত্ব বণ্টন প্রস্তাব তৈরি করে মন্ত্রণালয়ে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটির আহ্বায়ক হিসেবে থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব (সরকারি মাধ্যমিক অধিদফতর)। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন একই বিভাগের উপসচিব বা সিনিয়র সহকারী সচিব (সরকারি মাধ্যমিক-১)।

এ ছাড়া কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে থাকছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (সরকারি কলেজ-১), জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি (উপসচিব পদমর্যাদার নিচে নয়), অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের প্রতিনিধি, এবং মাউশির উপপরিচালক (মাধ্যমিক), উপপরিচালক (সাধারণ প্রশাসন) ও সহকারী পরিচালক (বাজেট)।

অফিস আদেশে আরও বলা হয়েছে, রোলস অব বিজনেস ১৯৯৬ অনুসারে নবগঠিত অধিদফতরগুলোর কার্যতালিকা, সাংগঠনিক কাঠামো, দায়িত্ব বণ্টন ও টিও অ্যান্ড ই প্রস্তুত করতে হবে।