ব্রেকিং নিউজ :
মাকে বিয়ে দিলেন মেয়ে
মাকে বিয়ে দিলেন মেয়ে।
মেয়ের উদ্যোগেই দ্বিতীয়বার বিয়ে করলেন টালিউড অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে অভিনেত্রীর বেশকিছু বিয়ের ছবি।
শুক্রবার (২৪ জানুয়ারি) ভোরে গায়ে হলুদের পর রাতেই বিয়ের পিঁড়িতে বসেন মল্লিকা। পাত্র রুদ্রজিৎ রায়। পেশায় একজন চিকিৎসক। পাশাপাশি টালিউডে পরিচালক হিসেবেও দীর্ঘদিন কাজ করছেন।
জানা যায়, করোনাকালীন সময়ে প্রথম পরিচয় হয় রুদ্র ও মল্লিকার। ওই সময় মল্লিকা ও তার মেয়ে গরিমার চিকিৎসক ছিলেন রুদ্র। এরপর একটি অনুষ্ঠানে আলাপ গাঢ় হয় এ জুটির। যা শেষ পর্যন্ত গড়ায় প্রেমের সম্পর্কে।
মল্লিকার বিয়েতে পূর্ণ মত ছিল মেয়ে গরিমার। ১৮ বছর বয়সী গরিমা মায়ের বিয়ের কাজ সব একা হাতে সামলেছেন। মায়ের বিয়ের পিঁড়িও ধরেছিলেন।
বিয়ের পুরো সময় উচ্ছ্বসিত ছিলেন মল্লিকা ও গরিমা। গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ের বিশেষ মুহূর্ত পর্যন্ত নাচে গানে মেতেছিলেন তারা।
বিয়ের পর অনুভূতি প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে মল্লিকা বলেন, মেয়ের ইচ্ছাতেই বিয়ে করলাম। রুদ্রর সঙ্গে গরিমার বেশ ভাব। এখন ওদের দুজনকে কথা বলতে দেখলে কেউ ধরতেই পারবে না যে রুদ্র গরিমার বাবা নন।
মল্লিকা আরও বলেন, সম্পর্কের প্রতি বিশ্বাস উঠে গিয়েছিল। কিন্তু সে বিশ্বাস ফিরে পাই রুদ্রর কাছে। ওর অসম্ভব ধৈর্য, যে কারণে কখনও হাল ছাড়েনি। ওর এ গুণটাই বেশি আকর্ষণ করেছে আমাকে।
১৫ বছর আগে প্রথম বিয়ে করেন মল্লিকা। সে সংসারে আলো করে আসে মেয়ে গরিমা। কিন্তু মেয়ের বয়স যখন নয়, তখন মল্লিকা জানতে পারেন তার স্বামী পরকীয়ায় জড়িয়েছেন।
এরপর বিচ্ছেদের পথে হাঁটেন অভিনেত্রী। দীর্ঘ সময় ১৫ বছর মেয়েকে নিয়ে একাই জীবন কাটিয়েছেন। অবশেষে ‘সিঙ্গেল মাদার’ জীবনের ইতি টেনে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেত্রী।
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live টালিউড প্রেম-বিয়ে মল্লিকা বন্দ্যোপাধ্যায়