ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo রাঙ্গামাটির ক্রীড়া অবকাঠামো নিয়ে হতাশ বিসিবি পরিচালক আসিফ আকবর Logo সোজা আঙুলে না উঠলে বাঁকা করব, ঘি আমাদের লাগবেই: জামায়াত নেতা তাহের Logo তিন বছরে রাহা: ভাইয়ের মেয়েকে জন্মদিনে আবেগঘন বার্তা রণবীরের বোনের Logo ট্রাম্পের দাবি: ভারত-পাকিস্তান সংঘাতে ৮ যুদ্ধবিমান ধ্বংস, তার মধ্যস্থাতেই শান্তি স্থাপন Logo প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার কাঠামোতে বড় পরিবর্তন Logo জামায়াত নিষিদ্ধের দাবি তুললেন বিএনপি নেতা আলাল Logo ইমরান হাশমির কারণে স্কুলে যেতে লজ্জা পাচ্ছেন তার ছেলে আয়ান! Logo স্বর্ণপ্রেমীদের জন্য সুখবর! কমেছে ভরিপ্রতি দাম Logo প্রেম, পরকীয়া আর বিতর্কে টালমাটাল ব্রিটিশ রাজপরিবার Logo সুদানে আরএসএফ বাহিনীর তাণ্ডব, মানবিক বিপর্যয় তীব্র

মানসে-জাকিরের ব্যাটে দারুণ শুরুর পরও ভালো পুঁজি পেল না সিলেট

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

মানসে-জাকিরের ব্যাটে দারুণ শুরুর পরও ভালো পুঁজি পেল না সিলেট।

জর্জ মানসে ও জাকির হাসান যেভাবে শুরু করেছিলেন, তাতে দুইশ ছাড়ানো সংগ্রহের আভাস মিলেছিল। কিন্তু তাদের বিদায়ের পর বাকিদের ব্যর্থতায় ভালো পুঁজি তুলতে পারেনি সিলেট স্ট্রাইকার্স।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫২
রান সংগ্রহ করেছে সিলেট। দলের পক্ষে মানসে সর্বোচ্চ ৫৮ আর জাকির ৪৪ রান করেন।

 

ঢাকায় ফেরার আগে প্লে অফের দৌড়ে থাকতে চট্টগ্রাম পর্বের ম্যাচগুলো বেশ গুরুত্বপূর্ণ দুদলের জন্যই। তুলনা করলে অবশ্য সিলেটের জন্য শুধু গুরুত্বপূর্ণ-ই নয়, আবশ্যকও। এক দল তলানিতে আর অন্যদল নিচের দিক থেকে দ্বিতীয়।
 
এমন সমীকরণে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে হোঁচট খায় তারা। দলের খাতায় ১ রান যোগ হতেই সাজঘরের পথ ধরেন ব্যক্তিগত রানের খাতা না খোলা রনি তালুকদার। তবে দ্বিতীয় উইকেটে দারুণ প্রতিরোধ গড়ে তোলেন জর্জ মানসে ও জাকির হাসান। দুজনের দাপটে ব্যাটিংয়ে পাওয়ার প্লে মধ্যেই ৫৮ রান তুলে নেয় সিলেট। তাতে আভাস মিলছিল বড় সংগ্রহের।
 
 
অষ্টম ওভারে দলীয় ৭৫ রানে মানসে আউট হন। ৩২ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৫৮ রান আসে তার ব্যাট থেকে। স্কটিশ ব্যাটারের বিদায়ের পর ক্রিজের আধিপত্য ধরে রেখেছিলেন জাকির হাসান। তবে তাকে সঙ্গ দিতে ব্যর্থ হন কাদিম অ্যালেয়নে (৯) ও জাকের আলী (৮)। ১৫তম ওভারে ইনসাইড এজ হয়ে জাকিরও বোল্ড হলে সিলেটের বড় সংগ্রহের আশা ক্ষীণ হয়ে যায়। ৩২ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৪ রান করেন জাকির। শেষদিকে সুমন খানের ৫ বলে ১২ রানের ইনিংসে কোনো রকম দেড়শ তোলে সিলেট। চট্টগ্রামের স্পোর্টিং উইকেটে এ পুঁজি নিয়ে জয় তোলাটা বেশি চ্যালেঞ্জিং হবে সিলেটের জন্য।
 
খুলনার হয়ে এদিন ২টি করে উইকেট তুলে নেন আবু হায়দার, হাসান মাহমুদ ও সালমান ইরশাদ।
 
 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৫৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
৯৩ বার পড়া হয়েছে

মানসে-জাকিরের ব্যাটে দারুণ শুরুর পরও ভালো পুঁজি পেল না সিলেট

আপডেট সময় ০৯:৫৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

মানসে-জাকিরের ব্যাটে দারুণ শুরুর পরও ভালো পুঁজি পেল না সিলেট।

জর্জ মানসে ও জাকির হাসান যেভাবে শুরু করেছিলেন, তাতে দুইশ ছাড়ানো সংগ্রহের আভাস মিলেছিল। কিন্তু তাদের বিদায়ের পর বাকিদের ব্যর্থতায় ভালো পুঁজি তুলতে পারেনি সিলেট স্ট্রাইকার্স।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫২
রান সংগ্রহ করেছে সিলেট। দলের পক্ষে মানসে সর্বোচ্চ ৫৮ আর জাকির ৪৪ রান করেন।

 

ঢাকায় ফেরার আগে প্লে অফের দৌড়ে থাকতে চট্টগ্রাম পর্বের ম্যাচগুলো বেশ গুরুত্বপূর্ণ দুদলের জন্যই। তুলনা করলে অবশ্য সিলেটের জন্য শুধু গুরুত্বপূর্ণ-ই নয়, আবশ্যকও। এক দল তলানিতে আর অন্যদল নিচের দিক থেকে দ্বিতীয়।
 
এমন সমীকরণে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে হোঁচট খায় তারা। দলের খাতায় ১ রান যোগ হতেই সাজঘরের পথ ধরেন ব্যক্তিগত রানের খাতা না খোলা রনি তালুকদার। তবে দ্বিতীয় উইকেটে দারুণ প্রতিরোধ গড়ে তোলেন জর্জ মানসে ও জাকির হাসান। দুজনের দাপটে ব্যাটিংয়ে পাওয়ার প্লে মধ্যেই ৫৮ রান তুলে নেয় সিলেট। তাতে আভাস মিলছিল বড় সংগ্রহের।
 
 
অষ্টম ওভারে দলীয় ৭৫ রানে মানসে আউট হন। ৩২ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৫৮ রান আসে তার ব্যাট থেকে। স্কটিশ ব্যাটারের বিদায়ের পর ক্রিজের আধিপত্য ধরে রেখেছিলেন জাকির হাসান। তবে তাকে সঙ্গ দিতে ব্যর্থ হন কাদিম অ্যালেয়নে (৯) ও জাকের আলী (৮)। ১৫তম ওভারে ইনসাইড এজ হয়ে জাকিরও বোল্ড হলে সিলেটের বড় সংগ্রহের আশা ক্ষীণ হয়ে যায়। ৩২ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৪ রান করেন জাকির। শেষদিকে সুমন খানের ৫ বলে ১২ রানের ইনিংসে কোনো রকম দেড়শ তোলে সিলেট। চট্টগ্রামের স্পোর্টিং উইকেটে এ পুঁজি নিয়ে জয় তোলাটা বেশি চ্যালেঞ্জিং হবে সিলেটের জন্য।
 
খুলনার হয়ে এদিন ২টি করে উইকেট তুলে নেন আবু হায়দার, হাসান মাহমুদ ও সালমান ইরশাদ।