ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইসরায়েলের জন্য নতুন সাবমেরিন রপ্তানিতে সম্মতি দিল জার্মানি Logo বিটকয়েনের মূল্য নতুন উচ্চতায়, ইথেরিয়াম-বাইন্যান্সেও উল্লম্ফন Logo সিলেটে অভিযানে ৫২ হাজার ঘনফুট পাথর উদ্ধার Logo সিলেটের সাদা পাথর লুট: তদন্ত ও ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট আবেদন Logo যুক্তরাষ্ট্র থেকে ৯৩৫ কোটি টাকায় দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কিনছে সরকার Logo পিকে হালদারের রেড নোটিশ আরও পাঁচ বছর বাড়াতে ইন্টারপোলকে চিঠি দেবে দুদক Logo বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হতে মালয়েশিয়ার ব্যবসায়ীদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান Logo জুলাই মাসে মূল্যস্ফীতি বৃদ্ধির পেছনে চালের দাম দায়ী: বাংলাদেশ ব্যাংকের গভর্নর Logo এখনও ভারতের সাড়া মেলেনি: বাণিজ্য আলোচনার জন্য পাঠানো চিঠির বিষয়ে ঢাকার অপেক্ষা Logo অতিরিক্ত আইজি হিসেবে পদোন্নতি পেলেন পুলিশের সাত কর্মকর্তা

মানসে-জাকিরের ব্যাটে দারুণ শুরুর পরও ভালো পুঁজি পেল না সিলেট

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

মানসে-জাকিরের ব্যাটে দারুণ শুরুর পরও ভালো পুঁজি পেল না সিলেট।

জর্জ মানসে ও জাকির হাসান যেভাবে শুরু করেছিলেন, তাতে দুইশ ছাড়ানো সংগ্রহের আভাস মিলেছিল। কিন্তু তাদের বিদায়ের পর বাকিদের ব্যর্থতায় ভালো পুঁজি তুলতে পারেনি সিলেট স্ট্রাইকার্স।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫২
রান সংগ্রহ করেছে সিলেট। দলের পক্ষে মানসে সর্বোচ্চ ৫৮ আর জাকির ৪৪ রান করেন।

 

ঢাকায় ফেরার আগে প্লে অফের দৌড়ে থাকতে চট্টগ্রাম পর্বের ম্যাচগুলো বেশ গুরুত্বপূর্ণ দুদলের জন্যই। তুলনা করলে অবশ্য সিলেটের জন্য শুধু গুরুত্বপূর্ণ-ই নয়, আবশ্যকও। এক দল তলানিতে আর অন্যদল নিচের দিক থেকে দ্বিতীয়।
 
এমন সমীকরণে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে হোঁচট খায় তারা। দলের খাতায় ১ রান যোগ হতেই সাজঘরের পথ ধরেন ব্যক্তিগত রানের খাতা না খোলা রনি তালুকদার। তবে দ্বিতীয় উইকেটে দারুণ প্রতিরোধ গড়ে তোলেন জর্জ মানসে ও জাকির হাসান। দুজনের দাপটে ব্যাটিংয়ে পাওয়ার প্লে মধ্যেই ৫৮ রান তুলে নেয় সিলেট। তাতে আভাস মিলছিল বড় সংগ্রহের।
 
 
অষ্টম ওভারে দলীয় ৭৫ রানে মানসে আউট হন। ৩২ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৫৮ রান আসে তার ব্যাট থেকে। স্কটিশ ব্যাটারের বিদায়ের পর ক্রিজের আধিপত্য ধরে রেখেছিলেন জাকির হাসান। তবে তাকে সঙ্গ দিতে ব্যর্থ হন কাদিম অ্যালেয়নে (৯) ও জাকের আলী (৮)। ১৫তম ওভারে ইনসাইড এজ হয়ে জাকিরও বোল্ড হলে সিলেটের বড় সংগ্রহের আশা ক্ষীণ হয়ে যায়। ৩২ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৪ রান করেন জাকির। শেষদিকে সুমন খানের ৫ বলে ১২ রানের ইনিংসে কোনো রকম দেড়শ তোলে সিলেট। চট্টগ্রামের স্পোর্টিং উইকেটে এ পুঁজি নিয়ে জয় তোলাটা বেশি চ্যালেঞ্জিং হবে সিলেটের জন্য।
 
খুলনার হয়ে এদিন ২টি করে উইকেট তুলে নেন আবু হায়দার, হাসান মাহমুদ ও সালমান ইরশাদ।
 
 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৫৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
৭০ বার পড়া হয়েছে

মানসে-জাকিরের ব্যাটে দারুণ শুরুর পরও ভালো পুঁজি পেল না সিলেট

আপডেট সময় ০৯:৫৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

মানসে-জাকিরের ব্যাটে দারুণ শুরুর পরও ভালো পুঁজি পেল না সিলেট।

জর্জ মানসে ও জাকির হাসান যেভাবে শুরু করেছিলেন, তাতে দুইশ ছাড়ানো সংগ্রহের আভাস মিলেছিল। কিন্তু তাদের বিদায়ের পর বাকিদের ব্যর্থতায় ভালো পুঁজি তুলতে পারেনি সিলেট স্ট্রাইকার্স।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫২
রান সংগ্রহ করেছে সিলেট। দলের পক্ষে মানসে সর্বোচ্চ ৫৮ আর জাকির ৪৪ রান করেন।

 

ঢাকায় ফেরার আগে প্লে অফের দৌড়ে থাকতে চট্টগ্রাম পর্বের ম্যাচগুলো বেশ গুরুত্বপূর্ণ দুদলের জন্যই। তুলনা করলে অবশ্য সিলেটের জন্য শুধু গুরুত্বপূর্ণ-ই নয়, আবশ্যকও। এক দল তলানিতে আর অন্যদল নিচের দিক থেকে দ্বিতীয়।
 
এমন সমীকরণে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে হোঁচট খায় তারা। দলের খাতায় ১ রান যোগ হতেই সাজঘরের পথ ধরেন ব্যক্তিগত রানের খাতা না খোলা রনি তালুকদার। তবে দ্বিতীয় উইকেটে দারুণ প্রতিরোধ গড়ে তোলেন জর্জ মানসে ও জাকির হাসান। দুজনের দাপটে ব্যাটিংয়ে পাওয়ার প্লে মধ্যেই ৫৮ রান তুলে নেয় সিলেট। তাতে আভাস মিলছিল বড় সংগ্রহের।
 
 
অষ্টম ওভারে দলীয় ৭৫ রানে মানসে আউট হন। ৩২ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৫৮ রান আসে তার ব্যাট থেকে। স্কটিশ ব্যাটারের বিদায়ের পর ক্রিজের আধিপত্য ধরে রেখেছিলেন জাকির হাসান। তবে তাকে সঙ্গ দিতে ব্যর্থ হন কাদিম অ্যালেয়নে (৯) ও জাকের আলী (৮)। ১৫তম ওভারে ইনসাইড এজ হয়ে জাকিরও বোল্ড হলে সিলেটের বড় সংগ্রহের আশা ক্ষীণ হয়ে যায়। ৩২ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৪ রান করেন জাকির। শেষদিকে সুমন খানের ৫ বলে ১২ রানের ইনিংসে কোনো রকম দেড়শ তোলে সিলেট। চট্টগ্রামের স্পোর্টিং উইকেটে এ পুঁজি নিয়ে জয় তোলাটা বেশি চ্যালেঞ্জিং হবে সিলেটের জন্য।
 
খুলনার হয়ে এদিন ২টি করে উইকেট তুলে নেন আবু হায়দার, হাসান মাহমুদ ও সালমান ইরশাদ।