ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo থানচিতে সেনাবাহিনীর চিকিৎসা সহায়তা Logo কেউ যেন আমাদের বিভক্ত করতে না পারে: মির্জা ফখরুল Logo নোয়াখালীকে আলাদা বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন Logo অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বিবাদে জড়াচ্ছেন কোহলিরা Logo যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগের ১২৫ নেতাকর্মী কারাগারে Logo আওয়ামী লীগ ছাড়া সব দল নিয়ে নির্বাচন হবে, তারা ফিরবে বিচারের পর: আব্দুস সালাম Logo সারজিসের আশ্বাসে শাহবাগ ছাড়লেন ট্রেইনি চিকিৎসকরা, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন দাবি Logo পরিবর্তন আসছে চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচিতে, বাংলাদেশের ম্যাচ কবে কখন Logo ইয়েমেনে দফায় দফায় বিমান হামলা যুক্তরাষ্ট্রের Logo ‘জনশক্তি’ নাম নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সামান্তার

মেসির আর্জেন্টিনা আসছে ভারতে, খেলবে দুটি আন্তর্জাতিক ম্যাচ!

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

মেসির আর্জেন্টিনা আসছে ভারতে, খেলবে দুটি আন্তর্জাতিক ম্যাচ!

কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা দলের জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। অপরদিকে লিওনেল মেসির ভক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে উপমহাদেশের আনাচে-কানাচে। মেসিকে নিয়ে উন্মাদনারও শেষ নেই। ভারতীয় ভক্তদের জন্য সুখবর, তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আসছে ভারতে। প্রায় ১৪ বছর পর বিশ্বের অন্যতম জনবহুল দেশটিতে আসার অপেক্ষায় আলবিসেলেস্তারা। সেখানে দুটি ম্যাচে খেলার সম্ভাবনাও রয়েছে লিও বাহিনীর। খবর, ইন্ডিয়া টুডে’র।

বুধবার (২০ নভেম্বর) ভারতের কেরালা রাজ্যের ক্রীড়ামন্ত্রী ভি. আব্দুরহিমান গণমাধ্যমকে জানিয়েছেন, পরের বছর বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা ফুটবল দল খেলতে আসবে কেরালায়। সেই দলের থাকবেন মেসিও। আর্জেন্টিনা সরকার এবং সে দেশের ফুটবল সংস্থার (এএফএ) এর সঙ্গে প্রাথমিক কথাবার্তাও হয়ে গিয়েছে বলে জানিয়েছেন তিনি। সব খরচ বহন করবে কেরালা সরকার।

তিনি আরও জানান, স্পেনে গিয়ে আর্জেন্টিনা ফুটবল সংস্থার সঙ্গে কথা হয়েছে তাদের। পরের বছর সেপ্টেম্বর বা অক্টোবরে প্রদর্শনী ম্যাচ হতে পারে। আপাতত কোচিতে সেই ম্যাচ হবে বলে জানা গিয়েছে। কারণ সেই স্টেডিয়াম ৬০ হাজারের কাছাকাছি দর্শক ধরে। এই ম্যাচ উপলক্ষে ফিফা কর্তারাও কেরালায় আসবেন বলেও জানা গেছে।

শোনা যাচ্ছে, শুধু কেরালা নয়, এর আগে জুলাই মাসে কলকাতাতেও আসতে পারেন মেসি। সেই কলকাতা, যে শহরে ২০১১ সালে খেলে গিয়েছিলেন।

উল্লেখ্য, কলকাতার সল্টলেক স্টেডিয়ামে (যুবভারতী ক্রীড়াঙ্গন) লিও মোহিত করেছিলেন তার পায়ের জাদুতে। দীর্ঘদিন ধরেই মেসিকে কলকাতায় আনার চেষ্টা করছেন স্পোর্টস প্রোমোটর শতদ্রু দত্ত। যিনি ২০২৩ সালে বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে কলকাতায় এনেছিলেন। ২০১১ সালে কলকাতা সফরের একই সূচিতে ঢাকায়ও এসেছিলেন লিও। সেবার নাইজেরিয়ার বিপক্ষে ঢাকায় একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছিলো আর্জেন্টিনা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৩৯:২০ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
২০ বার পড়া হয়েছে

মেসির আর্জেন্টিনা আসছে ভারতে, খেলবে দুটি আন্তর্জাতিক ম্যাচ!

আপডেট সময় ০৬:৩৯:২০ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪

মেসির আর্জেন্টিনা আসছে ভারতে, খেলবে দুটি আন্তর্জাতিক ম্যাচ!

কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা দলের জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। অপরদিকে লিওনেল মেসির ভক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে উপমহাদেশের আনাচে-কানাচে। মেসিকে নিয়ে উন্মাদনারও শেষ নেই। ভারতীয় ভক্তদের জন্য সুখবর, তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আসছে ভারতে। প্রায় ১৪ বছর পর বিশ্বের অন্যতম জনবহুল দেশটিতে আসার অপেক্ষায় আলবিসেলেস্তারা। সেখানে দুটি ম্যাচে খেলার সম্ভাবনাও রয়েছে লিও বাহিনীর। খবর, ইন্ডিয়া টুডে’র।

বুধবার (২০ নভেম্বর) ভারতের কেরালা রাজ্যের ক্রীড়ামন্ত্রী ভি. আব্দুরহিমান গণমাধ্যমকে জানিয়েছেন, পরের বছর বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা ফুটবল দল খেলতে আসবে কেরালায়। সেই দলের থাকবেন মেসিও। আর্জেন্টিনা সরকার এবং সে দেশের ফুটবল সংস্থার (এএফএ) এর সঙ্গে প্রাথমিক কথাবার্তাও হয়ে গিয়েছে বলে জানিয়েছেন তিনি। সব খরচ বহন করবে কেরালা সরকার।

তিনি আরও জানান, স্পেনে গিয়ে আর্জেন্টিনা ফুটবল সংস্থার সঙ্গে কথা হয়েছে তাদের। পরের বছর সেপ্টেম্বর বা অক্টোবরে প্রদর্শনী ম্যাচ হতে পারে। আপাতত কোচিতে সেই ম্যাচ হবে বলে জানা গিয়েছে। কারণ সেই স্টেডিয়াম ৬০ হাজারের কাছাকাছি দর্শক ধরে। এই ম্যাচ উপলক্ষে ফিফা কর্তারাও কেরালায় আসবেন বলেও জানা গেছে।

শোনা যাচ্ছে, শুধু কেরালা নয়, এর আগে জুলাই মাসে কলকাতাতেও আসতে পারেন মেসি। সেই কলকাতা, যে শহরে ২০১১ সালে খেলে গিয়েছিলেন।

উল্লেখ্য, কলকাতার সল্টলেক স্টেডিয়ামে (যুবভারতী ক্রীড়াঙ্গন) লিও মোহিত করেছিলেন তার পায়ের জাদুতে। দীর্ঘদিন ধরেই মেসিকে কলকাতায় আনার চেষ্টা করছেন স্পোর্টস প্রোমোটর শতদ্রু দত্ত। যিনি ২০২৩ সালে বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে কলকাতায় এনেছিলেন। ২০১১ সালে কলকাতা সফরের একই সূচিতে ঢাকায়ও এসেছিলেন লিও। সেবার নাইজেরিয়ার বিপক্ষে ঢাকায় একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছিলো আর্জেন্টিনা।