ব্রেকিং নিউজ :
মোংলায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন বিএনপির নেতাকর্মীরা
মোংলায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন বিএনপির নেতাকর্মীরা।
স্বেচ্ছায় গরিব কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা কৃষিবিদ শামিমুর রহমান শামিমসহ বিএনপি নেতাকর্মীরা।
শনিবার (৩০ নভেম্বর) দুপুরে মোংলার চাঁদপাই এলাকায় নিজেই ধান কাটার মধ্যদিয়ে স্বেচ্ছায় এ ধান কাটা কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির এ নেতা।
এ সময় বিএনপির কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৎকালীন রাষ্ট্রপ্রধান থাকা সত্ত্বেও কৃষির জন্য নিজ হাতে কোদাল নিয়ে খাল খননসহ কৃষকের ফসল ফলানোর কাজে নিজেকে নিবেদিত করেছিলেন।
তিনি আরও বলেন, বীজ তৈরি, হালচাষ, বীজ রোপন, সেচ, সার ও কীটনাশকের ব্যবহারসহ ধানের পরিচর্যায় কৃষকের অনেক টাকা খরচ হয়ে যায়। পরিশেষে ধান কেটে ঘরে তুলতেও দিনমজুরের খরচ দিতে হিমশিম খেতে হয় তাদের। তাই বিএনপি ও তার সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গরিব কৃষকের ধান কেটে তাদের ঘরে পৌঁছে দিচ্ছেন। এতে হতদরিদ্র কৃষকেরা উপকৃত হবেন।
বিএনপির নেতারা বলেন, বেগম খালেদা জিয়াও রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন সময়ে কৃষকের প্রতি ২৫ বিঘা জমির খাজনা মওকুফ করেছিলেন। আর বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফায় কৃষি ও কৃষককে প্রাধান্য দেয়া হয়েছে। যার কারণেই প্রান্তিক কৃষকের পাশে দাঁড়িয়েছেন মোংলা বিএনপি নেতাকর্মীরা।
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live ধান কাটা বিএনপির নেতাকর্মী মোংলা