ব্রেকিং নিউজ :
যুব হকি দলের বিশ্বকাপে ওঠার বোনাস ৫ লাখ টাকা
যুব হকি দলের বিশ্বকাপে ওঠার বোনাস ৫ লাখ টাকা।
পঞ্চম হয়ে এবারের যুব এশিয়া কাপ হকি টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে চীনকে ৬-৩ গোলে উড়িয়ে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে এর চেয়েও বড় অর্জন হলো, সেরা সাতে থেকে প্রথমবারের মতো যুব হকি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
২০২৫ যুব হকি বিশ্বকাপে জায়গা করে নেয়ায় বাংলাদেশ দলকে ৫ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন বিমানবাহিনী প্রধান ও হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান।
প্রথমবারের মতো যুব বিশ্বকাপে জায়গা পাকা করার পর বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। প্রাথমিকভাবে দলকে বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছেন হকি ফেডারেশনের কর্মকর্তারা। এরপর বিমান বাহিনীর ফ্যালকন হলে তাদের আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়। সেখানেই হকি ফেডারেশনের প্রধান পুরস্কারের ঘোষণা দেন।
আগামী বছরের ডিসেম্বরে ভারতের মাটিতে বসবে হকির যুব বিশ্বকাপ। টুর্নামেন্টের জন্য এখনও প্রায় এক বছরের বেশি সময় আছে। এই সময়ে নিজেদের ভালোভাবে প্রস্তুত করতে জোর দিয়েছেন হকি ফেডারেশনের সভাপতি হাসান মাহমুদ খান। তিনি বলেন, ‘আমাদের টেকনিক্যাল কমিটিতে যারা আছেন তারা আমাদের উপদেশ দিবেন, আমরা সেই অনুযায়ী কাজ করব। প্রয়োজন হলে প্রয়োজন হলে বাইরে থেকে কোচ নিয়ে আসবো। বর্তমান যুগের হকি অনেক পরিবর্তিত। টেকনিক্যাল থেকে অনেক ফিজিক্যাল হয়ে গেছে খেলা গুলি অনেক ফাস্ট হয়ে গেছে। ওদের সাথে কমপ্লিট করতে হলে আমাদের অনেক প্রস্তুতি নিতে হবে। ’
তিনি আরও বলেন, ‘আমাদের সেরা চেষ্টাটাই আমরা করব। প্রথম বিশ্বকাপে শিরোপার আশা করাটা বেশি হয়ে যাবে । আমরা চেষ্টা করব যেন আস্তে আস্তে আমরা ভালো করতে পারি। প্রথমবারের মতন এটা একটা পরীক্ষামূলক বিষয় হবে দেখি আমাদের ছেলেরা কেমন করে। তবে এক বছরের নতুন সময় এটা অনেক সময় আমি এটাকে কোনভাবে কম বলবো না। আমরা নিজেদের সেরাটা দিয়ে তাদেরকে প্রস্তুত করার চেষ্টা করব।’
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live খেলা যুব হকি বিশ্বকাপ হকি হকি ফেডারেশন