ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জুলাই-আগস্টে গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলবে, আবেদন খারিজ Logo মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের ওপর আরোপিত কর প্রত্যাহার Logo বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে মারামারি, আহত ৭ Logo ঢাকায় আসছেন পাকিস্তানি গায়ক মুস্তফা জাহিদ Logo রোবট অলিম্পিয়াডে ২টি স্বর্ণসহ ১০ পদক জয় বাংলাদেশের Logo আলকারাজকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতে জোকোভিচ Logo বিডিআর বিদ্রোহ/ বিস্ফোরক মামলায় জামিনপ্রাপ্ত ১৭৮ জনের তালিকা প্রকাশ Logo সাইফের ওপর হামলার ঘটনায় যেসব প্রশ্ন রহস্যের জন্ম দিচ্ছে Logo সুইজারল্যান্ডে পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস Logo নীলফামারীতে মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন এক কলেজের ৫৩ শিক্ষার্থী

যে কারণে ওয়ানডের র‍্যাঙ্কিং থেকে নাম কাটা গেছে সাকিবের

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

যে কারণে ওয়ানডের র‍্যাঙ্কিং থেকে নাম কাটা গেছে সাকিবের।

প্রতি সপ্তাহের বুধবার ছেলেদের ক্রিকেটের হালনাগাদকৃত র‍্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি। তারই ধারাবাহিকতায় গতকাল (১৩ নভেম্বর) এই সপ্তাহের হালনাগাদকৃত র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। মজার বিষয়, ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলে ফেলা সাকিব আল হাসান টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে। তবে বিস্ময় জাগিয়েছে ওয়ানডে অলরাউন্ডারের র‍্যাঙ্কিং। সেখানে সাকিবের নামই নেই!

টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেও এখনও ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেননি সবশেষ আফগানিস্তান সিরিজে না খেলা সাকিব আল হাসান। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ইচ্ছার কথা জানিয়ে রেখেছেন তিনি। তবে আর জাতীয় দলে সাকিব সুযোগ পাবেন কিনা তা নিয়ে অনেকের শঙ্কা আছে।


সবশেষ হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে টেস্ট অলরাউন্ডারদের তালিকায় এক ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠেছেন সাকিব। টেস্ট ক্রিকেট ছাড়লেও হিসেব নিকেশের মারপ্যাঁচে উন্নতি হয়েছে সাকিবের। কিন্তু অবাক করার বিষয়, যে ফরম্যাট থেকে এই বাঁহাতি এখনও অবসরের ঘোষণা দেননি, সেই ওয়ানডের র‍্যাঙ্কিংয়ের তালিকায় নেই সাকিবের নাম! না ব্যাটিং-বোলিং, না অলরাউন্ডারের র‍্যাঙ্কিং, কোথাও নেই সাকিব।

এক সময় তিন ফরম্যাটের শীর্ষ অলরাউন্ডার ছিলেন সাকিব। ওয়ানডে অলরাউন্ডারের নম্বর ওয়ান স্থানটা তো নিজের সম্পত্তিই বানিয়ে ফেলেছিলেন তিনি। অথচ সেই তালিকার কোথাও নেই সাকিব। ওয়ানডে অলরাউন্ডারের তালিকায় বাংলাদেশিদের মধ্যে শীর্ষ নাম মেহেদী হাসান মিরাজের। কিন্তু সাকিবের নাম কেন তালিকা থেকেই বাদ পড়ল?

সাকিব বাদ পড়েছেন আসলে র‍্যাঙ্কিংয়ের নিয়মনীতির ফাঁদে আটকে। র‍্যাঙ্কিং নির্ধারিত হয় এক বছরের পারফরম্যান্সের ভিত্তিতে। এক বছর কোনো ম্যাচ না খেললে অটোম্যাটিক সেই খেলোয়াড়ের নাম বাদ পড়ে র‍্যাঙ্কিং থেকে।

আর এ কারণেই ওয়ানডে র‍্যাঙ্কিং থেকে বাদ পড়েছে সাকিবের নাম। গত এক বছর কোনো ওয়ানডে ম্যাচ খেলেননি বাংলাদেশের ক্রিকেটের এক সময়ের সেরা তারকা। তিনি সবশেষ ওয়ানডে খেলেছিলেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে। ৬ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে সেই টাইম আউটের ঐতিহাসিক ঘটনার ম্যাচটির পর আর ওয়ানডে খেলেননি সাকিব। সেই ম্যাচেই চোট পাওয়ায় বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন বাংলাদেশের তৎকালীন এই অধিনায়ক।

বিশ্বকাপের পর বাংলাদেশ দুটি ওয়ানডে সিরিজ খেললেও সাকিব কোনটিতেই খেলেননি। জাতিয় দলের জার্সিতে একটি ওয়ানডে খেললেও অবশ্য তিনি আবার র‍্যাঙ্কিংয়ে ঢুকে পড়বেন। কিন্তু জাতীয় দলে ফের সাকিবকে আদৌ দেখা যাবে কিনা, তা নিয়েই সন্দেহ বাড়ছে দিনে দিনে। অধিকাংশের মত, জাতীয় দলের হয়ে সাকিব শেষ ম্যাচটা ভারতের বিপক্ষে কানপুরেই খেলে ফেলেছেন। 
 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:০৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
৩২ বার পড়া হয়েছে

যে কারণে ওয়ানডের র‍্যাঙ্কিং থেকে নাম কাটা গেছে সাকিবের

আপডেট সময় ০৫:০৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

যে কারণে ওয়ানডের র‍্যাঙ্কিং থেকে নাম কাটা গেছে সাকিবের।

প্রতি সপ্তাহের বুধবার ছেলেদের ক্রিকেটের হালনাগাদকৃত র‍্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি। তারই ধারাবাহিকতায় গতকাল (১৩ নভেম্বর) এই সপ্তাহের হালনাগাদকৃত র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। মজার বিষয়, ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলে ফেলা সাকিব আল হাসান টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে। তবে বিস্ময় জাগিয়েছে ওয়ানডে অলরাউন্ডারের র‍্যাঙ্কিং। সেখানে সাকিবের নামই নেই!

টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেও এখনও ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেননি সবশেষ আফগানিস্তান সিরিজে না খেলা সাকিব আল হাসান। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ইচ্ছার কথা জানিয়ে রেখেছেন তিনি। তবে আর জাতীয় দলে সাকিব সুযোগ পাবেন কিনা তা নিয়ে অনেকের শঙ্কা আছে।


সবশেষ হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে টেস্ট অলরাউন্ডারদের তালিকায় এক ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠেছেন সাকিব। টেস্ট ক্রিকেট ছাড়লেও হিসেব নিকেশের মারপ্যাঁচে উন্নতি হয়েছে সাকিবের। কিন্তু অবাক করার বিষয়, যে ফরম্যাট থেকে এই বাঁহাতি এখনও অবসরের ঘোষণা দেননি, সেই ওয়ানডের র‍্যাঙ্কিংয়ের তালিকায় নেই সাকিবের নাম! না ব্যাটিং-বোলিং, না অলরাউন্ডারের র‍্যাঙ্কিং, কোথাও নেই সাকিব।

এক সময় তিন ফরম্যাটের শীর্ষ অলরাউন্ডার ছিলেন সাকিব। ওয়ানডে অলরাউন্ডারের নম্বর ওয়ান স্থানটা তো নিজের সম্পত্তিই বানিয়ে ফেলেছিলেন তিনি। অথচ সেই তালিকার কোথাও নেই সাকিব। ওয়ানডে অলরাউন্ডারের তালিকায় বাংলাদেশিদের মধ্যে শীর্ষ নাম মেহেদী হাসান মিরাজের। কিন্তু সাকিবের নাম কেন তালিকা থেকেই বাদ পড়ল?

সাকিব বাদ পড়েছেন আসলে র‍্যাঙ্কিংয়ের নিয়মনীতির ফাঁদে আটকে। র‍্যাঙ্কিং নির্ধারিত হয় এক বছরের পারফরম্যান্সের ভিত্তিতে। এক বছর কোনো ম্যাচ না খেললে অটোম্যাটিক সেই খেলোয়াড়ের নাম বাদ পড়ে র‍্যাঙ্কিং থেকে।

আর এ কারণেই ওয়ানডে র‍্যাঙ্কিং থেকে বাদ পড়েছে সাকিবের নাম। গত এক বছর কোনো ওয়ানডে ম্যাচ খেলেননি বাংলাদেশের ক্রিকেটের এক সময়ের সেরা তারকা। তিনি সবশেষ ওয়ানডে খেলেছিলেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে। ৬ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে সেই টাইম আউটের ঐতিহাসিক ঘটনার ম্যাচটির পর আর ওয়ানডে খেলেননি সাকিব। সেই ম্যাচেই চোট পাওয়ায় বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন বাংলাদেশের তৎকালীন এই অধিনায়ক।

বিশ্বকাপের পর বাংলাদেশ দুটি ওয়ানডে সিরিজ খেললেও সাকিব কোনটিতেই খেলেননি। জাতিয় দলের জার্সিতে একটি ওয়ানডে খেললেও অবশ্য তিনি আবার র‍্যাঙ্কিংয়ে ঢুকে পড়বেন। কিন্তু জাতীয় দলে ফের সাকিবকে আদৌ দেখা যাবে কিনা, তা নিয়েই সন্দেহ বাড়ছে দিনে দিনে। অধিকাংশের মত, জাতীয় দলের হয়ে সাকিব শেষ ম্যাচটা ভারতের বিপক্ষে কানপুরেই খেলে ফেলেছেন।