রাঙ্গামাটিতে মোবাইল ফোনের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
রাঙ্গামাটির মোবাইল ফোন ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের জন্য সব দোকান বন্ধ রেখে প্রতিবাদ কর্মসূচি শুরু করেছেন। বুধবার (১০ ডিসেম্বর) সকাল থেকে এই বন্ধ কার্যকর হয়।
ব্যবসায়ীরা জানান, আগামী ১৬ ডিসেম্বর চালু হতে যাওয়া ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থার বড় ধরনের সংস্কার, সিন্ডিকেটের প্রভাব দূর করা এবং মোবাইল ফোন আমদানিতে উন্মুক্ত প্রতিযোগিতা নিশ্চিত করতেই তারা এই অবস্থানে নেমেছেন।
মোবাইল ফোন বিজনেস অ্যাসোসিয়েশনের নেতারা অভিযোগ করেন—নতুন এনইআইআর নীতিমালা কার্যকর হলে দেশের বিপুল সংখ্যক ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী ক্ষতির মুখে পড়বে, অথচ একটি নির্দিষ্ট গোষ্ঠী এর সুবিধা ভোগ করবে। তাদের আশঙ্কা, নতুন নিয়মে মোবাইল সেটের দামও বাড়তে পারে। তাই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
ব্যবসায়ীরা আরও জানান, তারা এনইআইআর ব্যবস্থার সম্পূর্ণ বিপক্ষে নন। তবে ন্যায্য করনীতি, সমান ব্যবসায়িক সুযোগ, সিন্ডিকেটমুক্ত বাজার ও প্রক্রিয়ার প্রয়োজনীয় সংস্কার চাইছেন তারা। এসব বিষয়ে সরকারকে মতামত জানাতেও আগ্রহী ছিলেন, কিন্তু তাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই হঠাৎ এনইআইআর বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়ায় বাজারে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে।
নেতাদের মতে, আকস্মিক সিদ্ধান্তের ফলে দেশের প্রায় ২৫ হাজার মোবাইলফোন ব্যবসাপ্রতিষ্ঠান এবং এই খাতের সঙ্গে যুক্ত ২০ লাখেরও বেশি মানুষের জীবিকা এখন ঝুঁকির মুখে।




















