রাঙ্গামাটির ক্রীড়া অবকাঠামো নিয়ে হতাশ বিসিবি পরিচালক আসিফ আকবর
রাঙ্গামাটিতে বয়সভিত্তিক খেলোয়াড় গড়ে তোলার যথেষ্ট সম্ভাবনা থাকলেও প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা না থাকায় হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত পরিচালক ও জনপ্রিয় গায়ক আসিফ আকবর।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে রাঙ্গামাটির মারী স্টেডিয়ামে স্থানীয় বয়সভিত্তিক ক্রিকেটারদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। মাঠ ও অনুশীলন সুবিধার ঘাটতি দেখে আসিফ স্পষ্ট হতাশা প্রকাশ করেন।
মতবিনিময়কালে তিনি বলেন,
“পাহাড়ি এলাকায় খেলাধুলার অসাধারণ সম্ভাবনা রয়েছে। এখানকার তরুণদের শারীরিক সক্ষমতা স্বাভাবিকভাবেই বেশি। ফুটবলে পাহাড়ের মেয়েদের সাফল্যই তার প্রমাণ। এখন সময় এসেছে নারীদের ক্রিকেটেও যুক্ত করার।”
তিনি আরও যোগ করেন,
“স্কুল পর্যায়ে মেয়েদের ক্রিকেট প্রশিক্ষণ শুরু করা হলে এবং অবকাঠামো উন্নয়ন করা গেলে এখান থেকেও জাতীয় দলে খেলোয়াড় উঠে আসবে।”
সভায় উপস্থিত ছিলেন বিসিবির জেলা কাউন্সিলর আবু শাদাৎ মো. সায়েম, জেলা ক্রীড়া অফিসার হারুনুর রশিদ, এবং জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্যরা।















