‘রাজনীতিবিদদের অবদানকে অস্বীকার করার অর্থ দেশের সংস্কারকে অস্বীকার করা’
‘রাজনীতিবিদদের অবদানকে অস্বীকার করার অর্থ দেশের সংস্কারকে অস্বীকার করা’।
রাজনীতিবিদদের অবদান অস্বীকার করা ঠিক না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বুধবার (২৫ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব) আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
ডা. জাহিদ বলেন, ১৬ বছরে দেশে কুশাসন অপশাসন চলেছে। তার উপহার গুম-খুন, আয়নাঘর, ডিজিটাল অ্যাক্ট। আমরা সব কথা শুনে বুঝে মন্তব্য করব।
৫৩ বছরে কিছু হয়নি এমন কথা সঠিক নয় দাবি করে বিএনপির এই নেতা বলেন,রাজনীতিবিদদের অবদানকে অস্বীকার করা ঠিক না। সংস্কারের সঙ্গে সবসময় জড়িত রাজনীতিবিদ। সংস্কার ভুলে গেলে চলবে না।
আধুনিক বাংলাদেশের জন্য জিয়াউর রহমানের বিএনপি দরকার উল্লেখ করে ডা. জাহিদ বলেন, বিএনপির প্রতি নতুন জেনারেশনের সমর্থন বেশি। কারণ জনগণের জন্য রাজনীতি করে দলটি।
ষড়যন্ত্র থেমে নেই জানিয়ে তিনি বলেন, ঘাপটি মেরে থাকা প্রশাসনের দোসরদের নির্মূল না করলে স্বপ্ন বাস্তবায়ন হবে না। পলাতক স্বৈরাচার বাংলাদেশে ফেরত আসার কোনো আশঙ্কা নেই। ঐক্য ধরে রাখতে হবে। জনগণকে তার অধিকার আদায়ের সুযোগ দিতে হবে।
















