নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যেকোনো ধরনের হামলা-মামলার ঘটনা অতীতের বিচারহীনতারই উদাহরণ বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার রাজনীতি আর দেখতে চাই না।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে দুর্বৃত্তদের হামলায় আহত গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানকে বিএসএমএমইউতে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।
খসরু বলেন, নতুন দেশ গড়ার সময়ে ফারুক হাসানের উপর এমন হামলার ঘটনা দুঃখজনক। রাজনীতি সবার জন্য। রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় যে রাজনীতি হয়েছে বিগত বছর, সেই রাজনীতি আর চাই না।
‘এত বড় ত্যাগের পরও এখনো বিচারহীনতার প্রবণতা দেখা যাচ্ছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যদি রাজনীতি করতে হয়, তাহলে শেখ হাসিনাকে বিদায় করার প্রয়োজন ছিল না। রাজনীতি করতে চাইলে পরস্পরের প্রতি সম্মান রেখেই রাজনীতি করতে হবে। কয়েকজন মানুষের কথায় দেশ চলবে না, দেশ চলবে জনগণের কথায়’, যোগ করেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, শান্তিপূর্ণ রাজনীতি করতে চাইলে সবার পারস্পারিক শিষ্টাচার বজায় রাখতে হবে।
এ সময় ফারুক হাসানের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করা না হলে নিম্ন আদালত ঘেরাও করার হুঁশিয়ারি দেন গণ অধিকার পরিষদের নেতারা। আইনশৃঙ্খলা বাহিনী নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেন আহত গণ অধিকার পরিষদের নেতা ফারুক হোসেন।