রূপপুর প্রকল্পে ব্যয় বাড়ছে আরও সাড়ে ২৫ হাজার কোটি টাকা
দেশের বৃহত্তম উন্নয়ন উদ্যোগ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। নতুন করে প্রায় ২৫ হাজার ৫৯২ কোটি টাকা অতিরিক্ত খরচ যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর পরিকল্পনা কমিশন প্রাঙ্গণে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য তুলে ধরেন। পরিকল্পনা উপদেষ্টা জানান, ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ায় রূপপুর প্রকল্পের ব্যয় সাড়ে ২৫ হাজার কোটি টাকা বেড়েছে।
তিনি আরও বলেন, ওই একনেক সভায় মোট ৪৫ হাজার ১৯১ কোটি টাকা ব্যয়ে ২৫টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সাধারণত দুটি একনেক সভা হওয়ার কথা থাকলেও একটি সভা অনুষ্ঠিত হওয়ায় তুলনামূলকভাবে বেশি সংখ্যক প্রকল্প অনুমোদিত হয়েছে।
ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, অন্তর্বর্তী সরকার সীমিত সংখ্যক নতুন প্রকল্প গ্রহণ করেছে। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন না হলে সংশ্লিষ্ট অর্থায়ন বন্ধ করে দেওয়া হবে।
এদিকে এটি বর্তমান সরকারের শেষ একনেক বৈঠক ছিল বলে জানানো হলেও প্রয়োজনে ভবিষ্যতে আরও একনেক সভা আয়োজনের সুযোগ রয়েছে। পরিকল্পনা উপদেষ্টা জানান, এ ক্ষেত্রে কোনো আইনগত প্রতিবন্ধকতা নেই। উদাহরণ হিসেবে তিনি ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় শেষ মুহূর্ত পর্যন্ত একনেক সভা অনুষ্ঠিত হওয়ার নজিরের কথা উল্লেখ করেন।

























