ব্রেকিং নিউজ :
শহীদদের রক্ত বৃথা যাবে না: জামায়াত নেতা
ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামী সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ও ২০২৪ সালের জুলাই-আগস্টের শহীদদের রক্তের বদলা ইসলামের বিজয়ের মাধ্যমেই নেওয়া হবে।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে পটুয়াখালীর বাউফলে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘২০০৬ সালে আমাদের নেতাকর্মীদের ওপর নির্মম হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। কিন্তু আল্লাহর কৃপায় আজ আমরা আবারও রাজনীতিতে শক্ত অবস্থানে ফিরে এসেছি।’
তিনি খুনি ও হামলাকারীদের বিচার দাবি করেন এবং বলেন, জনগণের মতামত ছাড়া কোনো নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না।
সমাবেশে স্থানীয় জামায়াত ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
















