শাকসু নির্বাচন স্থগিতে উত্তাল শাবি, উপাচার্য অবরুদ্ধ; শিক্ষককে ঘিরে স্লোগান
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) শাকসু নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত হওয়ার প্রতিবাদে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ক্যাম্পাসজুড়ে। সোমবার সন্ধ্যায় প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে উপাচার্য অধ্যাপক এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেন একদল শিক্ষার্থী।
হাইকোর্টের আদেশের খবর জানার পর শিক্ষার্থীরা প্রথমে সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। পরে তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে শাকসু নির্বাচনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ চলাকালে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আশরাফ উদ্দিন ক্যাম্পাস ত্যাগ করার সময় শিক্ষার্থীদের স্লোগানের মুখে পড়েন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এ সময় তাকে লক্ষ্য করে ‘দালাল দালাল’ স্লোগান দেওয়া হয়। পরে কয়েকজন শিক্ষার্থীর সহায়তায় তিনি নিরাপদে এলাকা ছাড়েন।
এদিকে শাকসু নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষক সমাজেও মতবিরোধ স্পষ্ট হয়ে উঠেছে। বিএনপিপন্থী কয়েকজন শিক্ষক নির্বাচন কমিশনের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।



























