ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইসরায়েলের জন্য নতুন সাবমেরিন রপ্তানিতে সম্মতি দিল জার্মানি Logo বিটকয়েনের মূল্য নতুন উচ্চতায়, ইথেরিয়াম-বাইন্যান্সেও উল্লম্ফন Logo সিলেটে অভিযানে ৫২ হাজার ঘনফুট পাথর উদ্ধার Logo সিলেটের সাদা পাথর লুট: তদন্ত ও ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট আবেদন Logo যুক্তরাষ্ট্র থেকে ৯৩৫ কোটি টাকায় দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কিনছে সরকার Logo পিকে হালদারের রেড নোটিশ আরও পাঁচ বছর বাড়াতে ইন্টারপোলকে চিঠি দেবে দুদক Logo বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হতে মালয়েশিয়ার ব্যবসায়ীদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান Logo জুলাই মাসে মূল্যস্ফীতি বৃদ্ধির পেছনে চালের দাম দায়ী: বাংলাদেশ ব্যাংকের গভর্নর Logo এখনও ভারতের সাড়া মেলেনি: বাণিজ্য আলোচনার জন্য পাঠানো চিঠির বিষয়ে ঢাকার অপেক্ষা Logo অতিরিক্ত আইজি হিসেবে পদোন্নতি পেলেন পুলিশের সাত কর্মকর্তা

শাস্তি পেলেন তামিম

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

শাস্তি পেলেন তামিম।

রংপুর রাইডার্সের বিপক্ষে নাটকীয় ম্যাচে হারের পর এবার আরও দুঃসংবাদ পেলেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। রংপুরের ইংলিশ ক্রিকেটার অ্যালেক্স হেলসের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে শাস্তি পেয়েছেন সাবেক টাইগার অধিনায়ক।

রংপুরের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে হারের পর মেজাজ ধরে রাখতে পারেননি বরিশালের অধিনায়ক তামিম। ম্যাচশেষে হাত মেলানোর সময় হেলসের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান তিনি। শুধু তাই নয়, বিদেশি এই ক্রিকেটারের দিকে তেড়ে যান বরিশাল অধিনায়ক। সম্ভাব্য সংঘর্ষ এড়াতে এসময় তামিমকে টেনে ধরেন রংপুরের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম।

 

সূত্র অনুযায়ী, ম্যাচ শেষে হাত মেলানোর সময় তামিমকে উদ্দেশ্য করে আপত্তিকর মুখভঙ্গি করেন হেলস। আর সেটা দেখেই চটেন তামিম। হেলসকে তামিম বলে, ‘এ রকম করছ কেন? কিছু বলার থাকলে মুখে বলো। বি আ ম্যান।’ তামিমের এমন কড়া কথা শুনে চুপ থাকেননি হেলসও। এ সময় তিনি পেছন থেকে কিছু একটা বললে মেজাজ ধরে রাখতে পারেননি তামিম।
 
তবে দুজনই তর্কে জড়ালেও শাস্তি পেয়েছেন কেবল তামিম। আচরণবিধির লঙ্ঘন করায় তারকা এই ক্রিকেটারকে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছেন ম্যাচ রেফারি  নিয়ামুর রশিদ রাহুল। এছাড়া তাকে মৌখিকভাবে সতর্কও করা হয়েছে। ম্যাচ রেফারি জানান, আম্পায়ারদের প্রতিবেদন এবং প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তামিম অভিযোগ স্বীকার করে নেওয়ায় কোনো শুনানির প্রয়োজন হয়নি।  
 
 
তামিমের মতো অভিজ্ঞ ক্রিকেটারের এমন মারমুখী আচরণকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন হেলস। বিপিএল ছাড়ার আগে দেশের এক টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে বাকবিতণ্ডার বিষয়ে কথা বলেছেন তিনি। ম্যাচ হারের হতাশা থেকে হেলসের সঙ্গে এমন দুর্ব্যবহার করেছেন তামিম, এমনটাই দাবি ইংলিশ ক্রিকেটারের। তর্কের মধ্যে হেলসকে তামিম ব্যক্তিগত আক্রমণও করেছেন বলে দাবি করেছেন তিনি।
 
হেলস বলেন, ‘আমার মনে হয় ম্যাচ হেরে সে (তামিম) হতাশ (আপসেট) ছিল। সে আমার কাছে এসে বলল– ‘‘আমি কিছু বললে সেটি যেন সামনাসামনি বলি।’’ অথচ আমি তাকে কিছুই বলিনি। ২০২১ সালে আমি বিয়ার পানের জন্য (ক্রিকেটে) ২১ দিন নিষিদ্ধ হয়েছিলাম, সেই প্রসঙ্গ নিয়েও সে (তামিম) কথা বলেছে। আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে, যা খুবই লজ্জার ব্যাপার।’
 
এমন উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষে মেজাজ হারানো অবশ্য অস্বাভাবিক নয় বরিশাল অধিনায়কের জন্য। কারণ শেষ ওভারে ২৬ রান ডিফেন্ড করতে পারেনি তার দল। ১৯৮ রানের লক্ষ্য দিয়ে শেষ বলে হেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। শেষ ওভারে জয়ের জন্য ২৬ রান লাগলেও ৩ ছক্কা ও ৩ চারে ৩০ রান নিয়ে রংপুরকে অবিশ্বাস্য জয় এনে দিয়েছেন সোহান।  
 
  

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৩২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
৭৮ বার পড়া হয়েছে

শাস্তি পেলেন তামিম

আপডেট সময় ১০:৩২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

শাস্তি পেলেন তামিম।

রংপুর রাইডার্সের বিপক্ষে নাটকীয় ম্যাচে হারের পর এবার আরও দুঃসংবাদ পেলেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। রংপুরের ইংলিশ ক্রিকেটার অ্যালেক্স হেলসের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে শাস্তি পেয়েছেন সাবেক টাইগার অধিনায়ক।

রংপুরের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে হারের পর মেজাজ ধরে রাখতে পারেননি বরিশালের অধিনায়ক তামিম। ম্যাচশেষে হাত মেলানোর সময় হেলসের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান তিনি। শুধু তাই নয়, বিদেশি এই ক্রিকেটারের দিকে তেড়ে যান বরিশাল অধিনায়ক। সম্ভাব্য সংঘর্ষ এড়াতে এসময় তামিমকে টেনে ধরেন রংপুরের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম।

 

সূত্র অনুযায়ী, ম্যাচ শেষে হাত মেলানোর সময় তামিমকে উদ্দেশ্য করে আপত্তিকর মুখভঙ্গি করেন হেলস। আর সেটা দেখেই চটেন তামিম। হেলসকে তামিম বলে, ‘এ রকম করছ কেন? কিছু বলার থাকলে মুখে বলো। বি আ ম্যান।’ তামিমের এমন কড়া কথা শুনে চুপ থাকেননি হেলসও। এ সময় তিনি পেছন থেকে কিছু একটা বললে মেজাজ ধরে রাখতে পারেননি তামিম।
 
তবে দুজনই তর্কে জড়ালেও শাস্তি পেয়েছেন কেবল তামিম। আচরণবিধির লঙ্ঘন করায় তারকা এই ক্রিকেটারকে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছেন ম্যাচ রেফারি  নিয়ামুর রশিদ রাহুল। এছাড়া তাকে মৌখিকভাবে সতর্কও করা হয়েছে। ম্যাচ রেফারি জানান, আম্পায়ারদের প্রতিবেদন এবং প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তামিম অভিযোগ স্বীকার করে নেওয়ায় কোনো শুনানির প্রয়োজন হয়নি।  
 
 
তামিমের মতো অভিজ্ঞ ক্রিকেটারের এমন মারমুখী আচরণকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন হেলস। বিপিএল ছাড়ার আগে দেশের এক টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে বাকবিতণ্ডার বিষয়ে কথা বলেছেন তিনি। ম্যাচ হারের হতাশা থেকে হেলসের সঙ্গে এমন দুর্ব্যবহার করেছেন তামিম, এমনটাই দাবি ইংলিশ ক্রিকেটারের। তর্কের মধ্যে হেলসকে তামিম ব্যক্তিগত আক্রমণও করেছেন বলে দাবি করেছেন তিনি।
 
হেলস বলেন, ‘আমার মনে হয় ম্যাচ হেরে সে (তামিম) হতাশ (আপসেট) ছিল। সে আমার কাছে এসে বলল– ‘‘আমি কিছু বললে সেটি যেন সামনাসামনি বলি।’’ অথচ আমি তাকে কিছুই বলিনি। ২০২১ সালে আমি বিয়ার পানের জন্য (ক্রিকেটে) ২১ দিন নিষিদ্ধ হয়েছিলাম, সেই প্রসঙ্গ নিয়েও সে (তামিম) কথা বলেছে। আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে, যা খুবই লজ্জার ব্যাপার।’
 
এমন উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষে মেজাজ হারানো অবশ্য অস্বাভাবিক নয় বরিশাল অধিনায়কের জন্য। কারণ শেষ ওভারে ২৬ রান ডিফেন্ড করতে পারেনি তার দল। ১৯৮ রানের লক্ষ্য দিয়ে শেষ বলে হেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। শেষ ওভারে জয়ের জন্য ২৬ রান লাগলেও ৩ ছক্কা ও ৩ চারে ৩০ রান নিয়ে রংপুরকে অবিশ্বাস্য জয় এনে দিয়েছেন সোহান।