ব্রেকিং নিউজ :
“শাহরুখ-সালমান আমার গডফাদার”—রাখির খোলামেলা স্বীকারোক্তি
বলিউডের বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত আবারও আলোচনায়। সম্প্রতি এক পডকাস্ট শোয়ে তিনি জানান, শাহরুখ খান ও সালমান খান তার জীবনের গডফাদার।
রাখির ভাষায়, “আমার জীবনে কেউ নেই। ফারহা খান আমার সুগার মাম্মি, আর শাহরুখ-সালমানই আমার ভরসা।”
তিনি জানান, সালমান খান তার মায়ের ক্যানসার চিকিৎসার খরচ বহন করেছিলেন এবং কর্মহীন অবস্থায় তাকে ‘বিগ বস’ অনুষ্ঠানে সুযোগ করে দিয়েছিলেন।
রাখি আরও বলেন, “ফারহা ম্যাম আমার ভাঙা বাড়ি নতুন করে তৈরি করেছেন। আমি চিরকৃতজ্ঞ।”
















