নতুন বইয়ের ঘ্রাণের সঙ্গে মিষ্টিমুখ। মাথায় মুকুট ও হাতে ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।
ক্যাম্পাসে উপস্থিতির সময় ছিল বুধবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ৭টা। অথচ ৭টার আগেই স্কুল প্রাঙ্গণে আসতে থাকে নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। এক অন্যরকম আনন্দ শিক্ষার্থীদের চোখে-মুখে। প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হয়ে নতুন বই নেয়ার এ আনন্দ ছাপিয়ে যায় অভিভাবকদের মাঝেও। নবীনদের বরণে উদগ্রীব ছিলেন শিক্ষকরাও।
ঘড়ির কাটায় সকাল সাড়ে ৭টা। সুশৃঙ্খলভাবে স্কুলমাঠে সারিবদ্ধ হয়ে দাঁড়াল নতুন ও পুরাতন শিক্ষার্থীরা। তাদের সামনে সারিবদ্ধ দাঁড়িয়ে শিক্ষকরাও। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বই বিতরণ ও নবীনবরণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর অ্যাসেম্বলি, জাতীয় সংগীত ও শপথবাক্য পাঠ করে শিক্ষার্থীরা।
শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল (অব.) মুহম্মদ ফেরদৌস হাসান টিটো শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য রাখেন। ভালো লেখাপড়া করার পাশাপাশি মানবিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে শিক্ষার্থীদের উপদেশ দেন তিনি। এ সময় সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানান অধ্যক্ষ।
উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মাথায় মুকুট, ফুল ও মিষ্টি মুখে তুলে দিয়ে স্বাগত জানান প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল (অব.) মুহম্মদ ফেরদৌস হাসান টিটো। এ সময় তাদের হাতে নতুন বই তুলে দেন তিনি। ইংরেজি নববর্ষের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। পরে প্রত্যেক শ্রেণিশিক্ষক তাদের শিক্ষার্থীদের নিয়ে যান শ্রেণিকক্ষে। সেখানে শিক্ষার্থী-শিক্ষকদের মধ্যে পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়।