শ্রীমঙ্গলে বৈদ্যুতিক লাইন মেরামতে গিয়ে যুবকের মৃত্যু
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নে লাইন মেরামত করতে গিয়ে রেজুয়ান (২২) নামের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরেক বিদ্যুৎকর্মী লাইনম্যান মোস্তাফিজুর রহমান। শনিবার (১২ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিনের বেলতলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেজুয়ান সুনামগঞ্জের বিসম্বরপুর গ্রামের বাসিন্দা। অন্যদিকে আহত মোস্তাফিজের বাড়ী নেত্রকোনায়।
জানা যায়, বিদ্যুৎ লাইন মেরামতের কাজ করতে গিয়ে মৌলভীবাজার পল্লীবিদ্যুত সমিতির লাইনম্যান রেজুয়নুল ঘটনান্থলেই মারা যায়। এসময় স্থানীয়দের সহযোগিতায় আহত মোস্তাফিজুরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থা গুরুতর হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) এবিএম মিজানুর রহমান জানান, লাইনে কাজ করতে গিয়ে হতাহতের ঘটনার তদন্ত করা হবে। কোন অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হবে।