ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

‘সংস্কারের প্রশ্নে ঐক্যবদ্ধতা জরুরি, যেন ফ্যাসিবাদ ফিরে না আসে’

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

‘সংস্কারের প্রশ্নে ঐক্যবদ্ধতা জরুরি, যেন ফ্যাসিবাদ ফিরে না আসে’।

বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে নাগরিক সমাজের ঐক্যের সম্মিলনের লক্ষ্যে ‘সংস্কার, জাতীয় ঐক্য ও নাগরিক ভাবনা’ শীর্ষক কক্সবাজারে ‘নাগরিক সংলাপ’ অনুষ্ঠিত হয়েছে।

 

এতে জেলার স্থানীয় পর্যায়ে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সমস্যা-সংকটের ভাবনার পাশাপাশি জাতীয় পর্যায়ে রাষ্ট্রকাঠামোর সংস্কার, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সংস্কার ও সংবিধান সংস্কারসহ ২০২৪ সালের ঐতিহাসিক ৫ আগস্টের রক্তাক্ত চেতনায় রাষ্ট্রকে আমূল সংস্কারের জন্য জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হয়।


রোববার (৩ ফেব্রুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কক্সবাজার পাবলিক লাইব্রেরি ও ইন্সটিটিউটের শহীদ সুভাষ হলে ‘কক্সবাজার সিভিল সোসাইটি’ এর উদ্যোগে এ নাগরিক সংলাপের আয়োজন করা হয়। এই সংলাপে বিশিষ্ট শিক্ষাবিদ নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক সংলাপটির সঞ্চালনা করেন কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা।


প্যানেল আলোচনায় অংশ নিয়ে আলোচকরা বলেছেন, গত ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে উঠা জাতীয় ঐক্য ধরে রাখার পাশাপাশি আর যেন কোনভাবেই রাষ্ট্রের ঘাড়ে ফ্যাসিবাদ চেপে বসতে না পারে সকলকে সজাগ থাকতে হবে। এছাড়া চলমান রাষ্ট্রসংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেয়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।


রাষ্ট্রের প্রতিটি সেক্টরে দুর্নীতি ও অনিয়ম ছেয়ে গেছে এবং প্রত্যেক সেক্টরকে ঢেলে সাজানোর প্রয়োজনীয়তা তুলে ধরে আলোচকরা বলেছেন, রাষ্ট্র ও জনগণের স্বার্থে একান্ত প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পাদনের পরই সর্বজন ও মহলের গ্রহণযোগ্য একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।

নাগরিক সংলাপের প্যানেল আলোচক হিসেবে অংশগ্রহণ করেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম, এবি পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর কাশেম, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি জিএম আশেক উল্লাহ, শহর জামায়াতের আমির আব্দুল্লাহ আল ফারুক, হোটেল-মোটেল ও গেস্ট হাউজ মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার, নজরুল-আব্বাস সেন্টারের সভাপতি অ্যাডভোকেট রমিজ আহমেদ, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য এসএম সুজা উদ্দিন, পর্যটন বিশেষজ্ঞ অধ্যাপক মঈনুল হাসান পলাশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি শাহেদুল ওয়াহিদ শাহেদ, সাগর-উল ইসলাম, জিনিয়া শারমিন রিয়া, তাশদিদ রেজা ও রিয়াদ মনি, অধ্যাপক অজিত দাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট মোহাম্মদ ইউনুস, ইসলামী আন্দোলনের কক্সবাজারের সভাপতি মোহাম্মদ আলী, এডভোকেট সাকি এ কাউসার, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক তামান্না নওরিন ও ছাত্রদল নেতা মিজানুল আলম প্রমুখ।

আয়োজকরা জানিয়েছেন, নতুন আকাঙ্খার বাংলাদেশে প্রান্তিক পর্যায়ে প্রতিনিধিত্বকারী নাগরিক প্রতিনিধিদের ভাবনাকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে এই নাগরিক সংলাপের আয়োজন। প্যানেল আলোচকদের উত্থাপিত প্রস্তাবনা ও ভাবনাগুলো লিখিত আকারে সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে পৌঁছানোর ব্যবস্থা নেয়া হবে। মূলত সমাজের সর্বস্তরের মানুষের ভাবনাকে সংযুক্ত করে জাতীয় ঐক্যকে সুসংহত করতে এই প্রচেষ্টা।
 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৫৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
৮ বার পড়া হয়েছে

‘সংস্কারের প্রশ্নে ঐক্যবদ্ধতা জরুরি, যেন ফ্যাসিবাদ ফিরে না আসে’

আপডেট সময় ০৪:৫৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫

‘সংস্কারের প্রশ্নে ঐক্যবদ্ধতা জরুরি, যেন ফ্যাসিবাদ ফিরে না আসে’।

বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে নাগরিক সমাজের ঐক্যের সম্মিলনের লক্ষ্যে ‘সংস্কার, জাতীয় ঐক্য ও নাগরিক ভাবনা’ শীর্ষক কক্সবাজারে ‘নাগরিক সংলাপ’ অনুষ্ঠিত হয়েছে।

 

এতে জেলার স্থানীয় পর্যায়ে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সমস্যা-সংকটের ভাবনার পাশাপাশি জাতীয় পর্যায়ে রাষ্ট্রকাঠামোর সংস্কার, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সংস্কার ও সংবিধান সংস্কারসহ ২০২৪ সালের ঐতিহাসিক ৫ আগস্টের রক্তাক্ত চেতনায় রাষ্ট্রকে আমূল সংস্কারের জন্য জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হয়।


রোববার (৩ ফেব্রুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কক্সবাজার পাবলিক লাইব্রেরি ও ইন্সটিটিউটের শহীদ সুভাষ হলে ‘কক্সবাজার সিভিল সোসাইটি’ এর উদ্যোগে এ নাগরিক সংলাপের আয়োজন করা হয়। এই সংলাপে বিশিষ্ট শিক্ষাবিদ নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক সংলাপটির সঞ্চালনা করেন কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা।


প্যানেল আলোচনায় অংশ নিয়ে আলোচকরা বলেছেন, গত ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে উঠা জাতীয় ঐক্য ধরে রাখার পাশাপাশি আর যেন কোনভাবেই রাষ্ট্রের ঘাড়ে ফ্যাসিবাদ চেপে বসতে না পারে সকলকে সজাগ থাকতে হবে। এছাড়া চলমান রাষ্ট্রসংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেয়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।


রাষ্ট্রের প্রতিটি সেক্টরে দুর্নীতি ও অনিয়ম ছেয়ে গেছে এবং প্রত্যেক সেক্টরকে ঢেলে সাজানোর প্রয়োজনীয়তা তুলে ধরে আলোচকরা বলেছেন, রাষ্ট্র ও জনগণের স্বার্থে একান্ত প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পাদনের পরই সর্বজন ও মহলের গ্রহণযোগ্য একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।

নাগরিক সংলাপের প্যানেল আলোচক হিসেবে অংশগ্রহণ করেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম, এবি পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর কাশেম, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি জিএম আশেক উল্লাহ, শহর জামায়াতের আমির আব্দুল্লাহ আল ফারুক, হোটেল-মোটেল ও গেস্ট হাউজ মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার, নজরুল-আব্বাস সেন্টারের সভাপতি অ্যাডভোকেট রমিজ আহমেদ, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য এসএম সুজা উদ্দিন, পর্যটন বিশেষজ্ঞ অধ্যাপক মঈনুল হাসান পলাশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি শাহেদুল ওয়াহিদ শাহেদ, সাগর-উল ইসলাম, জিনিয়া শারমিন রিয়া, তাশদিদ রেজা ও রিয়াদ মনি, অধ্যাপক অজিত দাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট মোহাম্মদ ইউনুস, ইসলামী আন্দোলনের কক্সবাজারের সভাপতি মোহাম্মদ আলী, এডভোকেট সাকি এ কাউসার, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক তামান্না নওরিন ও ছাত্রদল নেতা মিজানুল আলম প্রমুখ।

আয়োজকরা জানিয়েছেন, নতুন আকাঙ্খার বাংলাদেশে প্রান্তিক পর্যায়ে প্রতিনিধিত্বকারী নাগরিক প্রতিনিধিদের ভাবনাকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে এই নাগরিক সংলাপের আয়োজন। প্যানেল আলোচকদের উত্থাপিত প্রস্তাবনা ও ভাবনাগুলো লিখিত আকারে সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে পৌঁছানোর ব্যবস্থা নেয়া হবে। মূলত সমাজের সর্বস্তরের মানুষের ভাবনাকে সংযুক্ত করে জাতীয় ঐক্যকে সুসংহত করতে এই প্রচেষ্টা।