সন্তানের রক্তে দাঁড়িয়ে দায়িত্ব নিয়েছি, রক্তের দাম পরিশোধ করব: ইসি
সন্তানের রক্তে দাঁড়িয়ে দায়িত্ব নিয়েছি, রক্তের দাম পরিশোধ করব: ইসি।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, সন্তানদের রক্তের ওপর দাঁড়িয়ে দায়িত্ব নিয়েছে নির্বাচন কমিশন, তাই প্রতি ফোঁটা রক্তের দাম পরিশোধ করব, ইনশাআল্লাহ৷ তবে এ কাজ নির্বাচন কমিশনের একার নয়। সবাইকে মিলে একাজ করতে হবে। কারণ নির্বাচন কমিশনে মাত্র ৫ জন ব্যক্তি। তাই সবার সহযোগিতা চাই।
শনিবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নাচোল সরকারি মহিলা কলেজের তিন দশক পূর্তি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় ইসি আরও বলেন, ‘গত ২৪ নভেম্বর নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণের পরপরই আমরা আহত ছাত্রদের দেখতে হাসপাতালে যায়। সেখানে চিকিৎসাধীন ৮০-৮৫ জন ছাত্রের মধ্যে মাত্র ৩-৪ জন তাদের ব্যক্তিগত সমস্যা নিয়ে কথা বলেছিল। তাদের সিংহভাগই আমাদের কাছে দাবি করেছিল, ভালো একটি নির্বাচন দেয়ার। তাদের মধ্যে একজন বলেছিল, স্যার একটা ভালো নির্বাচন দিয়েন, তা না হলে পা টা সুস্থ হবে আবার আন্দোলনে নামব।’
শিক্ষার্থীদের উদ্দেশ্যে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা একটা আধমরা জাতিকে ঘা মেরে জাগিয়েছে। এর চেয়ে গর্বের জায়গা জাতির ইতিহাসে খুব কম আছে। আমি গর্ব করে বলবো বাংলাদেশের তরুণরা পৃথিবীতে অদ্বিতীয়। আমরা যারা বিবেককে বিক্রি করে দেই, তোমরা এসে তার পরিবর্তন করেছ। সমাজে যেখানে যখন স্থবিরতা এসেছে, শিক্ষার্থীরাই পরিবর্তন এনেছে। তোমাদের সচেতনতায় জাতিকে সঠিক পথে রাখবে।’
তিনি আরও বলেন, ‘কূটনীতিক হিসেবে সর্বশেষ আমি কাজ করেছি পাকিস্তান ও ইরানে। পাকিস্তানের বোদ্ধা মানুষজন জিজ্ঞেস করে, কীভাবে বাংলাদেশ এত উন্নতি করলো এবং পাকিস্তানের সাথে এক্ষেত্রে বাংলাদেশের পার্থক্য কী? আমাদের উত্তর, আমাদের দেশের নারীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। পাকিস্তানে ইমরান খান খুবই জনপ্রিয় ব্যক্তি। কিন্তু ক্ষমতায় আসতে পারে না। কিছুদিন আগে পাকিস্তানের এক নাগরিকের কাছে তাদের দেশের খোঁজ খবর নিচ্ছিলেন আমার স্ত্রী। পাকিস্তানি নাগরিক বললেন, আন্দোলনে বাংলাদেশের ছাত্র লাগবে তাদের।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব ইরতেজা আহমেদ চৌধুরী, নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. সিরাজুল ইসলাম, নাচোল মহিলা কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ আব্দুল হাকিম, সভাপতি মোজাম্মেল হক ও ওবায়দুর রহমান প্রমুখ।