ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দ্বিতীয় পদ্মা সেতু এখন সময়ের দাবি: ফখরুল Logo গাজার কিছু অঞ্চলে ১০ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইসরায়েল Logo নাহিদ ইসলামের দাবি: স্বাধীনতার পর দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থান Logo দুই দিন বন্ধ থাকবে মাইলস্টোন স্কুল, মানসিকভাবে বিপর্যস্ত শিক্ষার্থীরা Logo জারিফের শেষযাত্রা: মাইলস্টোনে গিয়েছিল স্বপ্ন নিয়ে, ফিরল না আর Logo ঢাকায় বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় চীনের বিশেষ মেডিকেল টিম Logo বিমান দুর্ঘটনায় নিহত পাইলট তৌকিরের ফিউনারেল প্যারেড ও জানাজা অনুষ্ঠিত Logo মাইলস্টোনে বিধ্বস্ত বিমানটি ছিল যুদ্ধবিমান, প্রশিক্ষণ বিমান নয় — জানাল আইএসপিআর Logo মাইলস্টোনে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে পড়লেন আইন ও শিক্ষা উপদেষ্টা Logo উত্তরার বিমান দুর্ঘটনা: উদ্ধার তৎপরতা আপাতত শেষ, পুনরায় শুরু হবে মঙ্গলবার সকাল থেকে

সবার মতামতের ভিত্তিতে হবে জুলাই ঘোষণাপত্র: নাসির উদ্দিন পাটোয়ারী

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

সবার মতামতের ভিত্তিতে হবে জুলাই ঘোষণাপত্র: নাসির উদ্দিন পাটোয়ারী।

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেছেন, সবার মতামতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র হবে- এটি এখন নিশ্চিত। আমরা অনেকদিন ধৈর্য ধারণ করেছি, আরও করবো। দেশবাসীকেও ধৈর্য ধারণের আহ্বান জানাই।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আহ্বানে সর্বদলীয় সংলাপ শেষে এসব কথা বলেন তিনি।

 

নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, আজকের আলোচনা ফলপ্রসূ হয়েছে। সব রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছে। সবাই ঐক্যমতে পৌঁছাতে পেরেছি। সবার মতামতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র হবে এটি নিশ্চিত। আমরা অনেকদিন ধৈর্য ধারণ করেছি, আরও করবো, দেশবাসীকেও ধৈর্য ধারণ করার আহ্বান জানাই।   
 
তিনি বলেন, এখন আলোচনার বিষয় ঘোষণাপত্রে কী কী থাকতে পারে। কী থাকলে রাজপথে প্রাণ দেয়া শহীদ ও আহতদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে। এই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা চলবে।
 
ঘোষণাপত্রের সময় নিয়ে পাটোয়ারী বলেন, ঘোষণাপত্র যেন দ্রুত সময়ের মধ্যেই হয় এ বিষয়ে প্রধান উপদেষ্টারও চেষ্টা রয়েছে। কেউ যাতে কালক্ষেপণ না করতে পারে এ বিষয়েও ওনার সজাগ দৃষ্টি থাকবে বলে জানিয়েছেন।  
 
নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, আমরা প্রত্যাশা করি জুলাই অভ্যুত্থানকে আমরা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে পারব। এতে করে যে গণতান্ত্রিক ধারায় বাংলাদেশ পৌঁছেছে তা আরও শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে।
 
 
জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর অভ্যুত্থানকে কেন্দ্র করে একটি ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
 
এ নিয়ে ৩০ ডিসেম্বর রাতে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনার মধ্যে রাত পৌনে ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে জরুরি সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণ-অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদবিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এ ঘোষণাপত্রটি গৃহীত হবে।
 
সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্র তৈরির উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, তবে ওই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে ১৫ জানুয়ারির মধ্যে।
 
এরপর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম গত ৯ জানুয়ারি সংবাদ সম্মেলনে বলেন, যেহেতু সবার সঙ্গে কথা বলতে হবে, তাই ১৫ জানুয়ারির পর কিছু সময় বাড়তে পারে। তবে খুব বেশি দেরি হবে না।
 
 
সবশেষ গতকাল বুধবার (১৫ জানুয়ারি) রাতে সর্বদলীয় বৈঠকের সময় ও স্থানের কথা জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেয় প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস উইং থেকে জানানো হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে ঘোষণাপত্রের ওপর একটি সর্বদলীয় বৈঠক ঢাকা হয়েছে।
 

 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:০২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
৭৮ বার পড়া হয়েছে

সবার মতামতের ভিত্তিতে হবে জুলাই ঘোষণাপত্র: নাসির উদ্দিন পাটোয়ারী

আপডেট সময় ১০:০২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

সবার মতামতের ভিত্তিতে হবে জুলাই ঘোষণাপত্র: নাসির উদ্দিন পাটোয়ারী।

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেছেন, সবার মতামতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র হবে- এটি এখন নিশ্চিত। আমরা অনেকদিন ধৈর্য ধারণ করেছি, আরও করবো। দেশবাসীকেও ধৈর্য ধারণের আহ্বান জানাই।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আহ্বানে সর্বদলীয় সংলাপ শেষে এসব কথা বলেন তিনি।

 

নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, আজকের আলোচনা ফলপ্রসূ হয়েছে। সব রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছে। সবাই ঐক্যমতে পৌঁছাতে পেরেছি। সবার মতামতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র হবে এটি নিশ্চিত। আমরা অনেকদিন ধৈর্য ধারণ করেছি, আরও করবো, দেশবাসীকেও ধৈর্য ধারণ করার আহ্বান জানাই।   
 
তিনি বলেন, এখন আলোচনার বিষয় ঘোষণাপত্রে কী কী থাকতে পারে। কী থাকলে রাজপথে প্রাণ দেয়া শহীদ ও আহতদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে। এই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা চলবে।
 
ঘোষণাপত্রের সময় নিয়ে পাটোয়ারী বলেন, ঘোষণাপত্র যেন দ্রুত সময়ের মধ্যেই হয় এ বিষয়ে প্রধান উপদেষ্টারও চেষ্টা রয়েছে। কেউ যাতে কালক্ষেপণ না করতে পারে এ বিষয়েও ওনার সজাগ দৃষ্টি থাকবে বলে জানিয়েছেন।  
 
নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, আমরা প্রত্যাশা করি জুলাই অভ্যুত্থানকে আমরা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে পারব। এতে করে যে গণতান্ত্রিক ধারায় বাংলাদেশ পৌঁছেছে তা আরও শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে।
 
 
জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর অভ্যুত্থানকে কেন্দ্র করে একটি ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
 
এ নিয়ে ৩০ ডিসেম্বর রাতে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনার মধ্যে রাত পৌনে ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে জরুরি সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণ-অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদবিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এ ঘোষণাপত্রটি গৃহীত হবে।
 
সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্র তৈরির উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, তবে ওই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে ১৫ জানুয়ারির মধ্যে।
 
এরপর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম গত ৯ জানুয়ারি সংবাদ সম্মেলনে বলেন, যেহেতু সবার সঙ্গে কথা বলতে হবে, তাই ১৫ জানুয়ারির পর কিছু সময় বাড়তে পারে। তবে খুব বেশি দেরি হবে না।
 
 
সবশেষ গতকাল বুধবার (১৫ জানুয়ারি) রাতে সর্বদলীয় বৈঠকের সময় ও স্থানের কথা জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেয় প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস উইং থেকে জানানো হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে ঘোষণাপত্রের ওপর একটি সর্বদলীয় বৈঠক ঢাকা হয়েছে।