ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দল প্রকাশ, জায়গা হয়নি শুভমান গিলের, ফিরেছেন ঈশান কিষাণ Logo শহীদ হাদির স্মরণে জার্সি উৎসর্গ করবে রাজশাহী Logo ত্রয়োদশ সংসদ নির্বাচন: আপিল সংক্রান্ত সময়সূচিতে পরিবর্তন আনল ইসি Logo দুর্নীতির দ্বিতীয় মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের সাজা Logo জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত Logo ময়মনসিংহে যুবক হত্যাকাণ্ড ও মরদেহে আগুন দেয়ার চেষ্টা: র‍্যাবের হাতে ৭ জন Logo শহিদ ওসমান হাদির জানাজায় মানুষের ঢল, মানিক মিয়া অ্যাভিনিউতে জনসমুদ্র Logo মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের স্রোত, পূর্ণ জনসমাবেশ Logo মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পৌঁছেছে হাদির Logo ঢাকায় ১৫ দিনের সফর শেষে লন্ডনে ফিরলেন ডা. জুবাইদা রহমান

সবুজ ও টেকসই বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাইকে একসঙ্গে একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

রোববার (৫ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি এই আহ্বান জানান। পোস্টটি প্রকাশ করা হয় ‘বিশ্ব বসতি দিবস’ উপলক্ষে—যা প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার উদ্‌যাপন করা হয়। দিবসটির লক্ষ্য হচ্ছে সকল মানুষের জন্য নিরাপদ ও মানসম্মত বাসস্থানের নিশ্চয়তা এবং দ্রুত নগরায়ণের প্রভাব সম্পর্কে বিশ্বকে সচেতন করা।

তারেক রহমান তাঁর পোস্টে লেখেন, “বাসস্থান একটি মৌলিক মানবাধিকার। প্রত্যেক মানুষেরই এমন একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সুরক্ষিত আশ্রয়ের অধিকার রয়েছে। আমাদের গ্রাম, শহর, নদী ও বন—সবকিছুই একই আবাসস্থল, যা মিলেই আমাদের ভবিষ্যৎ গড়ে তোলে। টেকসই উন্নয়ন ছাড়া শক্তিশালী আবাসনব্যবস্থা বা সমৃদ্ধ জাতি গড়ে তোলা সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “বর্তমানের বিশৃঙ্খল নগর সম্প্রসারণ ও জলবায়ু ঝুঁকির মতো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজন সাহসী ও তাৎক্ষণিক পদক্ষেপ।”

এই প্রেক্ষাপটে তারেক রহমান বিএনপির ৩১ দফা পরিকল্পনাকে সমাধানের পথনির্দেশক হিসেবে উল্লেখ করেন। তিনি বিশেষভাবে দফা ২৯ (জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষা) এবং দফা ৩১ (পরিকল্পিত ও সুষম নগরায়ন ও বিকেন্দ্রীকরণ) বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন।

তারেক রহমানের বক্তব্য অনুযায়ী, বিএনপি সরকার ক্ষমতায় এলে ঢাকাকেন্দ্রিক উন্নয়ন কাঠামো পরিবর্তন করে সারা দেশে আধুনিক ও পরিকল্পিত শহর গড়ে তুলবে, যাতে প্রতিটি অঞ্চল সমভাবে উন্নত হয়। তিনি জানান, দলটি একটি জাতীয় সবুজায়ন কর্মসূচি হাতে নেবে—যার আওতায় ২৫ কোটি গাছ রোপণ, নদী পুনরুদ্ধার, বর্জ্য ব্যবস্থাপনা, কৃষি আধুনিকীকরণ, নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ এবং ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।

শেষে তিনি বলেন, “বিএনপি সরকার আমাদের আবাসন ও ভবিষ্যৎ রক্ষা করবে। আসুন, একসাথে একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ে তুলি।”

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২০:৫১ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
১১০ বার পড়া হয়েছে

সবুজ ও টেকসই বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের

আপডেট সময় ১১:২০:৫১ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাইকে একসঙ্গে একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

রোববার (৫ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি এই আহ্বান জানান। পোস্টটি প্রকাশ করা হয় ‘বিশ্ব বসতি দিবস’ উপলক্ষে—যা প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার উদ্‌যাপন করা হয়। দিবসটির লক্ষ্য হচ্ছে সকল মানুষের জন্য নিরাপদ ও মানসম্মত বাসস্থানের নিশ্চয়তা এবং দ্রুত নগরায়ণের প্রভাব সম্পর্কে বিশ্বকে সচেতন করা।

তারেক রহমান তাঁর পোস্টে লেখেন, “বাসস্থান একটি মৌলিক মানবাধিকার। প্রত্যেক মানুষেরই এমন একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সুরক্ষিত আশ্রয়ের অধিকার রয়েছে। আমাদের গ্রাম, শহর, নদী ও বন—সবকিছুই একই আবাসস্থল, যা মিলেই আমাদের ভবিষ্যৎ গড়ে তোলে। টেকসই উন্নয়ন ছাড়া শক্তিশালী আবাসনব্যবস্থা বা সমৃদ্ধ জাতি গড়ে তোলা সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “বর্তমানের বিশৃঙ্খল নগর সম্প্রসারণ ও জলবায়ু ঝুঁকির মতো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজন সাহসী ও তাৎক্ষণিক পদক্ষেপ।”

এই প্রেক্ষাপটে তারেক রহমান বিএনপির ৩১ দফা পরিকল্পনাকে সমাধানের পথনির্দেশক হিসেবে উল্লেখ করেন। তিনি বিশেষভাবে দফা ২৯ (জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষা) এবং দফা ৩১ (পরিকল্পিত ও সুষম নগরায়ন ও বিকেন্দ্রীকরণ) বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন।

তারেক রহমানের বক্তব্য অনুযায়ী, বিএনপি সরকার ক্ষমতায় এলে ঢাকাকেন্দ্রিক উন্নয়ন কাঠামো পরিবর্তন করে সারা দেশে আধুনিক ও পরিকল্পিত শহর গড়ে তুলবে, যাতে প্রতিটি অঞ্চল সমভাবে উন্নত হয়। তিনি জানান, দলটি একটি জাতীয় সবুজায়ন কর্মসূচি হাতে নেবে—যার আওতায় ২৫ কোটি গাছ রোপণ, নদী পুনরুদ্ধার, বর্জ্য ব্যবস্থাপনা, কৃষি আধুনিকীকরণ, নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ এবং ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।

শেষে তিনি বলেন, “বিএনপি সরকার আমাদের আবাসন ও ভবিষ্যৎ রক্ষা করবে। আসুন, একসাথে একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ে তুলি।”