ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ওয়েস্ট ইন্ডিজকে তিন দিনে হারিয়ে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড Logo সাজিদের জানাজায় মানুষের ঢল, দাফন সম্পন্ন Logo ঢাকা-৮ আসনের প্রার্থী ওসমান হাদী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে Logo ঢাকা–১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ Logo ত্রয়োদশ জাতীয় নির্বাচন: আজ থেকে মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট, আচরণবিধি তদারকিতে কঠোর নজরদারি Logo আজ ১২ ডিসেম্বরের বিভিন্ন মুদ্রার বিপরীতে টাকার হালনাগাদ বিনিময় হার Logo তানোরে নলকূপের গর্তে পড়া শিশু আমাদের মাঝে আর নেই Logo নির্বাচনী তফসিল ঘোষণা: ভোটকে ‘অমানত’ উল্লেখ করে সিইসির শান্তিপূর্ণ অংশগ্রহণের আহ্বান Logo তফসিল ঘোষণা নাগরিককে আশ্বস্ত করেছে, ভোটাধিকার নিশ্চিত হবে বলে আশা বিএনপি মহাসচিবের Logo নতুন রূপে আসছে ফেলুদা, এবার প্রধান চরিত্রে টোটা রায় চৌধুরী

সাজিদের জানাজায় মানুষের ঢল, দাফন সম্পন্ন

নিজস্ব সংবাদ :

রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে প্রাণ হারানো শিশু সাজিদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে কোয়েলহাট গ্রামে তার জানাজায় অংশ নিতে ভিড় জমে চারপাশের মানুষজন। সকাল থেকেই মাঠজুড়ে মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। গ্রামের শিক্ষার্থী থেকে শুরু করে বয়স্করা—সবার চোখে ছিল অশ্রু। সবাই সাজিদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।

জানাজার পর বাড়ির পাশের কবরস্থানে দাফন করা হয় সাজিদকে।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে বাড়ির সামনের মাঠে মায়ের সঙ্গে হাঁটার সময় খড় দিয়ে ঢেকে রাখা একটি অরক্ষিত গভীর নলকূপের গর্তে পড়ে যায় সাজিদ। দীর্ঘ ৩২ ঘণ্টার চেষ্টার পর বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে তাকে উদ্ধার করা হলেও তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা জানান, জমিটি খড় দিয়ে ঢাকা থাকায় গর্তটি চোখে পড়েনি। হাঁটার সময় হঠাৎ নিচে পড়ে যায় সাজিদ। মায়ের চিৎকারে আশপাশের লোকজন দৌড়ে এসে খড় সরিয়ে খোলা গর্তটি দেখতে পান।

স্থানীয়দের অভিযোগ, গত বছর একজন ব্যক্তি গভীর নলকূপ খননের চেষ্টা করেন। প্রায় ১২০ ফুট পর্যন্ত খননের পরও পানি না মেলায় পাইপটি খোলা অবস্থায় ফেলে রাখা হয়। সঠিকভাবে ঢেকে না রাখায় এবং কোনো সতর্কতামূলক ব্যবস্থা না থাকায় এ দুর্ঘটনা ঘটে বলে তারা দাবি করেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৩২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
১৬ বার পড়া হয়েছে

সাজিদের জানাজায় মানুষের ঢল, দাফন সম্পন্ন

আপডেট সময় ০৪:৩২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে প্রাণ হারানো শিশু সাজিদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে কোয়েলহাট গ্রামে তার জানাজায় অংশ নিতে ভিড় জমে চারপাশের মানুষজন। সকাল থেকেই মাঠজুড়ে মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। গ্রামের শিক্ষার্থী থেকে শুরু করে বয়স্করা—সবার চোখে ছিল অশ্রু। সবাই সাজিদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।

জানাজার পর বাড়ির পাশের কবরস্থানে দাফন করা হয় সাজিদকে।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে বাড়ির সামনের মাঠে মায়ের সঙ্গে হাঁটার সময় খড় দিয়ে ঢেকে রাখা একটি অরক্ষিত গভীর নলকূপের গর্তে পড়ে যায় সাজিদ। দীর্ঘ ৩২ ঘণ্টার চেষ্টার পর বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে তাকে উদ্ধার করা হলেও তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা জানান, জমিটি খড় দিয়ে ঢাকা থাকায় গর্তটি চোখে পড়েনি। হাঁটার সময় হঠাৎ নিচে পড়ে যায় সাজিদ। মায়ের চিৎকারে আশপাশের লোকজন দৌড়ে এসে খড় সরিয়ে খোলা গর্তটি দেখতে পান।

স্থানীয়দের অভিযোগ, গত বছর একজন ব্যক্তি গভীর নলকূপ খননের চেষ্টা করেন। প্রায় ১২০ ফুট পর্যন্ত খননের পরও পানি না মেলায় পাইপটি খোলা অবস্থায় ফেলে রাখা হয়। সঠিকভাবে ঢেকে না রাখায় এবং কোনো সতর্কতামূলক ব্যবস্থা না থাকায় এ দুর্ঘটনা ঘটে বলে তারা দাবি করেন।