ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পূর্বাচল প্লট কেলেঙ্কারিতে শেখ হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজিরের নির্দেশ, গেজেট প্রকাশ Logo ইরানে বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে রেভল্যুশনারি গার্ডের ২ সদস্য নিহত Logo গাজা যুদ্ধবিরতি নিয়ে দোহায় শুরু হচ্ছে নতুন দফার আলোচনা Logo যশোরে বাসের ধাক্কায় পথচারী ও ভ্যানযাত্রীর মৃত্যু, চালক আটক Logo সীমান্ত রক্ষায় প্রয়োজনে লং মার্চ হবে: চাঁপাইনবাবগঞ্জে হুঁশিয়ারি নাহিদের Logo যুদ্ধে ৫টি সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির তথ্য গোপন করেছিলো ইসরায়েল: টেলিগ্রাফ Logo নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিলেন ইলন মাস্ক Logo আজ পবিত্র আশুরা Logo ইমন ও হৃদয়ের ফিফটির পর ২৪৮ রানে থেমে গেল বাংলাদেশ Logo দেশে করোনা ভাইরাসে আরও ১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬

সাভারে হত্যার লাশ পোড়ানো/ ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষায় কবর থেকে তোলা হলো ৪ মরদেহ

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

সাভারে হত্যার লাশ পোড়ানো/ ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষায় কবর থেকে তোলা হলো ৪ মরদেহ।

জুলাই গণঅভুত্থানে সাভারের আশুলিয়ায় গুলি করে হত্যার পর পুলিশ ভ্যানে থাকা অবস্থায় পুড়িয়ে ফেলা চার মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত ও পরিচয় নিশ্চিতের জন্য ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেয়া হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তারের নেতৃত্বে আশুলিয়া থানা পুলিশ কবর থেকে এসব মরদেহ উত্তোলন করা হয়।  মরদেহগুলো পরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। পরিচয় শনাক্ত ও মামলার তদন্তের স্বার্থে সাত মাস পর কবর থেকে তোলা হলো এ চারজনের মরদেহ বলে জানা গেছে।


জাহিদুল ইসলামের (২৮) মরদেহ আশুলিয়ার চাড়ালপাড়া এলাকার কবরস্থান থেকে ,আশুলিয়ার ভাদাইল এলাকার পবনারটেক কবরস্থান থেকে আশরাফুল ইসলাম (৩০) এবং বগাবাড়ির আমবাগান এলাকার কবরস্থান থেকে দুটি লাশ তোলা হয়। এর মধ্যে একটি মরদেহ আবুল হোসেনের (৩৩) বলে দাবি করেছেন তার স্ত্রী লাকী আক্তার। 


জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানে সাভারে পুলিশের গুলিতে শহীদ হন ছয়জন। তাদের মরদেহ পুড়িয়ে ফেলার অভিযোগ ওঠে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। দাফনের পর ছয়জনের মধ্যে চারজনের পরিচয় শনাক্তে আদালতে আবেদন করেন স্থানীয়রা। আদালতের নির্দেশে শনিবার কবর থেকে তোলা হয় চারজনের মরদেহ। এ সময় সেখানে ভিড় করেন স্বজন ও এলাকাবাসী। কান্নায় ভেঙে পড়েন তারা। দাবি করেন, দোষীদের সর্বোচ্চ শাস্তি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিক বলেন, ‘গত বছরের ৫ আগস্ট আশুলিয়া এলাকায় হত্যাকাণ্ডের ঘটনায় আশুলিয়া থানায় কিছু হত্যা মামলা হয়। ওই সময় নিহতের মরদেহ ময়নাতদন্ত ও সুরতহাল ছাড়াই দাফন করা হয়েছে। আদালতের নির্দেশে মরদেহ তোলার পর লাশের সুরতহাল প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।’
 

আশুলিয়া সার্কেলের  সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার বলেন, ‘আদালতের নির্দেশে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে কবর থেকে চারজনের মরদেহ উত্তোলন করা হয়েছে। এর মধ্যে দুটি কবর নিহতের পরিবারের সদস্যরা শনাক্ত করেছেন। অজ্ঞাত হিসেবে তোলা দুটি মরদেহের একটি এক নারী তার স্বামীর বলে দাবি করছেন। বিষয়টি নিশ্চিত হতে ওই কবরস্থান থেকে দুটি মরদেহ তোলা হয়েছে। ডিএনএ টেস্ট শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান সাদিয়া আক্তার।’

উল্লেখ্য, গত ৫ অক্টোবর ৩২ জনের নাম উল্লেখসহ আওয়ামী লীগ ও এর নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট এবং অঙ্গসংগঠনের ৩০০-৪০০ নেতা-কর্মীকে আসামি করে মামলা করা হয়। ওই মামলার আসামিদের মধ্যে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সাবেক সংসদ সদস্য মো. সাইফুল ইসলামসহ, গাজীপুর, ঢাকার কাফরুল ও আশুলিয়ার আওয়ামী লীগ ও দলটির বিভিন্ন সংগঠনের নেতারা রয়েছেন।

গত ৪ ও ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আশুলিয়ায় পুলিশ ও ছাত্রলীগের গুলিতে নিহত হয়েছেন অন্তত ১৬ জন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন শতাধিক।
 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৪৪:০৭ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
৭১ বার পড়া হয়েছে

সাভারে হত্যার লাশ পোড়ানো/ ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষায় কবর থেকে তোলা হলো ৪ মরদেহ

আপডেট সময় ১০:৪৪:০৭ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫

সাভারে হত্যার লাশ পোড়ানো/ ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষায় কবর থেকে তোলা হলো ৪ মরদেহ।

জুলাই গণঅভুত্থানে সাভারের আশুলিয়ায় গুলি করে হত্যার পর পুলিশ ভ্যানে থাকা অবস্থায় পুড়িয়ে ফেলা চার মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত ও পরিচয় নিশ্চিতের জন্য ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেয়া হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তারের নেতৃত্বে আশুলিয়া থানা পুলিশ কবর থেকে এসব মরদেহ উত্তোলন করা হয়।  মরদেহগুলো পরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। পরিচয় শনাক্ত ও মামলার তদন্তের স্বার্থে সাত মাস পর কবর থেকে তোলা হলো এ চারজনের মরদেহ বলে জানা গেছে।


জাহিদুল ইসলামের (২৮) মরদেহ আশুলিয়ার চাড়ালপাড়া এলাকার কবরস্থান থেকে ,আশুলিয়ার ভাদাইল এলাকার পবনারটেক কবরস্থান থেকে আশরাফুল ইসলাম (৩০) এবং বগাবাড়ির আমবাগান এলাকার কবরস্থান থেকে দুটি লাশ তোলা হয়। এর মধ্যে একটি মরদেহ আবুল হোসেনের (৩৩) বলে দাবি করেছেন তার স্ত্রী লাকী আক্তার। 


জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানে সাভারে পুলিশের গুলিতে শহীদ হন ছয়জন। তাদের মরদেহ পুড়িয়ে ফেলার অভিযোগ ওঠে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। দাফনের পর ছয়জনের মধ্যে চারজনের পরিচয় শনাক্তে আদালতে আবেদন করেন স্থানীয়রা। আদালতের নির্দেশে শনিবার কবর থেকে তোলা হয় চারজনের মরদেহ। এ সময় সেখানে ভিড় করেন স্বজন ও এলাকাবাসী। কান্নায় ভেঙে পড়েন তারা। দাবি করেন, দোষীদের সর্বোচ্চ শাস্তি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিক বলেন, ‘গত বছরের ৫ আগস্ট আশুলিয়া এলাকায় হত্যাকাণ্ডের ঘটনায় আশুলিয়া থানায় কিছু হত্যা মামলা হয়। ওই সময় নিহতের মরদেহ ময়নাতদন্ত ও সুরতহাল ছাড়াই দাফন করা হয়েছে। আদালতের নির্দেশে মরদেহ তোলার পর লাশের সুরতহাল প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।’
 

আশুলিয়া সার্কেলের  সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার বলেন, ‘আদালতের নির্দেশে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে কবর থেকে চারজনের মরদেহ উত্তোলন করা হয়েছে। এর মধ্যে দুটি কবর নিহতের পরিবারের সদস্যরা শনাক্ত করেছেন। অজ্ঞাত হিসেবে তোলা দুটি মরদেহের একটি এক নারী তার স্বামীর বলে দাবি করছেন। বিষয়টি নিশ্চিত হতে ওই কবরস্থান থেকে দুটি মরদেহ তোলা হয়েছে। ডিএনএ টেস্ট শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান সাদিয়া আক্তার।’

উল্লেখ্য, গত ৫ অক্টোবর ৩২ জনের নাম উল্লেখসহ আওয়ামী লীগ ও এর নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট এবং অঙ্গসংগঠনের ৩০০-৪০০ নেতা-কর্মীকে আসামি করে মামলা করা হয়। ওই মামলার আসামিদের মধ্যে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সাবেক সংসদ সদস্য মো. সাইফুল ইসলামসহ, গাজীপুর, ঢাকার কাফরুল ও আশুলিয়ার আওয়ামী লীগ ও দলটির বিভিন্ন সংগঠনের নেতারা রয়েছেন।

গত ৪ ও ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আশুলিয়ায় পুলিশ ও ছাত্রলীগের গুলিতে নিহত হয়েছেন অন্তত ১৬ জন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন শতাধিক।