ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইসরায়েলে বৃহত্তম বিক্ষোভ: গাজায় বন্দিদের মুক্তিতে ট্রাম্পের হস্তক্ষেপ চাইলেন স্বজনেরা Logo পঞ্চগড়ে সেনাবাহিনীর অভিযানে ১২ জন আটক, জুয়া সরঞ্জাম ও নগদ টাকাসহ মোবাইল জব্দ Logo ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের মন্তব্যে ঝাঁপিয়ে পড়লেন বিশ্লেষকরা—পুতিনের সুরই কি শোনা যাচ্ছে? Logo ডিবির সাবেক প্রধান হারুনসহ ১৮ পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত Logo মৎস্য খাতে উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার Logo ইসরায়েলের জন্য নতুন সাবমেরিন রপ্তানিতে সম্মতি দিল জার্মানি Logo বিটকয়েনের মূল্য নতুন উচ্চতায়, ইথেরিয়াম-বাইন্যান্সেও উল্লম্ফন Logo সিলেটে অভিযানে ৫২ হাজার ঘনফুট পাথর উদ্ধার Logo সিলেটের সাদা পাথর লুট: তদন্ত ও ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট আবেদন Logo যুক্তরাষ্ট্র থেকে ৯৩৫ কোটি টাকায় দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কিনছে সরকার

সিরিয়ার বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় তুরস্ক

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

সিরিয়ার বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় তুরস্ক।

সিরিয়ার বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। রোববার (২২ ডিসেম্বর) দামেস্কে সিরিয়ার নতুন নেতা আহমেদ আল শারার সঙ্গে বৈঠক শেষে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, রোববার রাজধানী দামেস্কে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে স্বাগত জানান সিরিয়ার ডি ফ্যাক্টো নেতা আহমেদ আল শারা। দুই নেতা নানা ইস্যুতে বৈঠকও করেন।

পরে, সংবাদ সম্মেলনে আহমেদ আল শারা ওরফে আবু মোহাম্মদ জোলানি দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ঘোষণা করেন। একইসঙ্গে কুর্দী বিদ্রোহীদের কাছে থাকা অস্ত্রসহ সিরিয়ার সব অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে বলে জানান তিনি।
 
দেশটিতে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা হবে উল্লেখ করে শারা আরও বলেন, আগামীতে সেনাবাহিনীতে যোগ দেবে বিদ্রোহী যোদ্ধারা।
 
 
সংবাদ সম্মেলনে সিরিয়ার ওপর থাকা সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তুর্কী পররাষ্ট্রমন্ত্রী। সিরিয়াকে পুনর্গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। এসময় কুর্দী বিদ্রোহীদের সতর্ক করে বলেন, আগামীর সিরিয়ায় ঠাঁই হবে না গোষ্ঠীটির।
 
এরমধ্যেই, সিরিয়ায় গেল ১৪ বছরে আসাদ সরকারের শাসনামলে হওয়া অপরাধের তদন্তে দেশটির নতুন প্রশাসনের সঙ্গে কাজ করছে জাতিসংঘের একটি প্রতিনিধি দল। তারা কারাগার, গণকবর পরিদর্শনসহ বিভিন্ন তথ্য উপাত্ত খতিয়ে দেখবে।
 
এর আগে গত ২০ ডিসেম্বর আবু মুহাম্মদ আল-জোলানির সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিনিধি দল। দুপক্ষের বৈঠকে সিরিয়ার রাজনৈতিক পটপরিবর্তন নিয়ে আলোচনা হয়।
 
 
বৈঠকের পর  মার্কিন পররাষ্ট্র দফতরের শীর্ষ কর্মকর্তা বার্বারা লিফ এক বিবৃতিতে বলেন, তাহরির আল শামের প্রধান আহমেদ আল শারার সঙ্গে তাদের আলোচনা ভালো হয়েছে।
 
দেশটির কোন গোষ্ঠী যেন সিরিয়া ও বহির্বিশ্বের জন্য হুমকি না হয়ে উঠতে পারে এ বিষয়ে জোর দেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। এছাড়া আল শারার মাথার ওপর ১ কোটি ডলারের যে পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র সেটি তুলে নেয়া হয়েছে বলেও জানান বার্বারা। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৩৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
৭৬ বার পড়া হয়েছে

সিরিয়ার বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় তুরস্ক

আপডেট সময় ১১:৩৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

সিরিয়ার বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় তুরস্ক।

সিরিয়ার বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। রোববার (২২ ডিসেম্বর) দামেস্কে সিরিয়ার নতুন নেতা আহমেদ আল শারার সঙ্গে বৈঠক শেষে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, রোববার রাজধানী দামেস্কে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে স্বাগত জানান সিরিয়ার ডি ফ্যাক্টো নেতা আহমেদ আল শারা। দুই নেতা নানা ইস্যুতে বৈঠকও করেন।

পরে, সংবাদ সম্মেলনে আহমেদ আল শারা ওরফে আবু মোহাম্মদ জোলানি দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ঘোষণা করেন। একইসঙ্গে কুর্দী বিদ্রোহীদের কাছে থাকা অস্ত্রসহ সিরিয়ার সব অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে বলে জানান তিনি।
 
দেশটিতে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা হবে উল্লেখ করে শারা আরও বলেন, আগামীতে সেনাবাহিনীতে যোগ দেবে বিদ্রোহী যোদ্ধারা।
 
 
সংবাদ সম্মেলনে সিরিয়ার ওপর থাকা সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তুর্কী পররাষ্ট্রমন্ত্রী। সিরিয়াকে পুনর্গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। এসময় কুর্দী বিদ্রোহীদের সতর্ক করে বলেন, আগামীর সিরিয়ায় ঠাঁই হবে না গোষ্ঠীটির।
 
এরমধ্যেই, সিরিয়ায় গেল ১৪ বছরে আসাদ সরকারের শাসনামলে হওয়া অপরাধের তদন্তে দেশটির নতুন প্রশাসনের সঙ্গে কাজ করছে জাতিসংঘের একটি প্রতিনিধি দল। তারা কারাগার, গণকবর পরিদর্শনসহ বিভিন্ন তথ্য উপাত্ত খতিয়ে দেখবে।
 
এর আগে গত ২০ ডিসেম্বর আবু মুহাম্মদ আল-জোলানির সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিনিধি দল। দুপক্ষের বৈঠকে সিরিয়ার রাজনৈতিক পটপরিবর্তন নিয়ে আলোচনা হয়।
 
 
বৈঠকের পর  মার্কিন পররাষ্ট্র দফতরের শীর্ষ কর্মকর্তা বার্বারা লিফ এক বিবৃতিতে বলেন, তাহরির আল শামের প্রধান আহমেদ আল শারার সঙ্গে তাদের আলোচনা ভালো হয়েছে।
 
দেশটির কোন গোষ্ঠী যেন সিরিয়া ও বহির্বিশ্বের জন্য হুমকি না হয়ে উঠতে পারে এ বিষয়ে জোর দেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। এছাড়া আল শারার মাথার ওপর ১ কোটি ডলারের যে পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র সেটি তুলে নেয়া হয়েছে বলেও জানান বার্বারা।