ব্রেকিং নিউজ :
সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল অন্তত ৭৮ জনের
আফ্রিকার সংঘাতপীড়িত দেশ সুদানের দারফুর অঞ্চলের এল-ফাশের শহরে একটি মসজিদে ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ৭৮ জন নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ফজরের নামাজের সময়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হামলার সময় বেশিরভাগ মানুষ ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া গুরুতর আহত অবস্থায় অন্তত ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও সেখানে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ হামলার জন্য দায়ী হিসেবে সন্দেহের তীর গেছে সুদানের আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স (RSF)-এর দিকে। তবে এখন পর্যন্ত তারা এ হামলার দায় স্বীকার করেনি।
উল্লেখ্য, দারফুরে দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে সুদানের নিয়মিত সেনাবাহিনী ও RSF-এর মধ্যে সংঘাত চলছে। এল-ফাশের শহরটি এই অঞ্চলে সেনাবাহিনীর সর্বশেষ শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত, যার নিয়ন্ত্রণ নেয়ার জন্য চলছে তীব্র লড়াই।