ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঠদান শুরু ৩ নভেম্বর
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঠদান শুরু ৩ নভেম্বর।
প্রতিষ্ঠার পর আগামী ৩ নভেম্বর সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রথমবারের মতো পাঠদান শুরু হচ্ছে। ১২৮ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করছে হাওর–অধ্যুষিত সুনামগঞ্জের বিশ্ববিদ্যালয়টি। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস না হওয়ায় অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষার্থীদের পাঠদান শুরু হবে। এ জন্য সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা সদরে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের উত্তর পাশে থাকা টেক্সটাইল ইনস্টিটিউটের একটি ভবনে পাঠদানের প্রস্তুতি নেওয়া হয়েছে। নতুন এ বিশ্ববিদ্যালয়ে প্রথম পাঠদান শুরুর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আবু নঈম শেখ প্রথম আলোকে বলেন, ‘এটি সুনামগঞ্জের শিক্ষার ক্ষেত্রে বড় একটি মাইলফলক হয়ে থাকবে। আর আমার শিক্ষকতা জীবনের এটি একটি বড় অর্জন বলে
মনে করি।’
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, চারটি বিষয় নিয়ে যাত্রা শুরু করছে বিশ্ববিদ্যালয়টি। চারটি বিষয়ে ১৬০ শিক্ষার্থীর ভর্তির অনুমতি থাকলেও ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এখন পর্যন্ত ১২৮ জন ভর্তি হয়েছেন, তবে শিক্ষার্থীসংখ্যা আরও কমবেশি হতে পারে। কিছু শিক্ষার্থী অন্য স্থানে চলে যাবেন, আবার কিছু শিক্ষার্থী আসবেনও। ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩৮ জন, রসায়ন বিভাগে ৩০, পদার্থবিদ্যা বিভাগে ৩০ ও গণিত বিভাগে ৩০ জন আছেন।
শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় ৭ ও প্রতিবন্ধী কোটায় ১ জন ভর্তি হয়েছেন। তবে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে সুনামগঞ্জের শিক্ষার্থী আছেন ৫ জন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্টারসহ শিক্ষক আছেন ১৭ জন। কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ৪৩। এখন প্রশাসনিক কার্যক্রম চলছে শান্তিগঞ্জ উপজেলা সদরের একটি ভাড়া করা ভবনে।
উপাচার্য মো. আবু নঈম শেখ বলেন, ‘কলেজ হচ্ছে জ্ঞান বিতরণের স্থান। আর বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান আহরণ, তৈরি ও গবেষণার জায়গা। দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীরা এখানে আসবেন। এই অঞ্চলের মানুষের সঙ্গে মিশবেন। সাংস্কৃতিক নানা বিষয় আদান-প্রদান হবে। এটি শিক্ষার ক্ষেত্রে সুনামগঞ্জকে আরও এগিয়ে নেবে।’
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল ২০১৯ সালের ৩০ ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন হয়। ২০২০ সালের ১৮ নভেম্বর জাতীয় সংসদে ‘সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ আইন পাস হয়। ২০২২ সালের ১৪ জুন উপাচার্য হিসেবে নিয়োগ পান গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক মো. আবু নঈম শেখ। এরপর শান্তিগঞ্জে একটি ভাড়ার করা ভবনে তাঁর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়।
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live সুনামগঞ্জ সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়