ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সালিশি কাউন্সিলের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়েতে নিষেধাজ্ঞা বহাল রাখল হাইকোর্ট Logo নবাবগঞ্জ পার্ক এলাকায় দরিদ্রদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ Logo স্ক্যালোনি মেসির সঙ্গে ব্যক্তিগত বৈঠকে আলোচনা প্রকাশ করেছেন Logo নোবেল পুরস্কার নিয়ে স্পষ্ট অবস্থান নোবেল ইনস্টিটিউটের, বাতিল বা ভাগাভাগির সুযোগ নেই Logo রাজধানীতে স্কুলছাত্রী হত্যাকাণ্ড: পরিবারের পক্ষ থেকে মামলা Logo হিজাব পরা নারী প্রধানমন্ত্রী প্রসঙ্গে তর্কে জড়ালেন ওয়াইসি ও হিমন্ত Logo সীমান্তে মিয়ানমার থেকে আসা গুলিতে প্রাণ গেল বাংলাদেশি শিশুর Logo জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন: আজ প্রসিকিউশনের শুনানি Logo ঢাকা ও আশপাশে দিনের তাপমাত্রা সামান্য কমার আভাস Logo আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২২ ক্যারেট সোনা ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা

স্কুল থেকে বাড়ি ফেরা হলো না শিশু আন্নার

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

স্কুল থেকে বাড়ি ফেরা হলো না শিশু আন্নার।

পাবনার ভাঙ্গুড়ায় তেলবাহী লরির ধাক্কায় আন্না খাতুন (৬) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ছামিয়া খাতুন (৬) নামে অপর এক শিশু।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


নিহত শিশু আন্না খাতুন ভাঙ্গুড়া উপজেলার মল্লিকচক গ্রামের আমিনুল ইসলামের মেয়ে। গুরুতর আহত ছামিয়া খাতুন একই গ্রামের শরিফুল ইসলামের মেয়ে। তারা রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে স্কুল ছুটি হলে দুই শিশু চাটমোহর-বাঘাবাড়ি আঞ্চলিক মহাসড়ক পার হচ্ছিল। এ সময় চাটমোহর থেকে বাঘাবাড়িগামী যমুনা ওয়েলের তেলবাহী একটি লরি তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় আন্না খাতুনের। এ সময় গুরুতর আহতাবস্থায় ছামিয়া খাতুনকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এরইমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা। এ ঘটনায় আইনি ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন আছে।
 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:১৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
১৪৩ বার পড়া হয়েছে

স্কুল থেকে বাড়ি ফেরা হলো না শিশু আন্নার

আপডেট সময় ০৫:১৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

স্কুল থেকে বাড়ি ফেরা হলো না শিশু আন্নার।

পাবনার ভাঙ্গুড়ায় তেলবাহী লরির ধাক্কায় আন্না খাতুন (৬) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ছামিয়া খাতুন (৬) নামে অপর এক শিশু।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


নিহত শিশু আন্না খাতুন ভাঙ্গুড়া উপজেলার মল্লিকচক গ্রামের আমিনুল ইসলামের মেয়ে। গুরুতর আহত ছামিয়া খাতুন একই গ্রামের শরিফুল ইসলামের মেয়ে। তারা রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে স্কুল ছুটি হলে দুই শিশু চাটমোহর-বাঘাবাড়ি আঞ্চলিক মহাসড়ক পার হচ্ছিল। এ সময় চাটমোহর থেকে বাঘাবাড়িগামী যমুনা ওয়েলের তেলবাহী একটি লরি তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় আন্না খাতুনের। এ সময় গুরুতর আহতাবস্থায় ছামিয়া খাতুনকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এরইমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা। এ ঘটনায় আইনি ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন আছে।