ব্রেকিং নিউজ :
স্বামীর হাত ধরে পূর্ণিমা বললেন—‘আমরা একসঙ্গেই আছি’
জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা ও তার দ্বিতীয় স্বামী রবিনের বিচ্ছেদের গুজব ছড়িয়ে পড়লেও সেটি পুরোপুরি ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে।
বুধবার বিকেলে ফেসবুকে স্বামীর হাত ধরে একটি ছবি পোস্ট করেন পূর্ণিমা। ছবিটি দেখে বোঝা যায়—তারা এখনো সুখে দাম্পত্য জীবন কাটাচ্ছেন।
পূর্ণিমা ২০২২ সালে বহুজাতিক প্রতিষ্ঠানের কর্মকর্তা আশফাকুর রহমান রবিনকে বিয়ে করেন। এর আগে তিনি আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেছিলেন, যার সঙ্গে তার বিচ্ছেদ ঘটে ২০১৯ সালের দিকে।
সম্প্রতি নিজের এক পোস্টে তিনি লিখেছিলেন, “মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারানোর চেয়ে নিঃসঙ্গতা অনেক শান্ত।” তবে নতুন ছবিতে তিনি জানিয়ে দিলেন—সব গুজবই মিথ্যা।
















