ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :

হত্যার নিশানা থেকে বাঁচতে সালমানকে ‘বিশেষ উপদেশ’ বিজেপি নেতার

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

গ্যাংস্টার বিষ্ণোইদের হত্যার নিশানায় খুন হচ্ছেন একের পর এক জনপ্রিয় মুখ। সবশেষ এ গ্যাংস্টারদের নিশানায় প্রাণ হারান ভারতের মহারাষ্ট্র রাজ্যের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকি। বিষয়টিকে গুরুত্ব দিয়ে এবার বলিউড মেগাস্টার সালমান খানকে ‘বিশেষ উপদেশ’ দিয়েছেন বিজেপি রাজ্যসভার সংসদ সদস্য হরনাথ সিং যাদব।

 

শনিবার (১২ অক্টোবর) রাতে আততায়ীর গুলিতে নিহত হন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এসসিপি) নেতা এবং তিনবারের বিধায়ক বাবা সিদ্দিকি। এই হত্যার দায় স্বীকার করেছেন মুম্বাইয়ের লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। নিরাপত্তা জোরদার করা হয় সালমানের বাড়ি ও তার আশপাশ এলাকায়।

 

গুঞ্জন উঠেছে, সিদ্দিকির পর বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় রয়েছেন কমেডিয়ান তারকা ‘বিগ বস’ জয়ী মুনওয়ার ফারুকি। লাগাতার হত্যার হুমকি পাওয়া সালমান খানও রয়েছেন বিষ্ণোই গ্যাংয়ের নিশানায়।
 
 
তাই ভারতের বড় মেগাস্টার সালমানকে ট্যাগ করে এক্স হ্যান্ডেলে একটি স্ট্যাটাস দিয়েছেন বিজেপি নেতা হরনাথ সিং যাদব। ওই স্ট্যাটাসে সালমানকে ‘বিশেষ উপদেশ’ দেন তিনি।
 
এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘প্রিয় সালমান খান (ট্যাগ করে), যে কৃষ্ণসার হরিণকে বিষ্ণোই সমাজ দেবতা মনে করে পূজা করে, তার শিকার আপনি করেছেন এবং মাংস রান্না করে খেয়েছেন। এতে বিষ্ণোই সমাজের ভাবাবেগে আঘাত লেগেছে।’
 
  

বিজেপি নেতা হরনাথ সিং যাদব (বাঁয়ে) ও বলিউড অভিনেতা সালমান খান। ছবি: সংগৃহীত

 

বিজেপি নেতা হরনাথ সিং যাদব আরও লেখেন, ‘এ কারণে দীর্ঘ সময় ধরে আপনার ওপর আক্রোশ রয়েছে বিষ্ণোইদের। ভুল তো মানুষের হয়। আপনি বড় অভিনেতা, দেশের প্রচুর মানুষ আপনাকে সম্মান করেন। আমার পক্ষ থেকে আপনাকে সদুপদেশ, বিষ্ণোই সমাজের বিশ্বাসকে সম্মান দিয়ে এই বিশাল ভুলের জন্য আপনার ক্ষমা চেয়ে নেয়া উচিত।’
 
উল্লেখ্য, বিরল কৃষ্ণসার হরিণ হত্যা করায় সালমান খানকে দীর্ঘদিন ধরে লাগাতার হত্যার হুমকি দিয়ে চলেছে ভারতের লরেন্স বিষ্ণোই গ্যাংস্টার কমিটি। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, সালমান খানের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার জেরেই খুন হতে হয়েছে এনসিপি (অজিত) নেতা বাবা সিদ্দিকিকে। তাই এ মুহূর্তে কড়া নিরাপত্তায় রয়েছেন এ বলিউড অভিনেতা।
 
সূত্র: টাইমস অব ইন্ডিয়া 

বলিউড
সালমান খান

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:১০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
৩২ বার পড়া হয়েছে

হত্যার নিশানা থেকে বাঁচতে সালমানকে ‘বিশেষ উপদেশ’ বিজেপি নেতার

আপডেট সময় ০৫:১০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪

গ্যাংস্টার বিষ্ণোইদের হত্যার নিশানায় খুন হচ্ছেন একের পর এক জনপ্রিয় মুখ। সবশেষ এ গ্যাংস্টারদের নিশানায় প্রাণ হারান ভারতের মহারাষ্ট্র রাজ্যের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকি। বিষয়টিকে গুরুত্ব দিয়ে এবার বলিউড মেগাস্টার সালমান খানকে ‘বিশেষ উপদেশ’ দিয়েছেন বিজেপি রাজ্যসভার সংসদ সদস্য হরনাথ সিং যাদব।

 

শনিবার (১২ অক্টোবর) রাতে আততায়ীর গুলিতে নিহত হন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এসসিপি) নেতা এবং তিনবারের বিধায়ক বাবা সিদ্দিকি। এই হত্যার দায় স্বীকার করেছেন মুম্বাইয়ের লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। নিরাপত্তা জোরদার করা হয় সালমানের বাড়ি ও তার আশপাশ এলাকায়।

 

গুঞ্জন উঠেছে, সিদ্দিকির পর বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় রয়েছেন কমেডিয়ান তারকা ‘বিগ বস’ জয়ী মুনওয়ার ফারুকি। লাগাতার হত্যার হুমকি পাওয়া সালমান খানও রয়েছেন বিষ্ণোই গ্যাংয়ের নিশানায়।
 
 
তাই ভারতের বড় মেগাস্টার সালমানকে ট্যাগ করে এক্স হ্যান্ডেলে একটি স্ট্যাটাস দিয়েছেন বিজেপি নেতা হরনাথ সিং যাদব। ওই স্ট্যাটাসে সালমানকে ‘বিশেষ উপদেশ’ দেন তিনি।
 
এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘প্রিয় সালমান খান (ট্যাগ করে), যে কৃষ্ণসার হরিণকে বিষ্ণোই সমাজ দেবতা মনে করে পূজা করে, তার শিকার আপনি করেছেন এবং মাংস রান্না করে খেয়েছেন। এতে বিষ্ণোই সমাজের ভাবাবেগে আঘাত লেগেছে।’
 
  

বিজেপি নেতা হরনাথ সিং যাদব (বাঁয়ে) ও বলিউড অভিনেতা সালমান খান। ছবি: সংগৃহীত

 

বিজেপি নেতা হরনাথ সিং যাদব আরও লেখেন, ‘এ কারণে দীর্ঘ সময় ধরে আপনার ওপর আক্রোশ রয়েছে বিষ্ণোইদের। ভুল তো মানুষের হয়। আপনি বড় অভিনেতা, দেশের প্রচুর মানুষ আপনাকে সম্মান করেন। আমার পক্ষ থেকে আপনাকে সদুপদেশ, বিষ্ণোই সমাজের বিশ্বাসকে সম্মান দিয়ে এই বিশাল ভুলের জন্য আপনার ক্ষমা চেয়ে নেয়া উচিত।’
 
উল্লেখ্য, বিরল কৃষ্ণসার হরিণ হত্যা করায় সালমান খানকে দীর্ঘদিন ধরে লাগাতার হত্যার হুমকি দিয়ে চলেছে ভারতের লরেন্স বিষ্ণোই গ্যাংস্টার কমিটি। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, সালমান খানের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার জেরেই খুন হতে হয়েছে এনসিপি (অজিত) নেতা বাবা সিদ্দিকিকে। তাই এ মুহূর্তে কড়া নিরাপত্তায় রয়েছেন এ বলিউড অভিনেতা।
 
সূত্র: টাইমস অব ইন্ডিয়া 

বলিউড
সালমান খান