ব্রেকিং নিউজ :
১৯৪ বোতল ফেনসিডিলসহ র্যাবের জালে তারা
সিলেটের এয়ারপোর্ট থানা এলাকা থেকে ১৯৪ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করেছে র্যাব।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব -৯।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি আভিযানিক দল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে আটটার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানাধীন সিলেট ক্লাব এলাকায় অভিযান পরিচালনা করে ১৯৪ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করা হয়।
আটকরা হলেন, ময়মনসিংহয়ের গোবিন্দপুর উপজেলার আব্দুল হাকিমের ছেলে মো. রাসেল মিয়া ও সিলেটের গোয়াইনঘাট এলাকার মাহমুদ আলীর ছেলে মো. আসলাম উদ্দিন।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় র্যাব।