২২ বছর পর অস্ট্রেলিয়ায় সিরিজ জিতলো পাকিস্তান
২২ বছর পর অস্ট্রেলিয়ায় সিরিজ জিতলো পাকিস্তান।
পার্থে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়েছে পাকিস্তান। আগে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৪০ রানে গুটিয়ে যায় স্বাগতিক অজিরা। সহজ এই লক্ষ্য ২৬ দশমিক ৫ ওভারে দুই উইকেট হারিয়ে টপকে যায় মোহাম্মদ রিজওয়ানের দল। এতে ২-১ ব্যবধানে সিরিজ জয় নিজেদের করে নিলো সফরকারীরা। সবশেষ ২০০২ সালে অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছিল পাকিস্তান।
১৪১ রানের মামুলি লক্ষ্যে নেমে দুই পাক ওপেনার আব্দুল্লাহ শফিক ও সাইম আইয়ুব আনেন দারুণ শুরু। সহজে রান বাড়িয়ে দলকে জেতার দিকে নিয়ে যান তারা। উদ্বোধনী জুটিতে ওঠে ৮৪ রান। ল্যান্স মরিসের বলে ৫৩ বলে ৩৭ করে ফেরেন শফিক। ৫২ বলে ৪২ করে কিছুক্ষণ পর সাইমও শিকার হন মরিসের। এরপর অবিচ্ছিন্ন ৫৮ রানের জুটিতে জয় নিয়ে মাঠ ছাড়েন রিজওয়ান ও বাবর আজম।
রোববার অস্ট্রেলিয়ার পার্থে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানের চার পেসারের তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়া। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন ও হারিস রউফের দুর্দান্ত বোলিংয়ে ৮৮ রানে ৬ উইকেট হারায় অজিরা।
ওপেনার ম্যাথিউ শটের ২২ আর তিনে নামা অ্যারন হার্ডির ১২ রান ছাড়া বাকি টপঅর্ডার ব্যাটাররা দুই অঙ্কে পৌঁছাতে পারেনি। অষ্টম উইকেটে অ্যাডাম জাম্পাকে সঙ্গে ৩০ রানের জুটি করে অস্ট্রেলিয়ার স্কোর ১০০ পার করেন শন অ্যাবট। ২২ বলে ১৩ রান করে জাম্পা আউট হন নাসিমের বলে।
নবম উইকেটে স্পেন্সার জনসনকে নিয়ে ২২ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়ার প্রাথমিক মান বাঁচান অ্যাবট। ৪১ বলে অস্ট্রেলিয়ার ইনিংসের সর্বোচ্চ ৩০ রান করেন ডানহাতি এই ব্যাটার। স্পেন্সার আউট হন ১২ রানে। পাকিস্তানের হয়ে ৩টি করে উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ। ২ উইকেট নেন হারিস রউফ। ম্যাচসেরা ও সিরিজ সেরার পুরস্কার উঠেছে হ্যারিস রউফের হাতে।
মেলবোর্নে প্রথম ম্যাচে টস জিতে পাকিস্তানকে ২০৩ রানে আটকে ২ উইকেটে জিতেছিল স্বাগতিক দল। অ্যাডিলেডে দ্বিতীয় ম্যাচে অজিদের ১৬৩ রানে আটকে ৯ উইকেটে জেতে পাকিস্তান। সিরিজের শেষ দুই ম্যাচেই টসে জিতেছিল পাকিস্তান।