ব্রেকিং নিউজ :
৪৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ, গ্রেফতার ১
৪৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ, গ্রেফতার ১।
চোরাই পথে আসা প্রায় ৪৮ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস উদ্ধার ও এ চক্রের মূলহোতা ফিরোজ আলম বাবুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। যে চালানেই সরকারের শুল্ক ফাঁকি দিয়েছে ৬ লাখ টাকা।
সোমবার (২০ জানুয়ারি) সকালে রাজধানীর মিন্টুরোড ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান।
তিনি বলেন, ‘রাজধানীর বনশ্রীতে অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যানের ভিতরে ও আটক ফিরোজের বাসায় বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী পাওয়া যায়। চার ধরনের প্রডাক্টের মোট ২৫ হাজার ৪৪ পিস প্রসাধনী উদ্ধার করা হয়।’
মো. মিজানুর রহমান বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার আশায় বর্ডারে তৎপরতা বৃদ্ধি পাওয়ায় এই চক্রটি নতুন নতুন পন্থা অবলম্বন করছে। এতে দুই দেশের বর্ডার স্থানীয়রা সহযোগিতা করছে। বিশেষ করে কুমিল্লার বর্ডার দিয়ে এই প্রসাধনী ঢুকছে, তাদের ধরতে গোয়েন্দা তৎপরতা চলছে।’
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live অবৈধ ভারতীয় পণ্য গ্রেফতার ঢাকা মূলহোতা