টঙ্গীর ইমাম ঘটনায় জিএমপির ব্যাখ্যা
গাজীপুরের টঙ্গী পূর্ব থানার বিটিসিএল টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদের ইমাম মুফতি মহিবুল্লাহ মিয়াজী (৬০) নিখোঁজ হওয়ার একদিন পর তাকে পঞ্চগড় থেকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ঘটনাটি নিয়ে একটি সরকারি বিবৃতি প্রকাশ করে।
বিবৃতিতে জানানো হয়, টঙ্গী টিঅ্যান্ডটি কলোনি মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ মহিবুল্লাহ মিয়াজীকে অপহরণের অভিযোগে টঙ্গী পূর্ব থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে। তবে মামলার তদন্ত শুরু হওয়ার আগেই পুলিশ ঘটনাটিকে গুরুত্বসহকারে অনুসন্ধান শুরু করে।
তদন্তের প্রাথমিক পর্যায়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে দায়ী করার মতো পর্যাপ্ত প্রমাণ এখনো মেলেনি বলে উল্লেখ করা হয়েছে। জিএমপি জানায়, মামলার অগ্রগতি সম্পর্কে অনুমান বা গুজব না ছড়িয়ে তদন্ত প্রক্রিয়ায় সহায়তা করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কেউ যেন কোনো পক্ষকে দোষারোপ না করেন— এ বিষয়ে সবাইকে ধৈর্য ধরার অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে পঞ্চগড় সদর উপজেলার হেলিপ্যাড এলাকায় সড়কের পাশে একটি গাছের সঙ্গে বাঁধা ও বিবস্ত্র অবস্থায় মুফতি মহিবুল্লাহ মিয়াজীকে স্থানীয়রা দেখতে পান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।
















