শাপলা প্রতীক আদায়ের ঘোষণা সারজিস আলমের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, আইনগত কোনো বাধা না থাকা সত্ত্বেও দলটির চাওয়া প্রতীক ‘শাপলা’ দেওয়া নিয়ে অযৌক্তিক বিলম্ব করা হচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, “শাপলা প্রতীক নিয়েই আমরা আসন্ন সংসদ নির্বাচনে অংশ নেব।”
রোববার দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবে আয়োজিত সাংগঠনিক সভা শেষে সংবাদ সম্মেলনে সারজিস আলম এ মন্তব্য করেন।
তিনি বলেন, “বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে শুধু নির্বাচনের কথাই আলোচিত হচ্ছে, কিন্তু আমরা চাই জুলাই সনদের বাস্তবায়নের পরিষ্কার রূপরেখা। আইনগত ভিত্তি অস্পষ্ট থাকা অবস্থায় এনসিপি সেই সনদে স্বাক্ষর করবে না।”
সারজিস আরও জানান, “জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত এনসিপি নিজেদের অবস্থান থেকে সরে আসবে না। জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে কোনো আপস করা হবে না।”
সভায় জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেলের সভাপতিত্বে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
















