ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo শিক্ষার্থীদের কাছে ধারালো বস্তু ছিল, আহত হয়েছে পুলিশ: রমনা ডিসি Logo ইসির ঘোষণায় প্রস্তুতি শেষ: আগামীকাল জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রকাশ Logo যমুনা অভিমুখে বিক্ষোভে প্রকৌশল শিক্ষার্থীরা, পুলিশের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo তত্ত্বাবধায়ক সরকার বাতিল রায়ের বিরুদ্ধে আপিল গ্রহণযোগ্য, শুনানি ২১ অক্টোবর Logo নির্বাচন বাধাগ্রস্তে দিল্লিতে শেখ হাসিনাকে ২৫০০ কোটি টাকা দিয়েছেন এস আলম— ফখরুলের অভিযোগ Logo মার্কিন চাপের জবাবে উপকূলে নৌবহর মোতায়েন করলো ভেনেজুয়েলা Logo জুলাই গণঅভ্যুত্থান: শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজ নবম দিনের সাক্ষ্যগ্রহণ Logo মুন্সীগঞ্জে নৌ-পুলিশ ক্যাম্পে ডাকাত দলের হামলা, তীব্র গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ Logo ট্রাম্পের দাবি: আগামী ৩ সপ্তাহের মধ্যেই গাজা যুদ্ধে ইতি টানবে Logo বিমান টিকিট জটিলতা নিরসনে জোর পদক্ষেপ চলছে: বিমান ও পর্যটন উপদেষ্টা

মার্কা আমেরিকা অ্যাওয়ার্ড পেলেন মেসি

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

ক্যারিয়ারের সায়াহ্নে এসেও থেমে নেই লিওনেল মেসির অর্জনের ঝুলি। ফুটবল ইতিহাসে সর্বোচ্চ ট্রফি জয়ের স্বীকৃতিস্বরূপ এবার ‘মার্কা আমেরিকা অ্যাওয়ার্ড’ জিতলেন আর্জেন্টাইন তারকা।

বয়স পেরিয়েছে ৩৭ বছর। সময় চূড়ান্ত না করলেও, নিশ্চিত করেছেন যেকোনো সময়-ই বিদায় জানাতে পারেন। প্রতিটা ম্যাচ খেলছেন নিজের শেষ মনে করেই। তবে এখনো যেভাবে পারফরম্যান্স করে যাচ্ছেন, তাতে আরও বছর দুয়েক মেসি জাদুতে বুঁদ হতেই চাইবে সমর্থকরা। সবশেষ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে বলিভিয়ার বিপক্ষে হ্যাটট্রিকসহ দুটি অ্যাসিস্ট করেছেন তিনি।

 

তার আগে ইন্টার মায়ামিকে চলতি মাসের শুরুতে সাপোর্টার্স শিল্ড জেতাতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। মেজর সকার লিগে (এমএলএস) মায়ামির হয়ে সেটি ছিল মেসির দ্বিতীয় শিরোপা। তার আগে জিতেছিলেন লিগস কাপ। সব মিলিয়ে মেসি তার দীর্ঘ ক্যারিয়ারে জিতেছেন ৪৬টি দলগত শিরোপা। ফুটবল ইতিহাসে এত শিরোপা জয়ের কৃতিত্ব নেই আর কারও।
 
শুধু দলগত শিরোপা নয়, ব্যক্তিগত অর্জনেও অনেক এগিয়ে মেসি। ৮ ব্যালন ডি’অর, ২ ফিফা বিশ্বকাপ গোল্ডেন বল, ৬ ইউরোপিয়ান গোল্ডেন বুটসহ তার ঝুলিতে আছে ৫৬টি ব্যক্তিগত পুরস্কার। সব মিলিয়ে জিতেছেন ১০২টি শিরোপা। তার এমন অর্জনকে স্বীকৃতি দিতে স্প্যানিশ সংবাদ মাধ্যম ‘মার্কা’ চেজ স্টেডিয়ামে তাকে বিশেষ পুরস্কারে ভূষিত করেছেন। তার হাতে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে ‘মার্কা আমেরিকা’ অ্যাওয়ার্ড তুলে দিয়েছেন মার্কার পরিচালক হুয়ান ইগনাসিও গ্যালার্দো।
 
পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত মেসি জানান, বয়স বাড়লেও তিনি আরও শিরোপা জিততে মুখিয়ে আছেন। মেসি বলেন, ‘আমি এখনো শিরোপার জন্য ক্ষুধার্ত, যদিও আমার বয়স বাড়ছে, পরিবার বড় হচ্ছে। আমি তাদের সমর্থন অনুভব করি, তাই আমি অপ্রতিরোধ্য। আমি ফুটবল ভালোবাসি এবং এটাই আমাকে সবকিছু দিয়েছে।’
 
২০২১ সালের আগ পর্যন্ত জাতীয় দলের হয়ে বড় কোনো শিরোপা ছিল না মেসির। যদিও সাবেক ক্লাব বার্সার হয়ে সম্ভাব্য সকল শিরোপা জেতা হয়ে গিয়েছিল। গত তিন বছরে সে অপূর্ণতাও পূর্ণতা পেয়েছে। ২০২১ সালে কোপা আমেরিকা জয়ের পর, ২০২২ সালে ফিফা বিশ্বকাপ ও ২০২৪ সালে ফের কোপা আমেরিকা।
 
মেসি বলেন, ‘ আজকে আমাদের অর্জন আছে, তার আগে আর্জেন্টিনার সঙ্গে আমার খুবই খারাপ সময় গিয়েছিল। আজকে আমরা যে অবস্থানে আছি সেটা ওই সময়টার জন্য।’
 
 
ফুটবল ইতিহাসে মেসির পরে দ্বিতীয় সর্বোচ্চ ৪৪টি শিরোপা জিতেছেন ব্রাজিলিয়ান দানি আলভেস। তবে ব্যক্তিগত অর্জনে তিনি অনেক পিছিয়ে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৩৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
১৮১ বার পড়া হয়েছে

মার্কা আমেরিকা অ্যাওয়ার্ড পেলেন মেসি

আপডেট সময় ০৬:৩৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

ক্যারিয়ারের সায়াহ্নে এসেও থেমে নেই লিওনেল মেসির অর্জনের ঝুলি। ফুটবল ইতিহাসে সর্বোচ্চ ট্রফি জয়ের স্বীকৃতিস্বরূপ এবার ‘মার্কা আমেরিকা অ্যাওয়ার্ড’ জিতলেন আর্জেন্টাইন তারকা।

বয়স পেরিয়েছে ৩৭ বছর। সময় চূড়ান্ত না করলেও, নিশ্চিত করেছেন যেকোনো সময়-ই বিদায় জানাতে পারেন। প্রতিটা ম্যাচ খেলছেন নিজের শেষ মনে করেই। তবে এখনো যেভাবে পারফরম্যান্স করে যাচ্ছেন, তাতে আরও বছর দুয়েক মেসি জাদুতে বুঁদ হতেই চাইবে সমর্থকরা। সবশেষ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে বলিভিয়ার বিপক্ষে হ্যাটট্রিকসহ দুটি অ্যাসিস্ট করেছেন তিনি।

 

তার আগে ইন্টার মায়ামিকে চলতি মাসের শুরুতে সাপোর্টার্স শিল্ড জেতাতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। মেজর সকার লিগে (এমএলএস) মায়ামির হয়ে সেটি ছিল মেসির দ্বিতীয় শিরোপা। তার আগে জিতেছিলেন লিগস কাপ। সব মিলিয়ে মেসি তার দীর্ঘ ক্যারিয়ারে জিতেছেন ৪৬টি দলগত শিরোপা। ফুটবল ইতিহাসে এত শিরোপা জয়ের কৃতিত্ব নেই আর কারও।
 
শুধু দলগত শিরোপা নয়, ব্যক্তিগত অর্জনেও অনেক এগিয়ে মেসি। ৮ ব্যালন ডি’অর, ২ ফিফা বিশ্বকাপ গোল্ডেন বল, ৬ ইউরোপিয়ান গোল্ডেন বুটসহ তার ঝুলিতে আছে ৫৬টি ব্যক্তিগত পুরস্কার। সব মিলিয়ে জিতেছেন ১০২টি শিরোপা। তার এমন অর্জনকে স্বীকৃতি দিতে স্প্যানিশ সংবাদ মাধ্যম ‘মার্কা’ চেজ স্টেডিয়ামে তাকে বিশেষ পুরস্কারে ভূষিত করেছেন। তার হাতে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে ‘মার্কা আমেরিকা’ অ্যাওয়ার্ড তুলে দিয়েছেন মার্কার পরিচালক হুয়ান ইগনাসিও গ্যালার্দো।
 
পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত মেসি জানান, বয়স বাড়লেও তিনি আরও শিরোপা জিততে মুখিয়ে আছেন। মেসি বলেন, ‘আমি এখনো শিরোপার জন্য ক্ষুধার্ত, যদিও আমার বয়স বাড়ছে, পরিবার বড় হচ্ছে। আমি তাদের সমর্থন অনুভব করি, তাই আমি অপ্রতিরোধ্য। আমি ফুটবল ভালোবাসি এবং এটাই আমাকে সবকিছু দিয়েছে।’
 
২০২১ সালের আগ পর্যন্ত জাতীয় দলের হয়ে বড় কোনো শিরোপা ছিল না মেসির। যদিও সাবেক ক্লাব বার্সার হয়ে সম্ভাব্য সকল শিরোপা জেতা হয়ে গিয়েছিল। গত তিন বছরে সে অপূর্ণতাও পূর্ণতা পেয়েছে। ২০২১ সালে কোপা আমেরিকা জয়ের পর, ২০২২ সালে ফিফা বিশ্বকাপ ও ২০২৪ সালে ফের কোপা আমেরিকা।
 
মেসি বলেন, ‘ আজকে আমাদের অর্জন আছে, তার আগে আর্জেন্টিনার সঙ্গে আমার খুবই খারাপ সময় গিয়েছিল। আজকে আমরা যে অবস্থানে আছি সেটা ওই সময়টার জন্য।’
 
 
ফুটবল ইতিহাসে মেসির পরে দ্বিতীয় সর্বোচ্চ ৪৪টি শিরোপা জিতেছেন ব্রাজিলিয়ান দানি আলভেস। তবে ব্যক্তিগত অর্জনে তিনি অনেক পিছিয়ে।