গণভোট ইস্যুতে শিগগিরই সিদ্ধান্ত আসছে: ড. আসিফ নজরুল
গণভোট বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উত্তেজনা। এ প্রসঙ্গে সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, গণভোট ইস্যুতে দ্রুতই সিদ্ধান্ত নেয়া হবে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, “গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন গভীর মতপার্থক্য তৈরি হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা, এবং খুব অল্প সময়ের মধ্যেই বিষয়টি নিষ্পত্তি হবে।”
তিনি জানান, দীর্ঘ ২৭০ দিনের আলোচনা শেষে রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন মতবিরোধ হতাশাজনক। আগে আলোচনার মূল বিষয়বস্তু নিয়ে বিরোধ ছিল, এখন তা গণভোটে গিয়ে ঠেকেছে। এর ফলে দলগুলোর আচরণেও উত্তেজনা দেখা দিচ্ছে। এই অনৈক্য নিয়ে উপদেষ্টা পরিষদেও বিস্তারিত আলোচনা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
ড. আসিফ নজরুল বলেন, “কোনো দল যদি এককভাবে তাদের সিদ্ধান্ত সরকারে চাপিয়ে দিতে চায়, তাহলে জুলাইয়ের চেতনা কোথায় থাকে? যা-ই হোক না কেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে।” তিনি আরও যোগ করেন, ভোটের অনুকূল পরিবেশ বজায় রাখার দায়িত্ব কেবল সরকারের নয়, রাজনৈতিক দলগুলোরও রয়েছে।
মানবাধিকার কমিশন প্রসঙ্গে আইন উপদেষ্টা জানান, সম্প্রতি মানবাধিকার অধ্যাদেশ জারি করা হয়েছে, যার ফলে কমিশন এখন আইনগত ক্ষমতা প্রয়োগ করতে পারবে। পূর্বে এই ক্ষমতা সীমিত ছিল। তিনি আরও বলেন, আন্তর্জাতিক মান অনুযায়ী কমিশন এখন থেকে গুমসহ মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলোতেও কার্যকর ভূমিকা রাখবে। আলাদা কোনো গুম কমিশন গঠন করা হবে না।
এছাড়া প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, জুলাই-আগস্ট মাসে আহতদের বিদেশে চিকিৎসা সহায়তা নিয়ে আলোচনায় হয়েছে। বর্তমানে ৬৫ জন চিকিৎসাধীন রয়েছেন, এবং একজন আহতের চিকিৎসায় সর্বোচ্চ ৮ কোটি টাকা পর্যন্ত ব্যয় হয়েছে।
















