আখাউড়ায় আন্তঃনগর ট্রেনের টিকিট কালোবাজারি, রেলওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৪
পূর্বাঞ্চল রেলপথের দুটি পৃথক স্টেশনে অভিযান চালিয়ে আন্তঃনগর ট্রেনের ৩৬টি টিকিটসহ চারজন চিহ্নিত টিকিট কালোবাজারিকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে থানা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাত ৮টার দিকে আখাউড়া রেল সেকশনের আজমপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। গ্রেফতাররা হলেন স্থানীয় বাসিন্দা বাবুল মিয়া (৪৩) এবং মুসা মিয়া (৫৯)। তারা যাত্রীদের কাছে অতিরিক্ত দামে আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রির সময় হাতে-নাতে ধরা পড়েন।
এ ছাড়া একই রাতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আরেকটি অভিযান পরিচালনা করে রেলওয়ে পুলিশ। সেখানে চিহ্নিত টিকিট কালোবাজারি সৈয়দ নিয়াজ ওরফে আবু ওরফে আবুইল্যা (৩৪) এবং মোস্তাকিম (২৪)-কে আটক করা হয়।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম শফিকুল ইসলাম জানান, দুটি অভিযানে মোট ৩৬টি আসনের টিকিট উদ্ধার করা হয়েছে। এছাড়া গ্রেফতারদের কাছ থেকে টিকিট বিক্রির নগদ অর্থ ও কয়েকটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
ওসি আরও বলেন, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
















