ব্রেকিং নিউজ :
আবারও চাঙা স্বর্ণবাজার, বিনিয়োগকারীদের নজর সোনায়
ডলারের মান কমে যাওয়ায় বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। বৃহস্পতিবার দাম প্রায় ২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, স্পট গোল্ড ১.৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,০০৪.৭৫ ডলার হয়েছে। অন্যদিকে ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের ফিউচার গোল্ড ০.৪ শতাংশ কমে আউন্সপ্রতি ৪,০১৮.৩০ ডলারে নেমেছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সম্প্রতি সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমানোর ঘোষণা দিয়েছে। এর ফলে স্বর্ণের চাহিদা বেড়েছে।
এফএক্সটিএমের গবেষণা বিশ্লেষক লুকমান ওতুনুগা বলেন, ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক এবং ফেডের সিদ্ধান্ত বিনিয়োগকারীদের মনোভাবকে প্রভাবিত করছে। ডিসেম্বর মাসে আবারও হার কমার সম্ভাবনা কম হলেও স্বর্ণের দাম দীর্ঘমেয়াদে ঊর্ধ্বমুখী থাকবে।
















